পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

boo প্রকাশিত ভবিষ্যদ্বাক্য । [১৭ অন্ধ rায় । ৰূপ উৎপাত প্রযুক্ত লোকেরা ঈশ্বরের নিন্দ করিতে লাগিল ; সে অতি মহৎ উৎপাত হইল । ১৭ অধ্যায় । ১ সপ্ত মস্তক ও দশ শৃঙ্গ বিশিষ্ট পশুর উপরে বাবিল্ব নামক বেশ্যার আরোহণ ও সপ্ত মস্তক ও দশ শৃঙ্গের তাৎপৰ্য্য ও ভাহাদের পরাজয় ও শ্রীষ্টের জয় । পরে ঐ সপ্ত পাত্রধারি সপ্ত দূতের মধ্যে এক জন নিকটে আসিয়া আমার সঙ্গে আলাপ করিয়া কহিল, এই স্থানে আইস, পৃথিবীর নৃপতিবর্গ যে বেশ্যার সহিত ব্যভিচারক করিয়াছে, এবং পৃথিবীনিবাসির যাহার ব্যভিচারন্ধপ মদ্যপানে মত্ত হইয়াছে, সেই জলরাশির উপরে উপবিষ্ট মহাবেশ্যার দণ্ড তোমাকে দেখাই । পরে সেই দৃত আত্মাতে আবিষ্ট আমাকে অরণ্যমধ্যে লইয়। গেল ; তাছাতে নিন্দাৰূপ নামে পরিপূর্ণ সিদূরবর্ণ সৰ্ব্বশরীর, ও সপ্ত মস্তক ও দশ শৃঙ্গ বিশিষ্ট পশুতে উপবিষ্ট এক নারীকে দেখিলাম । সে নারী ধূসর ও সিন্দুর বর্ণ বস্ত্র পরিহিতা, ও সুবর্ণমণি মুক্তাদিতে বিভূষিতা, ও আপন ব্যভিচারৰপ ঘৃণা অশুচি সামগ্রীতে পরিপূর্ণ এক সুবর্ণ পাত্রহস্ত অাছে । এবং তাহার কপালে নাম অর্থাৎ বেশ্যাগণের ও পৃথিবীর ঘৃণাহ ক্রিয়ার জননী বাবিল মহানগরী, এই নিগূঢ় নাম লিখিত আছে । এবং পবিত্ৰগণের ও যীশুর সাক্ষিগণের রক্তেতে মত্তা সেই নারীকে দেখিলাম ; তাহ দেখিলে পর আমার অতিশয় অশ্চির্য জ্ঞান হইল । তাহাতে সে দুত আমাকে কহিল, ‘তুমি আশ্চর্য জ্ঞান করিতেছ কেন ? ঐ নারীর এবং সপ্ত মস্তক দশ শৃঙ্গ বি 820