পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bアハうW) প্রকাশিত ভবিষ দ্বাক । [২২ অধ্যায় । তাহারা অমৃত বৃক্ষের অধিকারী হইবে, এবং দ্বার দিয়া নগরে প্রবেশ করিবে । কিন্তু কুকুরবৎ ও মায়াবী ও বেশ্যাগামী ও নরহত্যাকারী ও দেবপূজক এবং মিথ্যাকে প্রিয়জ্ঞানকারী ও মিথ্যার উৎপাদক, এই সকল লোকের। তাহার বহিভূত হইবে । আমি যীশু মণ্ডলীগণের মধ্যে এই সমস্ত বচন সপ্রমাণ করিতে তোমাদের নিকটে আপন দুতকে প্রেরণ করিয়াছি ; আমি দ যুদের মূল ও ফল, এবং উজ্জ্বল প্রভাতি নক্ষত্ৰস্বৰূপ । আত্মা ও কন্য। কহিতেছেন, আইস ; এবং যে শ্রবণ করে সেও বলুক, আইস ; এবং যে জন তৃষ্ণাৰ্ত্ত হয় সে আসুক ; এবং যে কেহ ইচ্ছা করে, সে বিনামূল্যে অমৃত জল গ্রহণ করুক l’ যে সমস্ত লোক এই পুস্তকের ভবিষ্যদ্বাক্য শ্রবণ করে, তাহদের প্রত্যেক জনকে আমি সাক্ষ্য দিয়া কহিতেছি, যদ্যপি কেহ অন্য বাক্যদ্বারা এই সমস্ত বচনের বৃদ্ধি করে, তবে ঈশ্বর তাহাকে এই পুস্তকে লিখিত উৎপাত সকল বৃদ্ধি করিয়া দিবেন। আর কেহ যদি এই ভবিষ্যৎপুস্তকের কথা লোপ করে, তবে ঈশ্বর জীবনৰূপ পুস্তকহইতে ও ধৰ্ম্মনগরহইতে এবং এই পুস্তকে লিখিত কথাহইতে তাহার অংশ লোপ করিবেন । যিনি এই কথার সাক্ষ্য দেন, তিনি কহিতেছেন, “আমি অবশ্য ত্বরায় আসিতেছি । যে আজ্ঞা, প্রভো যীশু, আইস । তোমাদের সকলের প্রতি আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের অনুগ্রহ হউক । ইতি । 836 X (t Y &) > * > ア > ଳ R e & >