পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮৩২ প্রকাশিত ভবিষ্যদ্বাক । [২১ অধ্যায় । জল পান করিতে দিব । এবং যে জন জয় করিবে, সে তাবতের অধিকারী হইবে ; এবং আ|মি তাহার ঈশ্বর হইব ও সে আমার পুত্ৰ হইবে । কিন্তু যাহারা ভীরু ও অবিশ্বাসী ও ঘৃণ্য কৰ্ম্মকারী ও নরহত্যাকারী ও বেশ্যাগামী ও মায়াবী ও দেবপুজক, তাহার এবং তাবৎ মিথ্যাবাদী অগ্নি ও গন্ধকের প্রজ্বলিত হূদে অধিকার পাইবে ; এই দ্বিতীয় মৃত্যু । অনন্তর সেই সপ্ত শেষ উৎপাতে সম্পূর্ণ সপ্ত পাত্রধারি সপ্ত দূতের মধ্যে এক জন আমার নিকটে আসিয়া আমার সঙ্গে আলাপ করিয়া কছিল, এখানে আইস, সেই মেষশাবকের বিবাহিতা স্ত্রীকে তোমাকে দেখাই ।” পরে সে আত্মাতে আবিষ্ট আমাকে এক বৃহৎ উচ্চপৰ্ব্বতে লইয় ঈশ্বরের নিকটহইতে ও স্বৰ্গহইতে বহির্গামিনী সেই ধৰ্ম্মময়ী মহানগরী যিৰূশালমকে দেখাইল । সে নগরে ঈশ্বরের তেজ অবস্থিতি করিল, এবং তাহার জ্যোতি বহুমূল্য রত্ন অর্থাৎ সূৰ্য্যকান্ত মণির ন্যায় ও স্ফটিকের ন্যায় নিৰ্ম্মল । এবং ঐ নগরের প্রাচীর অতি উচ্চ ও বৃহৎ, তাহার পূৰ্ব্বদিগে তিন দ্বার, ও উত্তরদিগে তিন দ্বার, ও দক্ষিণদিগে তিন দ্বার, এবং পশ্চিমদিগে তিন দ্বার, সমুদায়ে দ্বাদশ দ্বার আছে । সেই দ্বাদশ দ্বারের উপরে দ্বাদশ দুত থাকে, ও দ্বারের উপরে ইস্রায়েল বংশের দ্বাদশ গোষ্ঠীর নাম লিখিত আছে । এবং ঐ প্রাচীরের দ্বাদশ ভিত্তিমূল আছে, তাহাতে মেষশাব কের দ্বাদশ প্রেরিতের নাম লিখিত আছে । অপর 832 > o. X > > ネ > \う X 8 X (t