পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪০ অধ্যায়।] খচিত করিল, তাহার প্রথম পঞ্জিতে চুনি ও পদমরাগ ১১ ও তামুমণি দিল। এবং দ্বিতীয় পঞ্জিতে মরকত ও ১২ নীলকান্ত ও হীরক দিল। এবং তৃতীয় পঞ্জিতে লণ্ডনীয় ১৩ ও ঘিন্ম ও কটাহেলা দিল। এবং চতুর্থ পঙ্কিতে গোদন্ত ও বৈদূর্ঘ্য ও সুর্য্যকান্ত স্বর্ণস্থালী এই সকল ১৪ মণিতে খচিত হইল। এই প্রস্তর ইসায়েল বংশের নিমিত্তে ও তাঁহাদের নামানুসারে দ্বাদশ হইল, এবং মুদ্রার ন্যায় এক ২ প্রস্তুরেতে ঐ দ্বাদশ বংশের ১৫ এক ২ নাম হইল। এবং বুকপাটার কোণে নির্মল ১ও স্বর্ণদ্বারা পাকান শৃঙ্খল নির্মাণ করিল। এবং স্বর্ণের দুই স্থালী ও স্বর্ণের দুই কড়া নির্মাণ করিয়া বুক পটার দুই কোণে ঐ দুই কড়া বদ্ধ করিল। এবং বুকপাটার কোণস্থিত দুই কড়ার মধ্যে সেই দুই স্বর্ণের ২৮ পাকান শৃঙ্খল রাখিল। এবং পাকান শৃঙ্খলের দুই মুড়া দুই স্থালীতে বদ্ধ করিয়া এফোদ বস্ত্রের সম্মুখস্থিত ১১ দুই স্কন্ধপটির উপরে তাহ রাখিল। এবং স্বর্ণের দুই কড়া নির্মাণ করিয়া এফোদের সন্মুখস্থিত বুকপাটার ২• ভিতরভাগের দুই কোণে তাহ রাখিল । এবং স্বর্ণের আর দুই কড়া করিয়া তাহা এফোদের স্কন্ধপটির অধোদিগে দুই পাশ্বে সম্মুখভাগে তাহার সহযোগের স্থানে এফোদের বিচিত্র কটিবন্ধনের উপরে রাখিল । ২১ তাহাতে মূসার প্রতি পরমেশ্বরের আজ্ঞানুসারে তাহা যেন এফোদের বিচিত্র কটিবন্ধনের উপরে থাকে, এবং বুকপাট এফোদহইতে খসিয়া না পড়ে, এই জন্যে তাহারা কড়াতে নীল সূত্ৰ দিয়া এফোদের কড়ার সহিত বুকপাটাকে বদ্ধ করিয়া রাখিল। ২২ পরে মুসার প্রতি ঈশ্বরের আজ্ঞানুসারে সে এফো২৩ দের নীলবর্ণ বস্ত্ৰ বুনিল। এবং তাহার মধ্যে বৰ্ম ছিদ্রের ন্যায় এক ছিদ্র করিল; এবতাহ যেন ন ছিড়ে, ২৪ এই জন্যে সে ছিদ্রের চারিদিগে বন্ধন দিল। এবং মূসার প্রতি পরমেশ্বরের আজ্ঞানুসারে তাহারা ঐ বস্ত্রের পাশ্বের উপরে নীলবর্ণ ও ধুমুবর্ণ ও রক্তবর্ণ ২৫ পাকান সূত্ৰেতে দাড়িম নির্মাণ করিল। পরে তাহার নির্মল স্বর্ণদ্বারা ঘুণ্টিক করিয়া দাড়িমের মধ্যে ২ বস্ত্রের অঞ্চলের চারিদিগে দাড়িমের মধ্যে দিল। ২১ অর্থাৎ সেবা করণার্থক বস্ত্রের অঞ্চলের চারিদিগে এক ঘুণ্টিক ও তাহার পরে এক দাড়িম, ও তাহার পরে এক ঘুণ্টিক ও তাহার পরে এক দাড়িম, এই রূপ করিল। অপর মূসার প্রতি পরমেশ্বরের আজ্ঞানুসারে তাহার হারোণের ও তাহার পুত্ৰগণের জন্যে সূত্র ২৮ নির্মিত উড়নী, ও সূক্ষম বস্ত্রের কিরীট ও সূক্ষ সূত্র নিৰ্ম্মিত উষ্ণীষ ও পাকান সূত্রের বস্ত্রের কটিবন্ধন ২৯ প্রস্তুত করিল। এবং নীলবর্ণও ধুমুবর্ণও রক্তবর্ণ পাকান সূত্ৰেতে সুচিকৰ্ম্মম্বারা এক কটিবন্ধন প্রস্তুত করিল। R. o. যাত্রাপুস্তক। ○》 পরে মূসার প্রতি পরমেশ্বরের