পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bro মথিলিখিত সুসমাচার । [২৪ অধ্যায়। অতএব যে সর্বনাশকারি ঘূণার্হ বস্তু দানিয়েল ভবিষ্যদ্র ১৫ বক্তাদ্বারা উক্ত আছে, তাহ যখন পুণ্য স্থানে উপস্থিত দেখিবা, (যে জন পাঠ করে সে বুকুক) তখন যাহারা ১৬ যিহুদা দেশে থাকে, তাহারা পৰ্ব্বতে পলায়ন করুক ; এবং ১৭ যে কেহ গৃহের ছাতের উপরে থাকে, সে গৃহহইতে কোন বস্তু লইবার জন্যে নীচে ন নামুক ; আর যে কেহ ক্ষেত্রে ১৮ থাকে, সেও বস্ত্ৰ লইবার নিমিত্তে ফিরিয়া ন যাউক । সেই ১৯ । সময়ে গৰ্ববতী এবং স্তনদাত্রী স্ত্রীদিগের দুৰ্গতি হইবে । আর তোমাদের পলায়ন শীতকালে কিম্বা বিশ্রামবারে ২ • যেন না হয়, এই জন্যে প্রার্থনা কর । কেনন। তৎকালে ২১ যেৰূপ মহাক্লেশ উপস্থিত হইবে, জগতের আরম্ভাবধি এই সময় পৰ্য্যন্ত সেইৰূপ ক্লেশ কখনো হয় নাই এবং হুইবেও না । আর সেই ক্লেশের সময় যদি নূ্যন না করা যায়, ২২ তবে কোন প্রাণির রক্ষা হইতে পরিবে না ; কিন্তু মনোনীত লোকদের জন্যে সেই সময় নূ্যন করা যাইবে । আর ‘ দেখ, খ্রীষ্ট এই স্থানে আছেন, কিম্বা ঐ স্থানে ২৩ আছেন, সেই সময়ে যদি কেহ তোমাদিগকে এমন কথা কহে, তবে তাহাতে বিশ্বাস করিও না । কেনন অনেক ২ ২ ৪ ভাক্ত খ্ৰীষ্ট ও ভাক্ত ভবিষ্যদ্বক্তা উপস্থিত হইয়। এমন মহৎ চিহ্ন ও অদ্ভুত লক্ষণ প্রকাশ করিবে, যে যদি সম্ভব হয়, তবে মনোনীত লোকদিগেরও ভ্রান্তি জন্মাইবে । দেখ, আমি পূর্বে তোমাদিগকে সংবাদ দিলাম। অতএব, ২৫ * দেখ, তিনি প্রান্তরে আছেন, এমন কথা কেহ কহিলেও ২৩ বাহিরে গমন করিও না ; কিম্বা, “দেখ, তিনি অন্তঃপুরে আছেন, ইহা বলিলেও প্রত্যয় করিও না । কেননা বিদ্যুৎ ২৭ যেমন পূৰ্ব্বদিকহইতে নির্গত হইবামাত্র পশ্চিমদিক পৰ্যন্ত 80