পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায় ] অনন্তর পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি ইসায়েল ২ বংশকে কহ, যদি না বুঝিয়া কেহ পরমেশ্বরের আজ্ঞা লঙঘন করে ও তাহার একেরও বিপরীত আচরণ ও করে ; বিশেষতঃ অভিষিক্ত যাজক যদি লোকদের ন্যায় পাপ করে *, তবে সে আপনার কৃত পাপের জন্যে পরমেশ্বরের উদ্দেশে প্রায়শ্চিত্তার্থে নিৰ্দ্দোষ এক ৪ গোবৎস লইবে । পরে মণ্ডলীর আবাসের দ্বারনিকটে পরমেশ্বরের সমুখে সে গোবৎস অনিয়া তাহার মস্তকে হস্তাপপণ করিয়া পরমেশ্বরের সম্মুখে তাহাকে ৫ বলিদান করিবে। এবণ, অভিষিক্ত যাজক সেই গোবৎসের কিঞ্চিৎ রক্ত লইয়া মণ্ডলীর আবাসে আনিবে । এবং সেই রক্তে আপন অঙ্গুলি ডুবাইয়া পরমেস্বরের সম্মুখে পবিত্র স্থানের বিচ্ছেদবস্ত্রের অগ্রভাগে সাত বার ছিটাইবো পরে যাজক সেই রক্তের কিছু লইয়া মণ্ডলীর অাবাসের মধ্যস্থিত সুগন্ধি ধুপের বেদির চুড়াতে পরমেশ্বরের সম্মুখে দিবে, এবং বৎসের সমস্ত রক্ত লইয়া মণ্ডলীর আবাসের দ্বার৮ স্থিত হোমবেদির মূলে ঢালিবে। আর যেমন মঙ্গলার্থে বলিদানের গোবৎস ছড়িয়া লইতে হয়, তদ্রুপ প্রায়শ্চিত্তের বৎসের নাড়ীঢাকা মেদ ও অন্ত্রের ৯ উপরিস্থিত মেদ, ও দুই মেটিয়া ও তাহার উপরের পাশ্বস্থ মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রপলাবক মেটিয়ার ১• সহিত ছড়িয়া লইবে, এবং যাজক হোমবেদির উপরে ১১ তাহা দগ্ধ করবে। পরে ঐ বৎসের চর্ম ও মাংস সকল ১২ ও মন্তক ও পদ ও অন্ত্র ও গোময়, সৰ্ব্ব শুদ্ধ বৎসকে লইয়া শিবিরের বাহিরে শুচি স্থানে,অৰ্থাৎ ভষ্মক্ষেপণের স্থানে অনিয়া কাষ্ঠের উপরে অগ্নিতে তাহ দগ্ধ করিবে, ফলতঃ যে স্থানে ভস্ম ফেলিয়া দেয়, সেই স্থানে তাহা দগ্ধ করিবে । আর ইস্রায়েল বংশের সমস্ত মণ্ডলী যদি না বুঝিয়া পাপ করে, এবথ তাহ মণ্ডলীর গোচর না হয়, এবং পরমেশ্বরের কোন আজ্ঞার বিরুদ্ধে অকৰ্ত্তব্য কর্ম ১৪ করিয়া যদি দোষী হয়, তবে সেই আজ্ঞার বিরুদ্ধে পাপ করিয়াছি, ইহা যখন জ্ঞাত হইবে, তৎকালে মণ্ডলী সেই পাপের জন্যে এক গোবৎসকে মণ্ডলীর ১৯ আবাসের সম্মুখে অনিয়া উৎসর্গ করবে। এবথ মণ্ডলীর প্রাচীন লোক সকল পরমেশ্বরের সম্মুখে তাহার মস্তকে হস্তাপপণ করিবে, এবং পরমেশ্বরের ১ও সম্মুখে তাহার বলিদান হইবে। পরে অভিষিক্ত যাজক তাহার রক্তের কিছু মণ্ডলীর আবাসের নিকটে আনিবে। ১৭ এবং যাজক সেই রক্তে আপন অঙ্গুলি ডুবাইয়া পরমেস্বরের সম্মুখে বিচ্ছেদবস্ত্রের অগ্রভাগে সাত বার ছিটা > wo লেবীয় পুস্তক। S(t ইবে। এব^ সেই রক্তের কিঞ্চিৎ লইয়া পরমেশ্বরের ১৮ সম্মুখে মণ্ডলীর আবাসের মধ্যস্থিত বেদির চুড়ার উপরে দিবে; পরে মণ্ডলীর আবাসের দ্বার