পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭ অধ্যায় ] প্রকাশিত ভবিষ্যদ্বাক । ^} শিষ্ট ঐ নারীর বাহনের নিগুঢ় তত্ত্ব তোমাকে জা৮ নাই । তুমি যে পশুকে দেখিয়াছ, সে পূৰ্ব্বে ছিল, কিন্তু এক্ষণে নাই ; সে অতলস্পর্শ কুণ্ডহইতে পুনবার উঠিয়া বিনাশ পাইবে ; সৃষ্টিকালাবধি জীবন পুস্তকে যাহাদের নাম লিখিত নাই, এমত পৃথিবীনিবাসি লোকেরা ভূত ও এক্ষণে অবৰ্ত্তমান ও ভবিষ্যৎ ঐ পশুকে দেখিয়া আশ্চৰ্য্য জ্ঞান করিবে । ৯ যাহার বুদ্ধি আছে, সে ইহা বুকুক । ঐ সপ্ত মস্তক সপ্ত পৰ্ব্বতস্বৰূপ, তাহদের উপরে ঐ নারী বসিয়া ১ • অাছে ; এবং ( ঐ সপ্ত মস্তক ) সপ্ত রাজাস্বৰূপও আছে, তাহদের পাঁচ জন পতিত হইয়াছে, ও এক বর্তমান আছে ; আর এক এখনও উপস্থিত হয় ১১ নাই, হইলে অপেক্ষণ থাকিবে । ষে পশু ভূত ও এক্ষণে অবর্তমান, সে অষ্টম ; এবং সপ্ত রাজার ১২ মধ্যহইতে উৎপন্ন হইয়। বিনষ্ট হইবে । এবং তুমি যে দশ শৃঙ্গ দেখিয়াছ, সে দশ রাজাস্বৰূপ ; তাহার। অদ্যাপি রাজ্য প্রাপ্ত হয় নাই ; কিন্তু পৃশুর সহিত এক মুহূৰ্ত্ত পর্যন্ত রাজার ক্ষমতা পাইবে । ১৩ তাহার একপরামর্শ হইয় আপনাদের ক্ষমতা ও শক্তি পশুকে দিয়। মেষশাবকের সহিত সংগ্রাম ক১ ৪ রিবে । কিন্তু মেষশাবক তাহাদিগকে জয় কবিবেন ; যেহেতুক তিনি প্রভুদের প্রভু ও রাজাদের রাজা, এবং যাহারা তাহার সঙ্গে থাকে, তাহার। ১৫ আস্তৃত ও মনোনীত ও বিশ্বাস্য ।" পরে তিনি আমাকে আরও কছিলেন, “তুমি যে জলরাশিতে বেশ্যাকে উপবিষ্ট দেখিয়াছ, সেই জলরাশি রা জীয় ও দেশীয় ও ভাষাবাদি লোক ও জনতা 821