পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 লেীয় আর পাত্রে ভজিত দ্ৰব্যদ্বারা যদি তোমার নৈবেদ্য হয়, তবে তাড়ীশূন্য তৈল মিশ্রিত সুন্ন সুজি হইবে, ৬ তাহ খণ্ড ২ করিয়া তাহার উপরে তৈল ঢালিব ; তাহাই নৈবেদ্য হইবে । * আর কটাহে ভজ্জিত দুব্যদ্বারা যদি তোমার নৈবেদ্য ৮ হয়, তবে তৈলপক্ক সূক্ষ সুজি হইবে। পরে তুমি এই দ্রব্যের নৈবেদ্য পরমেশ্বরের নিকটে আনিয়া যাজককে দিলে পর সে তাহ বেদির নিকটে আনিবে। ৯ এবং স্মরণার্থে সে নৈবেদ্যের কিছু লইয়া বেদিতে দগ্ধ করিবে ; তাহাতে তাহ পরমেশ্বরের উদ্দেশে ১• অগ্নিকৃত সুগন্ধি নৈবেদ্য হইবে। এবং ঐ নৈবেদ্যের অবশিষ্ট অংশ হারোণের ও তাহার পুত্ৰগণের হইবে ; পরমেশ্বরের উদ্দেশে হবনীয় দ্রব্য সকলের ১১ মধ্যে ইহা অতি পবিত্র হয়। তোমরা পরমেশ্বরের উদ্দেশে তাড়ীযুক্ত নৈবেদ্য আনিব না, বরঞ্চ পরমেশ্বরের উদ্দেশে হবনীয় নৈবেদ্যের সহিত তাড়ী কিম্বা মধু কিছুই দগ্ধ করিব না। আর প্রথম ফলের নৈবেদ্যের এই বিধি ; তোমরা পরমেশ্বরের উদ্দেশে তাহ নিবেদন করিব, কিন্তু সুগন্ধির জন্যে বেদির উপরে তাহ জালাইবা না । আর নৈবেদের প্রত্যেক দ্রব্য লবণাক্ত করিবা, ও নৈবেদ্যে ঈশ্বরের নিয়মিত লবণের নৃত্যুণ না করিয়া ১৪ সকল নৈবেদ্যের সহিত লবণ নিবেদন করিব । এবx যদি তোমার প্রথম ফলের নৈবেদ্য পরমেশ্বরের উদ্দেশে নিবেদন কর, তবে কোমল ও অগ্নিতে শুষক সম্পূর্ণ শীষহইতে মন্দিত শস্য তোমার প্রথম ফলের ১a নৈবেদ্যার্থে নিবেদন করিব । এব^ তাহার উপরে তৈল দিব ও কুন্দুরু রাখিব1; তাহাই এক নৈবেদ্য ১৬ হইবে। পরে যাজক স্মরণার্থে তাহার কিছু মন্দিত শস্য ও কিছু তৈল ও সমস্ত কুন্দর দগ্ধ করিবে ; তাহাতে তাহা পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত নৈবেদ্য হইবে। ৩ অধ্যায় । ১ যক্টলার্থে বলির বিবি, ৬ ও যদলীখে বলির অন্যে যেম শাবকের ১২ ও চণগলের কাrণ । ১ অপর মঙ্গলার্থে বলিদান করিলে যদি পালহইতে গো দেয়, তবে পরমেশ্বরের সম্মুখে নির্দোষ পুরুষ ২ কিম্বা স্ত্রী পশু উৎসগ করবে। এবং মণ্ডলীর আবাসের দ্বারে আপন বলির মস্তুকে হস্তাপপণ করিয়া তাহাকে বলিদান করিবে; পরে হারোণের পুত্র যাজকগণ তাহার রক্ত বেদির উপরে চারিদিগে ছিটাইবে । ও পরে পরমেশ্বরের উদ্দেশে মঙ্গলার্থক হোমবলি উৎসর্গ করিলে তাহার নাড়ীঢাকা মেদ ও অন্ত্রেীপরিস্থিত 3 R