নিকটস্থিত হোমবেদির মূলে সমস্ত রক্ত ঢালিয়া দিবে। এবং তাহাহইতে তাহার সমস্ত মেদ লইয়া বেদির ** উপরে দগ্ধ করিবে। এবং সে প্রায়শ্চিত্তের বৎসকে ২• যেরূপ করে, ইহাকেও তদ্রুপ করিবে, এবং যাজক তাহাদের জন্যে প্রায়শ্চিত্ত করিবে; তাহাতে তাহীদের পাপের ফুমা হইবে। পরে সে যাজক ঐ বৎসকে ২১ শিবিরের বাহিরে লইয়া প্রথম বৎসের ন্যায় তাহাকেও দগ্ধ করিবে ; এইরূপে মণ্ডলীর প্রায়শ্চিন্তু হইবে। অপর যদি কোন অধ্যক্ষ না বুঝিয়া পাপ করে, ২২ এবঞ্চ পরমেশ্বরের কোন অজ্ঞার বিরুদ্ধে অকৰ্ত্তব্য কর্ম করিয়া দোষী হয়, তবে আজ্ঞার বিরুদ্ধে পাপ করি- ২৩ য়াছি, ইহা যখন সে জ্ঞাত হইবে,তৎকালে বলিদানের জন্যে এক নিৰ্দোষ পুণ ছাগ বৎস আনিবে। পরে সে ২৪ ঐ ছাগ বৎসের মস্তকে হস্তাপপণ করিয়া হোম বলিদানের স্থানে পরমেশ্বরের সম্মুখে তাহাকে বলিদান করিবে, ইহাই প্রায়শ্চিত্ত হইবে। পরে যাজক ২৫ প্রায়শ্চিত্তের কিঞ্চিৎ রক্ত লইয়া আপনার অঙ্গুলি দিয়া হোমবেদির চূড়ার উপরে দিবে, এবং তাহার সমস্ত রক্ত হোমবেদির মূলে ঢালিয়া দিবে। এবং মঙ্গলার্থ ২২ বলিদানের মেদের ন্যায় তাহার সকল মেদ লইয়া বেদিতে দগ্ধ করিবে, ও যাজক তাহার পাপের প্রায়শ্চিত্ত করিবে ; তাহাতে তাহার পাপের ক্ষম হইবে। অার সাধারণ + লোকদের মধ্যে যদি কেহ ন! ২৭ বুঝিয়া পরমেশ্বরের কোন আজ্ঞার বিরুদ্ধে অকৰ্ত্তব্য কর্ম করিয়া পাপ করে এবং দোষী হয় ; তবে সে যখন ২৮ আপনার কৃত পাপ জ্ঞাত হইবে,তৎকালে সেই পাপের জন্যে বলিদান করিতে পালের মধ্যহইতে এক নিদোষ ছাগবৎসা আনিবে। পরে ঐ প্রায়শ্চিন্তু বলির মস্তকে ২২ হস্তাপপণ করিয়া হোম বলিদানের স্থানে সেই প্রায় শ্চিত্তের বলিদান করিবে। পরে যাজক অঙ্গুলিদ্বারা গুণ তাহার কিঞ্চিৎ রক্ত লইয়া হোমবেদির চুড়ার উপরে দিবে এবং তাহার সমস্ত রক্ত বেদির মূলে ঢালিয়া দিবে। এবং মঙ্গলার্থ বলিহইতে নীত মেদের ন্যায় ৩১ তাহার সকল মেদ ছড়িয়া লইবে ; পরে যাজক পরমেশ্বরের উদ্দেশে সুগন্ধির ন্যায় বেদির উপরে তাহা দগ্ধ করিবে ও যাজক তাহার জন্যে প্রায়শ্চিত্ত করিবে ; তাহাতে তাহার পাপ ক্ষম হইবে। কেহ যদি ৩২ প্রায়শ্চিত্তের নিমিত্তে মেষশাবক আনে, তবে এক নিদোষ মেষীকে আনিবে। এবং সেই প্রায়শ্চিত্ত বলির ৩৩ [৪ অব্য] ইবু ২; DDS AAAAAS S LS0 DG BSBSS00 BSS 00S0 LLSgaaG BBS BBS BBSBBS B DDS BBSB SSS0SS DD SLSS BBe ee AAAA SAAAAASBBSBB SBgg g S ggSggLLS KS LLSLLL LLL S ggB BBB BB BeSSBSSSBLSSSBBSBSBgSggtB LLSBB BS AB BBgLS gg SAttt 0S ९१, २४ tl-[२v] * २७ u-[२२] * 8 it-[०>] * २७ ti-[७२] = २४ t

  • (ব) লোকদিগকে পাপ করাইবে (ইন্দ্র) দেশের। (ইবু) কোন পুণী ।