পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ অধ্যায় ।] ৮ অধ্যায় । ১ হীরোণকে ও তাহার পুত্রগণকে পবিত্র করণ ১৪ ও তাহীর অন্যে পুয়েশ্চিত্ত ১৮ ও হেনয় করণ, ২২ ও পবিত্র করণuে যেম বলিদল ৩১ ও পবিত্র করণের সময় ও স্থান নিরূপণ । অপর পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি হারোণকে ২ ও তাঁহার পুত্ৰগণকে এব^ তাহাদের সহিত বস্ত্র ও অভিষেকাথক তৈল ও প্রায়শ্চিৱ বলি গোবৎস ও দুই মেষ ও তাড়ীশূন্য রুটির এক চুপড়ি সঙ্গে লও, ৩ এবং মণ্ডলীর অাবাসের দ্বার নিকটে তাবৎ মণ্ডলীকে একত্র কর । তাহাতে মূসা পরমেশ্বরের আজ্ঞানুসারে সেইরূপ করিলে মণ্ডলীর আবাসের দ্বার নিকটে ৰ সকল মণ্ডলী একত্র হইল। তখন মূসা মণ্ডলীকে কহিল, ও পরমেশ্বর এই কর্ম করিতে আজ্ঞা করিলেন। পরে মূসা হারোকে ও তাহার পুত্রগণকে আনিয়া পরমেস্বরের আজ্ঞানুসারে তাহাদিগকে জলেতে স্নান করাইল । a এবং হারোকে উত্তরীয় বস্ত্র পরিধান করাইয়া কটিবন্ধন বদ্ধ করিয়া গাত্রেতে উড়নী দিল ও তাহার উপরে এফোদ দিল, এবং এফোদের বিচিত্র রজ্জতে গাত্র বেষ্টন করিয়া তাহার উপরে বদ্ধ করিল। ৮ এবং তাহার উপরে বুকপাট ও বুকপাটাতে উরীম ১ ও তুৰ্ম্মীম বদ্ধ করিল। এবং তাহার মস্তকে উষ্ণীষ দিল, ও তাহার উপরে অর্থাৎ তাহার কপালে স্বর্ণ ১• পত্রের পবিত্র মুকুট দিল। পরে মূসা পরমেশ্বরের আজ্ঞানুসারে অভিষেকাথ তৈল লইয়। আবাস ও তাহার মধ্যস্থিত সকল পাত্রকে অভিষেক করিয়া পবিত্র ১১ করিল। এবং তাহার কিছু লইয়া বেদির উপরে সাত বার প্রক্ষেপ করিল, এবথ বেদি ও তাহার সকল পাত্র ও প্রক্ষালনপাত্র ও তাহার পায় পবিত্র করশাথে অভি১২ ষেক করিল। পরে অভিষেকাথ তৈলের কিঞ্চিৎ হারোণের মস্তকোপরি ঢালিয়া তাহাকে পবিত্র করণাথে ১৩ অভিষেক করিল। পরে মূসা পরমেশ্বরের আজ্ঞানুসারে হারোণের পুত্ৰগণকে আনিয়া তাহাদিগকেও উত্তরীয় বস্ত্র পরিধান করাইল, ও কটি বন্ধন করাইল ও উষ্ণুষেতে বিভূষিত করিল । অপর মূসা পরমেশ্বরের আজ্ঞানুসারে প্রায় শিচন্তের গোবৎস আনিলে হারোণ ও তাহার পুত্ৰগণ সেই প্রায়শ্চিন্তু বলির গোবৎসের মস্তকে হস্তাপপণ করিল। ১৭ তখন মূসা তাহাকে বলিদান করিয়া তাহার রক্ত লইয়া অঙ্গুলিদ্বারা বেদির চারিদিগের চূড়াতে দিয়া বেদি পবিত্র করিল, এবং রক্ত বেদির মূলে ঢালিয়া দিল, এবং তাহার উপরে প্রায়শিচক্র করণাথে তাহ পবিত্র ১৬ করিল। পরে মূসা তাহার অন্ত্রোপরিস্থিত সকল মেদ ও যকৃতের উপরিস্থিত অস্ত্রাপলবিক ও দুই মেটিয়া > 8 লেৰীয় পুস্তক। SS ও তাহার মেদ লইয়া বেদির উপরে দগ্ধ করিল। এবং ১৭ ঐ বৎসের চর্ম ও মাংস ও গোময় লইয়া