পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫ অধ্যায় । ] মথিলিখিত সুসমাচার। bア○。 তোমাকে কঠিন লোক জানিয়াছি ; তুমি যে স্থানে বুন নাই, সেই স্থানে কাটিয়া থাক, এবং যে স্থানে ছড়াও ২৫ নাই, সেই স্থানে কুড়াইয়া থাক । অতএব শঙ্কিত হইয়। যাইয় তোমার তোড় ভূমিমধ্যে লুকাইয়। রাখিয়াছি ; ২৬ দেখ, তোমার যাহ। তাহ লও। তখন তাহার প্রভু উত্তর করিলেন অরে দুষ্ট অলস দাস, যে স্থানে বুনি নাই, সে স্থানে কাটি, এবং যে স্থানে ছড়াই নাই, সেই স্থানে ২৭ কুড়াই, ইহা যদি জানিয়াছ, তবে বণিকদের হস্তে আমার - ধন সমৰ্পণ করা তোমার উচিত ছিল ; তাহা করিলে আমি ২৮ আসিয়া বৃদ্ধির সহিত মূলটাক পাইতাম। অতএব ইহার নিকটহইতে ঐ তোড়া লইয়া যাহার দশ ভোড় অাছে, ২৯ তাহাকে দেও ; কেননা যাহার কাছে বাড়ে, তাহাকেই আরও দত্ত হইবে, তাহাতে তাহার বাহুল্য হইবে ; কিন্তু যাহার কাছে বাড়ে না, তাহার যে যৎকিঞ্চিৎ আছে, ৩০ তাহাও তাহার নিকটহইতে নীত হইবে । আর তোমরা ঐ অকৰ্ম্মণ্য দাসকে লইয়। যে স্থানে রোদন ও দন্তের ঘর্ষণ আছে, সেই বহির্ভূত অন্ধকারেতে ফেলিয়। দেও ! ৩১ যখন মনুষ্যপুত্র পবিত্র দূতগণকে সঙ্গে করিয়া আপন প্রভাবে আসিয়া নিজ তেজোময় সিংহাসনে বসিবেন, ৩২ তখন তাহার সম্মুখে সৰ্ব্ব জাতীয় লোক একত্র হইবে ; পরে মেষপালক যেমন ছাগ হইতে মেষ সকলকে ভিন্ন২ করে, তাদৃশ তিনিও একহইতে অন্যকে এই ৰূপে তাহ৩৩ দিগকে পৃথক করিয়া মেষগণকে দক্ষিণ দিগে, এবং ছাগ ৩৪ সকলকে বাম দিগে রাখিবেন । পরে রাজ। দক্ষিণদিকস্থিত লোকদিগকে কহিবেন, আইস, আমার পিতার অনুগ্রহপাত্রেরা, তোমাদের জন্যে জগতের পত্তনাবধি যে ৩৫ রাজ্য প্রস্তুত করা গিয়ছে, তাহার অধিকারী হও । কে85