পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪ অধ্যায় ।] মথিলিখিত সুসমাচার। १:S ছে, এই গাথনির এক প্রস্তর অন্য প্রস্তরের উপরে থাকিবে না, সমস্তই ভূমিসাৎ হইবে । ৩ অনন্তর তিনি জৈতুন পৰ্ব্বতের উপরে বসিলে শিষ্যের র্তাহার নিকটে অসিয়া গোপনে জিজ্ঞাস করিল, এই সকল ঘটনা কবে হইবে ? অার আপনকার আগমনের ৪ এবং যুগান্তের চিহ্ন কি ? তাহা আমাদিগকে বলুন । তখন যীশু তাহাদিগকে কহিলেন, সাবধান, কেহ তোমাদিগকে ৫ ন ভুলাউক । অনেকে আমার নাম ধরিয়া আসিবে, এবং আমি খ্ৰীষ্ট, ইহা বলিয়। অনেক লোকের ভ্রান্তি ৬ জন্মাইবে । এবং তোমরা সংগ্রামের সংবাদ ও যুদ্ধের আড়ম্বর শুনিবা, সাবধান, তাহাতে ব্যাকুল হইও না ; এ সকল অবশ্যই ঘটিবে, কিন্তু আপাততে যুগান্ত হইবে না । ৭ অণর দেশের বিপক্ষে দেশ, ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, এবং স্থানেই দুর্ভিক্ষ ও মহামারী ও ভূমিকম্প ৮ হইবে । এই সকল দুঃখের উপক্রম । ৯ আর সেই সময়ে লোকেরা দুঃখ ভোগ করাইতে তোম।দিগকে পরহস্তগত করিবে, এবং বধও করিবে ; আর আ|মার নাম প্রযুক্ত তোমর। তাবৎ দেশীয় লোকের নিকটে ১০ ঘণাস্পদ হইব । এবং তৎকালে অনেকে বিঘ্ন পাইয়। পরস্পর ঘৃণা করিয়৷ এক জন অন্য জনকে পরহস্তগত করিবে । ১ ১ আর অনেক মিথ্যাভবিষ্যদ্বক্তা উপস্থিত হইয়। অনেককে ১২ ভুলাইবে । এবং দুষ্কর্মের বাহুল্য হওয়াতে অনেকের প্রেম ১৩ শীতল হইয়া যাইবে । কিন্তু যে কেহ শেষ পৰ্য্যন্ত ধৈৰ্য্য১৪ বলম্বন করিবে, সেই পরিত্রাণ পাইবে । আর তাবৎ দেশীয় লোকের প্রতি সাক্ষী হইবার নিমিত্তে রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে ; এমন হইলে যুগান্ত উপস্থিত হইবে । 79