পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮২ মথিলিখিত সুসমাচার। [২৪ অধ্যায়। এবং বিবাহ করণ ও বিবাহ দেওন এই ২ কৰ্ম্মেতে প্রবৃত্ত ছিল, এবং যাবৎ বন্যা আসিয়া সকল লোককে ৩৯ ভাসাইয়া না লইয়া গেল, তাবৎ তাহারা যেমন জ্ঞাত হইল না, তদ্রুপ মনুষ্যপুত্রের আগমনের সময়েও হইবে। তখন দুই জন ক্ষেত্রে থাকিলে তাহাদের এক জনকে ৪ • ধরা যাইবে, এবং অন্য জনকে ত্যাগ করা যাইবে । আর দুই স্ত্রী র্যাত পিৰিলে তাছাদের এক জনকে ধরা ৪১ যাইবে, এবং অন্যকে ত্যাগ করা যাইবে । তোমাদের প্রভু কোন দণ্ডে আসিবেন, তাহা তোমরা ৪২ জান না, অতএব জাগ্রৎ হইয়া থাক । কোন প্রহরে ৪৩ চোর আসিবে, তাহা যদি গৃহস্থ জানিতে পারে, তবে অবশ্য জাগ্রৎ থাকিয় নিজ গৃহে সিদ্ধ কাটিতে দেয় না, তোমরা ইহা জান । অতএব তোমরাও প্রস্তুত ৪৪ হইয়। থাক, কেননা যে দণ্ডে র্তাহার অপেক্ষাতে না থাকিব, সেই দণ্ডেই মনুষ্যপুত্র আগমন করিবেন। আর প্রভু নিজ পরিবারগণকে উপযুক্ত সময়ানুক্রমে ৪৫ ভোজন করাইবার জন্যে যাহাকে অধ্যক্ষ করিয়া রাখেন, এমন বিশ্বাস্য ও বুদ্ধিমান দাস কে আছে? প্রভু আসিয়া ৪৬ যাহাকে এমন কৰ্ম্মে প্রবৃত্ত দেখিবেন, সেই দাস ধন্য । আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, তিনি তাহাকে ৪৭ আপন সর্বম্বের অধ্যক্ষ করবেন । কিন্তু প্রভুর আগমনের ৪৮ বিলম্ব আছে, ইহা মনে২ ভাবিয়া সেই দুষ্ট দাস যদি সঙ্গিদাসদিগকে প্রহারাদি করিতে এবং মত্ত লোকদের ৪৯ সঙ্গে ভোজন পান করিতে প্রবৃত্ত হয়, তবে যে দিবসে ৫ • ঐ দাস প্রভুর অপেক্ষ না করিবে, এবং যে দণ্ড সে না জানিবে, তদণ্ডেই তাহার প্রভু উপস্থিত হইবেন ; আর ৫ ১ তাহাকে দারুণ শাস্তি দিয়া যে স্থানে রোদন ও দন্তের 82