পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ অধ্যায় ।] মথিলিখিত সুসমাচার। - ক্ষুদ্রতমের প্রতি যাহ কর নাই, তাহ আমারই প্রতি কর ৪৬ নাই । পরে ইহার অনন্ত শাস্তি, কিন্তু ধাৰ্ম্মিকের অনন্ত পরমায়ু ভোগ করিতে যাইবে । ২৬ অধ্যায় । ১ গ্রীষ্টের বিরুদ্ধে প্রধান যাজকদের ও অধ্যাপকদের কুপরামর্শ ১ ও স্ত্রীর দ্বারা ষ্টের অভিষিক্ত হওন ১৪ ও ফিলুদার বিশ্বাসঘাতকতার বিষয় ১৭ ও নিস্তারপর্বের ভোজ ২৬ ও প্রভূর ভোজ নিরূপণ ৩১ ও পিতরের খ্ৰীষ্টকে অস্বীকার করণের ভবিষ্যদ্বাক্য ৩১ ও উদ্যানে খ্রীষ্টের দুঃখের বিষয় ৪৭ ও তাহার পরহস্তগত হওন ৫৭ ও মহাযাজকের নিকটে লইয়া যাওন ৫৯ ও তাহার বিচার ৬৯ ও পিতরের অস্বীকার করণ । ১ যীশু এই সকল প্রসঙ্গ সাঙ্গ করিয়া শিষ্যদিগকে কহি২ লেন, তোমরা জান, আর দুই দিবস পরে নিস্তারপর্ব উপস্থিত হইবে, তাহাতে মনুষ্যপুত্র ক্রুশেতে হত হইবার ৩ জন্যে পরহস্তগত হইবেন । পরে প্রধান যাজকের এবং অধ্যাপকের ও লোকদের প্রাচীনেরা কিয়ফ নামে মহা৪ যাজকের অট্টালিকাতে একত্র হইয়া, কি ছলেতে যীশুকে ৫ ধরিয়া বধ করিতে পারে, এই মন্ত্রণা করিতে লাগিল । কিন্তু তাহারা কহিল, পৰ্ব্বসময়ে নহে, তাহ হইলে লোকদের মধ্যে কলহ উপস্থিত হইতে পারে । ৬ পরে বৈথনিয়া নগরে শিমোন নামক কুষ্ঠির গৃহেতে ৭ যীশুর থাকিবার সময়ে এক স্ত্রী শ্বেত প্রস্তরের পাত্রে বহুমূল্য সুগন্ধি তৈল আনিয়া ভোজনে বসিবার সময়ে ৮ তাহার মস্তকে ঢালিয়। দিল । কিন্তু তাহ দেখিয়া তাহার ৯ শিষ্যের ক্রুদ্ধ হইয়। কহিল, এমন অপব্যয় কেন ? ইহ। বহুমূল্যে বিক্রীত হইলে ঐ মূল্য দরিদ্রদিগকে দত্ত হইতে ১ • পারিত । যীশু তাহ জানিয়া তাহাদিগকে কহিলেন, ঐ স্ত্রীকে কেন দঃখ দেও ? সে অামার প্রতি সৎকৰ্ম্ম করিল। 87