পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-by সেবার্থ কর্ম করিতে যাহাদিগকে পরমেশ্বর বিদ্যা ও বুদ্ধি দিয়াছিলেন, সেই সকল সদ্বিবেচক লোক পরমেশ্বরের তাবৎ আজ্ঞানুসারে কর্ম করিতে লাগিল। ২ পরে মূসা বিৎসলেলকে ও অহলীয়াবকে এবং পরমেশ্বর হইতে অন্তঃকরণে বিদ্যাপ্রাপ্ত লোকদিগকে, এব^ যাহাঁদের কর্ম করিতে আসিতে মনে প্রবৃত্তি জন্মিল, ৩ তাহাদিগকে ডাকিল। এবং পবিত্র স্থানের সেবার্থে তাহা নির্মাণ করিতে ইস্রায়েল বংশের যে সকল দুব্য আনিয়াছিল, তাহা তাহারা মুসাহইতে লইল ; তথাপি লোকের প্রতি প্রভাতে তাহার নিকটে স্বেচ্ছাতে আরো দ্রব্য আনিল। ৪ তখন পবিত্র স্থানের তাবৎ কর্মে সেবাকারি বিজ্ঞ ও লোক সকল আপন ২ কর্মহইতে আসিয়া মূসাকে কহিল, পরমেশ্বর যাহা ২ নিৰ্ম্মাণ করিতে আজ্ঞা দিয়াছেন, লোকের তদপেক্ষা সেবার্থ অধিক বস্তু আনিতেছে। তাহাতে মূসা আজ্ঞা দিয়া শিবিরের সৰ্ব্বত্র তাহা ঘোষণা করাইল, পুরুষ কিম্বা স্ত্রী পবিত্র স্থানের * দুব্য আর প্রস্তুত ন করুক ; অতএব লোকেরা আনিতে নিবৃত্ত হইল, কেননা সকল কর্ম করিতে তাহাদের দুব্য প্রচুর ও ততোধিক হইল। ৮ পরে কর্মকারি বিজ্ঞ লোকেরা পাকান সূক্ষ সূত্র দ্বার নীলবর্ণ ও ধূম্ৰবৰ্ণ ও রক্তবর্ণ শিল্পকর্ম বিশিষ্ট আবাসের দশ ব্যবধানবস্ত্র প্রস্তুত করিল ; তাহাতে * কিরূবাকৃতি শিল্পকর্ম করিল। তাহার প্রত্যেক ব্যবধানবস্ত্ৰ আটাইশ হন্ত দীঘ, ও চারি হস্ত প্রস্থ, ১ - সকলি এক পরিমাণ ছিল। পরে সে তাহার পাঁচ ব্যবধানবস্ত্র একত্র যোগ করিল, এবং অন্য পাচ ১ ১ ব্যবধানবস্ত্রও যোগ করিল। এবং প্রথম বস্ত্রের অন্তে যোড়ের মুখে নীলবর্ণ ঘুণ্টীঘরা করিল, এবং শেষ বস্ত্রের অন্তে দ্বিতীয় যোড়ের মুখে সেইরূপ *ং করিল। প্রথম ব্যবধানবস্ত্রে পঞ্চাশ ঘুণ্টীঘরা করিল, এবং অন্য ব্যবধানবস্ত্রের অন্তে দ্বিতীয় যোড়ের মুখে পঞ্চাশ ঘুণ্টীঘরা করিল, এবং ঐ ঘুণ্টীঘরাতে ১৩ এক অন্যের সহিত সংযুক্ত হইল। পরে সে স্বর্ণের পঞ্চাশ ঘুণ্টী নির্মাণ করিয়া তাহাদ্বারা এক ব্যবধানবস্ত্র অন্যের সহিত ঘোড়া দিল ; তাহাতে এক আবাস হইল। পরে আবাসের উপর আচ্ছাদনার্থে ছাগলোমের ১৫ একাদশ ব্যবধানবস্ত্র প্রস্তুত করিল। তাহার প্রত্যেক ব্যবধানবস্ত্র ত্ৰিশ হস্ত দীর্ঘ ও চারি হস্ত প্রস্থ ; ঐ একাদশ ১ ও ব্যবধানবস্ত্র সমান পরিমাণ ছিল। পরে সে পাচ ব্যবধানবস্ত্র পৃথক রূপে, ও ছয় ব্যবধানবস্ত্ৰ পৃথক রূপে ** যোড়া দিল। এবং প্রথম ব্যবধানবস্ত্রের অন্তে যোড়ের মুখে পঞ্চাশ ঘুণ্টীঘরা করিল,ও যে দ্বিতীয় ব্যবধানবস্ত্র