আজ্ঞানুসারে তাহার ৩৭ নির্মল স্বর্ণদ্বারা পবিত্র মুকুটের পত্র নির্মাণ করিয়া খোদিত মুদ্রার ন্যায় তাহার উপরে পরমেশ্বরের উদ্দেশে পবিত্রতা ইহা লিখিল। পরে উৰ্দ্ধেতে বান্ধিবীর ৩১ জন্যে মুকুটের উপরে তাহ নীল সুত্ৰ দিয়া বাধিল । এই প্রকারে মণ্ডলীর আবাসের তাম্বুর সকল কর্ম ৩২ সমাপ্ত হইল ; মূসার প্রতি পরমেশ্বরের আজ্ঞানুসারে ইস্রায়েল বখশ তাবৎ কর্ম করিল। পরে তাহারা মূসার ৩৩ নিকটে ঐ আবাস আনিল, এবং তাহার তাম্বু ও সকল পাত্র ও ঘুণ্টী ও তক্ত ও বাতা ও স্তম্ভ ও চুঙ্গি, ও রক্তী । কৃত মেষচৰ্মাচ্ছাদক ও তহশচর্মময় আচ্ছাদক ও আচ্ছা! দনাথে বিচ্ছেদবস্ত্র, এবং সাক্ষ্যরূপ সিন্দুক ও তাহার ৭ সাইঙ্গ ও আবরণ, এবং মেজ ও তাহার সকল পাত্র ৩৬ ও দর্শনরুটী, ও নির্মল দীপবৃক্ষ ও তাহার দীপ, অর্থাৎ তাহার মধ্যে স্থাপিত দীপ, ও তাহার সকল পাত্র ও দীপার্থ তৈল। এবং স্বর্ণময় বেদি ও অভি- ** ষেকাৰ্থ তৈল ও ধূপার্থ সুগন্ধি দ্রব্য * ও আবাসের দ্বারের আচ্ছাদনবস্ত্র, এবং পিত্তলের বেদি ও তাহার পিত্তলের জাল ও তাহার সাইঙ্গ ও সকল পাত্র ও প্রক্ষালনপাত্র ও তাহার পায়া, এব^ প্রাঙ্গণের ব্যবধানবস্ত্র ও তাঁহার স্তন্ড ও চুঙ্গি ও প্রাঙ্গণদ্ধারের আচ্ছাদনবস্ত্র ও তাহার রজ্জ্ব ও খিল ও মণ্ডলীর তাস্তুর জন্যে আবাসের সেবার সকল পাত্র, এবং পবিত্র স্থানে সেবাথ বস্ত্র ও হারোণ হাজিকের পবিত্র বস্ত্র ও তাহার পুত্রদের যাজকপদে সেবার্থ বস্ত্র, ইত্যাদি যে ২ কর্ম মূসার প্রতি পরমেশ্বর আজ্ঞা করিয়াছেন, য়ল বখশ তাহা সকলি নির্মাণ করিল। পরে মূসা ঐ সকল ক্রিয়ার প্রতি দৃষ্টি করিলে তাহারা পরমেস্বরের আজ্ঞানুসারে সকলি করিয়াছে, ইহা দেখিল ; পরে মূসা তাহাদিগকে আশীৰ্ব্বাদ করিল। ৪০ অধ্যায় । SS S BBBBBB BBBB BBBB BBB BB BBBB S0 তাহার পুগ্রগণকে পবিত্র করণ ১৭ ও পরযেশরের আড়ালুসারে মূসার তাবৎ কৰ্ম্ম করণ ৩৪ ও যেঘ ও অগ্নি鬍 স্তম্ভের ক1f । অপর পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি প্রথম মাসের প্রথম দিনে মণ্ডলীর আবাসের তাম্বু স্থাপন করিব। এবং তাহার মধ্যে সাক্ষ্যরূপ সিন্দুক রাখিয়া বিচ্ছেদৰক্ত দিয়া সেই সিন্দুক ঢাকিব। পরে মেজ ভিতরে আনিয় তাহার উপরে অনুক্রমে নিরূপিত বস্তু রাখিবা, এবং দীপবৃক্ষ ভিতরে অনিয়া তাহার দীপ জালিয়া দিবা । এবং স্বর্ণের ধুপৰেদি সাক্ষরুপ সিন্দুকের • সম্মুখে রাখিবা, এবং আবসিদ্ধারের আচ্ছাদনবস্ত্র রাখিবা । এবং মণ্ডলীর তাম্বুর আবাসের দ্বারের ৬

  • *

GggSggS ggS BBSBBS LS BSBBS SJS SLS00 SAAAAS gJS BBSAAAAAA LLSAA AAAA AAAA S L S BBBS S D S S DDS S BSBB LSLL BBS BBS BBSAAAA AASAASAASAASAAAS i--[৫]৩৬; ৩৭, ৩৮ ৷৷

  • (ইবু) সুগন্ধ যদলছেরইপ ।