শিবিরের বাহিরে অগ্নিতে দগ্ধ করিল। পরে মূসা পরমেশ্বরের আজ্ঞানুসারে হোমাথে এক ১৮ মেষ আনিল ; তাহাতে হারোণ ও তাহার পুত্রগণ মেষের মস্তকে হস্তাপপণ করিলে মূসা তাহাকে বলিদান ১২ করিয়া বেদির উপরে চারিদিগে তাহার রক্ত প্রক্ষেপ করিল। এবথ মেষকে খণ্ড ২ করিয়া তাহার মন্তক ২ • ও মাংস খণ্ড ও মেদ দগ্ধ করিল। এবণ তাহার অন্ত্র ও ২ ১ পদ জলে ধৌত করিয়া তাবৎ মেষকে বেদির উপরে দগ্ধ করিল ; ইহা পরমেশ্বরের উদ্দেশে সুগন্ধি হোম বলি ও অগ্নিকৃত উপহার হইল। অপর মূসা এক মেষ অর্থাৎ পবিত্র করণাথে ২২ মেষ আনিলঃ তাহাতে হারোণ ও তাহার পূত্রগণ ঐ মেষের মস্তকে হস্তাপপণ করিলে, মূসা তাহাকে ২ ও বলিদান করিয়া তাহার কিঞ্চিৎ রক্ত লইয়া হারোণের দক্ষিণ কর্ণের প্রান্তে ও তাহার দক্ষিণ হস্তাঙ্গুষ্ঠোপরি ও দক্ষিণ পাদাঙ্গুষ্ঠোপরি দিল। পরে সে হারোণের ২৪ পুত্রগণকে আনিয়া সেই রক্তের কিঞ্চিৎ লইয়। তাহাদের দক্ষিণ কর্ণের প্রান্তে ও দক্ষিণ হস্তাঙ্গুষ্ঠোপরি ও দক্ষিণ পাদাঙ্গুষ্ঠোপরি দিল, এবং সমস্ত রক্ত বেদির উপরে চারিদিগে প্রক্ষেপ করিল। পরে সে তাহার ২৫ মেদ ও পশ্চাদভাগ i ও অন্ত্রোপরিস্থিত সকল মেদ ও যকৃতের উপরিস্থিত অস্ত্রাপলাবক ও দুই মেটিয়া ও তাহার মেদ ও দক্ষিণ স্কন্ধ লইল । পরে সে পরমে- ২ × স্বরের সমুখস্থিত তাড়ীশূন্য রুটির চুপড়িহইতে এক তাড়াশুন্য পিষ্টক ও তৈলপক্ক রুটির এক পিষ্টক ও এক সূক্ষম পিষ্টক লইয়া মেদের ও দক্ষিণ স্কন্ধের উপরে রাখিল। এবং হারোণের ও তাহার পুত্ৰগণের হস্তে ই ৷ সে সকল রাখিয়া পরমেশ্বরের সম্মুখে আন্দোলনীয় উপহার আন্দোলন করাইল। পরে মূসা তাহাদের ২৮ হস্তু হইতে সে সকল লইয়া বেদিতে হোম বলির উপরে দগ্ধ করিল ; ইহা পবিত্র করণাথে পরমেশ্বরের নিকটে হইল। অপর মূসা বক্ষ লইয়া পরমেশ্বরের সম্মুখে ২২ আন্দোলনীয় উপহার দোলাইল, এবং পরমেশ্বরের আজ্ঞানুসারে সুগন্ধি হোমবলি ও অগ্নিকৃত উপহার পবিত্র করণথিক মেষের বক্ষ মূসার অংশ হইল। পরে মূসা অভিষেকাৰ্থ তৈলহইতে ও বেদির উপরি- ও - স্থিত রক্তহইতে কিছু লইয়া হারোণের উপরে ও তাহার বস্ত্রের উপরে এবং তাহার পুত্ৰগণের উপরে ও তাঁহাদের বস্ত্রের উপরে তাহ প্রক্ষেপ করিয়া হারোণকে ও তাহার সকল বস্ত্র ও তাহার পুত্ৰগণকে ও তাহাদের সকল বস্ত্র পবিত্র করিল। পরে মূসা হারোকে ও তাহার পুত্ৰগণকে কহিল, ৩১ S BBSAAAAAAASSLLL BBSBSS S0S0SSLLSSSSS0B S0S0LLSSSSSS0SSSSBB BBSS S00S DD SS s-> x11–[**-* >]ui os ; 00SJ LSgDBS LS BSBBSBS LS BSBg0 SB SSS0SSS it—[**] *; ke 11–Los-es]." ; తి: -తి • !!

  • (ইব্র) বন্ধ করিল। । (ব) স্থ।