8

যাত্রাপুস্তক। [৩১অধ্যায়। যুক্ত হয়,তাহার অন্তে পঞ্চাশ ঘুণ্টীঘরা করিল। এবং ১৮ যোড়া দিয়া এক তাম্বু করণার্থে পঞ্চাশ পিত্তলের ঘুণ্টী করিল। এবং সে মেষের রক্তীকৃত চৰ্মেতে তাম্বুর এক ১৯ আচ্ছাদন ও তাহার উপরে তহশের চর্মের এক আচ্ছাদন প্রস্তুত করিল। পরে সে আবাসের জন্যে শিটীম কাষ্ঠের দণ্ডায়- ২০ মান তক্ত নির্মাণ করিল। ঐ প্রত্যেক তক্ত দশ হন্ত ২ ১ দীর্ঘ ও দেড় হন্ত প্রস্থ ছিল। এবং প্রত্যেক তক্তাতে ২২ পরসপর সমদূরে* দুই ২ পদ ছিল; এইরূপ সে আবাসের জন্যে সকল তক্ত নির্মাণ করিল। পরে সে ** দক্ষিণ দিগের দক্ষিণ পাশ্বের জন্যে বিংশতি তক্তা প্রস্তুত করিল। এবং ঐ বিংশতি তক্তার নীচে চল্লিশ ২৭ রূপার চুঙ্গি করিল, এবং প্রত্যেক তক্তার নীচে দুই ২ পদের নিমিত্তে দুই ২ চুঙ্গি, ও অন্য ২ তক্তার নীচে দুই ২ পদের কারণ দুই ২ টুঙ্গি করিল। পরে আবা- ২৭ সের অন্য পাশ্বের অর্থাৎ উত্তর পাশ্বের নিমিত্ত্বে বিংশতি তক্তা নির্মাণ করিল। এবং তাঁহাদের চল্লিশ ২৬ রূপার চুঙ্গি, অর্থাৎ প্রত্যেক তক্তার নীচে দুই ২ টুঙ্গি, ও অন্য ২ তক্তার নীচে দুই ২ ছুঙ্গি করিল। এবং ২৭ আবাসের পশ্চিম পাশ্বের নিমিত্তে ছয় তক্ত করিল। এবং আবাসের পশ্চাৎ পাশ্বের দুই কোণের নিমিত্তে ২৮ দুই তক্ত করিল। এবং সেই দুইয়ের নিমিত্তে নীচে ও ২৯ উৰ্দ্ধের কোণে এক কড়াতে তাহ বদ্ধ করিল ; এই রূপে দুই কোণের তক্ত বদ্ধ করিল। আট তক্ত,এবং এক ২ ও তক্তার নীচে দুই ২ চুঙ্গি রূপার ষোল চুঙ্গি ছিল। পরে সে শিটীম কাষ্ঠীদ্বারা বাত নির্মাণ করিয়া ও ১ আবাসের এক ২ পাশ্বের তক্তাতে পাঁচ বাতা, ও অন্য ৩২ পাশ্বের তক্তাতে পাঁচ বাতা, এবং পশ্চিম দিগের পশ্চাৎ তক্তাতে পাচ বাত দিল। এবং তক্তার এক ওe দিগহইতে অন্য দিগপৰ্য্যন্ত মধ্যবৰ্ত্তি বাতা প্রবেশ করাইল। পরে সে সকল তক্ত স্বর্ণে মণ্ডিত করিল, ৩৪ এবং বাতার স্থানের জন্যে স্বর্ণের কড়া নির্মাণ করিয়া বাতাও স্বর্ণে মুড়িল । অনন্তর নীলবর্ণ ও ধুমুবর্ণ ও রক্তবর্ণ পাকান সূত্র ৩৭ নির্মিত ও কিরূবাকৃতি বিচিত্রিত এক বিচ্ছেদবস্ত্র প্রস্তুত করিল। তাহার নিমিত্তে শিটীম কাষ্ঠের চারি স্তম্ভ ৩৬ করিয়া স্বর্ণেতে মুড়াইল, এবং তাহার আঁকড়াও স্বর্ণের করিল, এবং রূপাদ্বারা তাহার চারি চুঙ্গি করিল। পরে সে আবাসের দ্বারের নিমিত্তে নীলবর্ণ ও ৩৭ ধূমুবর্ণ ও রক্তবর্ণপাকান সূত্রদ্বারা সুচিক্রিয় বিশিষ্ট এক আচ্ছাদনবস্ত্র নির্মাণ করিল ও তাহার পাচ ৩৮ স্তম্ভ ও আকড়া করিল, এবং ঐ সকলের মাথলা ও শলাক স্বর্ণেতে মুড়াইল, কিন্তু তাহার পাঁচ চুঙ্গি পিত্তলদ্বারা করিল। [৩৬ অব্য ; *] যা ৩৫; ৩০-৩৫ u-–[৪-৭] ৩৫; ৪-২৯ it—[৮-১৩] ২৬; ১-৪ il–[58-> * > *, *-* * Il-s: s] *s; S AASAASAASSSSSS BBS BBSBBS LS AA SLSL BBSS AAAA LSSAAAAS AAAAA AAAA L

  • (ব) সযান।