  • \>

৩, ৪ অধ্যায়। পুস্তক। [ পাশ্বস্থ মেদ ও দুই মেটিয়া ও তদুপরিস্থ পাশ্বস্থ মেদ ৪ ও যকৃতের উপরিস্থ অন্ত্রপলবিক মেটিয়ার সহিত ছড়িয়া লইবে। পরে হারোণের পুত্ৰগণ বেদির উপরিস্থ অগ্নির ও কাষ্ঠের ও হব্যের উপরে তাহা দগ্ধ করিবে; তাহাতে তাহ পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত সুগন্ধি হোম বলি হইবে। আর পরমেশ্বরের উদ্দেশে মঙ্গলার্থে যদি মেষাদিপালহইতে বলি হয়, তবে নির্দোষ পুরুষ কিম্বা স্ত্রী বলি উৎসর্গ করিবে। আর কেহ যদি উপহারার্থে মেষশাবক বলিদান করে, তবে পরমেশ্বরের উদ্দেশে তাহা উৎসর্গ করবে। এবং মণ্ডলীর আবাসের সম্মুখে আপন বলির মন্তকে হস্তুপিণ করিয়া তাহাকে বলিদান করিবে, এবং হারোণের পুত্ৰগণ বেদির উপরে চারিদিগে তাহার রক্ত ছিটাইবে । এবং মঙ্গলার্থে পরমেশ্বরের উদ্দেশে হোম বলি উৎসর্গ করিলে তাহার মেদ ও সমস্ত পশ্চাদভাগ * মেরুদণ্ডের নিকটহইতে ছড়িয়া লইবে ও নাড়ীঢাকা মেদ ও নাড়ীর উপরিস্থিত সমস্ত মেদ, ও দুই মেটিয়া ও তাহার উপরিস্থিত • পাশ্বের মেদ ও যকৃতের উপরিস্থিত অন্ত্রপল্লাৱক মেটিয়ার সহিত ছড়িয়া লইবে । পরে যাজক তাহ বেদির • • উপরে দগ্ধ করিবে; তাহাতে তাহ পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত উপহার ভক্ষ্য হইবে। আর যদি ছাগল বলিদান করে, তবে তাহ পর- ১২ মেশ্বরের সম্মুখে আনিবে। সে মণ্ডলীর আবাসের ১৩ সম্মুখে তাহার মন্তকে হস্তাপণ করিয়া তাহাকে বলিদান করিবে, এবং হারোণের পুত্ৰগণ বেদির উপরে চারিদিগে তাহার রক্ত ছিটাইবে। পরে সে ১৪ তাহাহইতে হবনীয় দ্রব্য পরমেশ্বরের উদ্দেশে উপহার করিবে, অর্থাৎ নাড়ীঢাকা মেদ ও নাড়ীর উপরিস্তু সকল, মেদ ও দুই মেটিয়া ও তাহার উপরিস্থিত ১৪ পাশ্বস্থ মেদ, ও যকৃতের উপরিস্থিত অন্ত্রপলাবক মেটিয়ার সহিত ছড়িয়া লইবে। পরে যাজক বেদির ১s উপরে সে সমস্ত দগ্ধ করিবে ; তাহাতে তাহ অগ্নিকৃত সুগন্ধি উপহার ভক্ষ্য হইবে ; এবং তাবৎ মেদ পরমেশ্বরের হইবে । তোমাদের পুরুষানুক্রমে সকল ১৭ নিবাসে এই এক নিত্য বিধি হইবে, তোমরা মেদ ও রক্ত কিছুই ভোজন করিব না। ৪ অধ্যায়। ৯ মাজকের অজ্ঞাত পাপের অন্যে বলিদানের কথা, ১৩ ও মণ্ডলীর অজ্ঞাত পাপের অন্যে বলিদানের কথা, ২২ ও অব্যক্ষের অজ্ঞাত পাপের অন্যে বলিদানের কথn, ২৩ ও সাধারণ লোকদের অতীত পাপের অন্যে বলিদানের ক1ন। [>]* * 11—[>-]" o il—[22] Ti »x; : « » z «; a, vll-[०९] यl २२: २२ ! *न २° ; २***७ t!-[२७]s sv; s० ॥ যা ৯ ; ৪ ১ i য ৫ ; ১৩ll-–[১৬]প ২ ৷৷ S BkS DD DS BBSBBSBS S BBS BBSBBS 0Saa BBBB LS SS000K 0S00K LSLSL S AAAA যিহি ৪৪; ৭ ll-[२७] * २ ॥-[०७,२१] (ल १ ; २२-२१ ti-I: "I ** ; >> ti

  • (ব) পুছু ।