পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

レ-R8 প্রকাশিত ভবিষ্যদ্বাক্য । [১৮ অধ্যায় । করিবে না । ‘স্বর্ণ ও ৰূপ্য ও মণি ও মুক্ত ও সূক্ষ বস্ত্র ও বেগুণী বর্ণ ও সিন্দুর বর্ণ বস্ত্র ও পট্টবস্ত্র ও চন্দনাদি কাষ্ঠ ও হস্তিদন্তের সর্ব প্রকার পাত্র, ও বহুমূল্য কাষ্ঠের ও পিত্তলের ও লৌহের ও মৰ্ম্ম > R রের সর্ব প্রকার পাত্র, এবং দারুচিনি ও সুগন্ধি ১৩ দ্রব্য ও মর্দনের দ্রব্য ও গন্ধরস ও মদির ও তৈল ও উত্তম সুজি ও গোম ও গো ও মেষ ও অশ্ব ও রথ ও দাস ও মনুষ্যদের প্রাণ ইত্যাদি বাণিজ্যের সামগ্ৰী ; এবং তোমার প্রাণের বাঞ্ছিত ফল সকল ও যাবদীয় সুস্বাদু ও মনোহর দ্রব্য, তাবৎই তোমার নিকটহইতে গেল ; তুমি আর কখনও সে সকলের উদ্দেশ পাইবা না ’ এবং তাহার ঐ সকল ব্যবসায়দ্বারা ধনবান হইয়াছে, এমত সমস্ত মহাজন তাহার যন্ত্রণার ভয়ানকত। প্রযুক্ত দূরে দাড়াইয়া ক্ৰন্দন ও বিলাপ করিতে ২ কহিবে, হায় ! হায় ! হে মহানগরি, তুমি সূক্ষম বস্ত্রে ও বেগুণী রঙ্গের বস্ত্রে ও সিন্দূর বর্ণ বস্ত্রে বস্ত্রান্বিত ও সুবর্ণ মণি মুক্তাদি ভূষণেতে ভূষিত ছিল, কিন্তু এখন এক দণ্ডের মধ্যে সে সমস্ত সম্পত্তির লোপ হইল ।’ এবং জাহাজের অধ্যক্ষগণ ও জাহাজ দ্বারা জলপথে গমনকারি লোক ও নাবিক লোক এবং সমুদ্রস্থিত ব্যবসায়ি লোক, ইহার দূরে দাড়াইয়া নগরদাহের উর্দ্ধগত ধূম দেখিয়া উচ্চৈঃস্বরে কহিবে, এমত মহনগরীর তুল্য আর কি নগরী আছে ?’ ইহা বলিয়। তাহারা মস্তকে ধূলা দিয়া ক্ৰন্দন ও বিলাপ করতেই 迂ー চ্চৈঃস্বরে কহিবে, ‘হায় ! হায় । যে মহানগরীর ঐ 824 X 8 > (t Y V, > 영 > ケ X >