পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ురిపి নিকটে অশুচি, কেননা সে জাওর কাটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়। এবং শূকর তোমাদের নিকটে অশুচি, কেননা সে দ্বিখণ্ড খুরবিশিষ্ট বটে, কিন্তু ৮ জাওর কাটে না । অতএব তোমরা তাহাদের মাৎস ভোজন করিও না, এবথ তাহাদের শবও সপশ করিও না; তাহারা তোমাদের নিকটে অশুচি । ৯ আর জলজন্তুর মধ্যে এই সকল ভোজন করিবা, সমুদ্রস্থিত কিম্বা নদীস্থিত কিম্বা অন্য জলস্থিত জন্তুর মধ্যে ১০ ডেনা ও অাইস বিশিষ্ট জন্তু তোমাদের খাদ্য হয়। কিন্তু নদীস্থিত কিম্বা অন্য জলস্থিত জলচরের মধ্যে যাহারা ডেন ও আঁইস বিশিষ্ট নয়, তাহার তোমাদের ঘুণাহ ১১ হইবে। তাহারাই তোমাদের ঘৃণাহ হইবে, তোমরা তাহাদের মাংস ভোজন করিব না , এবখ তাহাদের ১২ শবকেও ঘূণা করিব । জলজন্তুর মধ্যে যাহাদের ডেনী ও আঁইস নাই, সে সকলি তোমাদের ঘুণাহ হইবে। আর পক্ষিগণের মধ্যে এই সকল তোমাদের ঘৃণাহ ১৪ হইবে ; তোমাদের খাদ্য নয়, ঘুণাহ হইবে। আপন ২ জাতি অনুসারে উৎক্রোশ ও হাড়গিলা ও কুরল ও গৃধ্ৰু ১৭ ও আপন ২ জাতি অনুসারে চিল,এবং আপন ২ জাতি ১৬ অনুসারে সকল কাক,ও আপন ২ জাতি অনুসারে উস্ট্র ১৭ পক্ষী ও রাত্রিশ্যেন ও গাথচিল, ও অাপন ২ জাতি ১৮ অনুসারে শ্যেন,ও পেচক ও মাছরাঙ্গা ও মহাপেচক,ও ১১ দীঘগল হংস ও পানিভেল ও শকুনী, ও সারস এব^ আপন ২ জাতি অনুসারে বক ও টিট্টিভ ও চামচিকা । ২৭ এবং চারি চরণে গমনকারি পক্ষবান জন্তু এই সকল ২১ তোমাদের ঘৃণাহ হইবে। আর উড়ডীয়মান পতঙ্গের মধ্যে যাহারা চারি চরণে গমন করে, এবং পৃথিবীতে উল্লমৃক্ষনের নিমিত্তে যাহাঁদের পদের নল দীর্ঘ হয়, ২২ তাহারা তোমাদের খাদ্য হইবে। এবং আপিন ২ জাতি অনুসারে ফড়িঙ্গ ও আপন ২ জাতি অনুসারে বাঘাফড়িঙ্গ ও আপন ২ জাতি অনুসারে ঝিঝি এবং আপন ২ জতি অনুসারে অন্য ফড়িঙ্গ, ২৩ এই সকল তোমাদের খাদ্য হইবে । কিন্তু এতদ্ভিন্ন চতুৰ্যপদ উড়ডায়মান পতঙ্গ তোমাদের ঘৃণাহ হইবে। ২৪ আর তাহাদের দ্বারা তোমরা অশুচি হইবা; যে কেহ তাহাদের শব সপশ করিবে, সে সন্ধ্যা পৰ্য্যন্ত ২৫ অশুচি থাকিবে। এলথ যে কেহ তাহাদের শবের কোন অথশ বহন করিবে,সে আপিন বস্ত্ৰ ধৌত করিবে ; তথাপি ২ ও সন্ধ্যা পৰ্য্যন্ত অশুচি থাকিবে। আর যে সকল জন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয় এবং জাওর কাটে না, কিন্তু অন্তর ২ খুরবিশিষ্ট হয়, তাহারা তোমাদের নিকটে অশুচি ; তাহাদিগকে সপশ করিলে লোক অশুচি হইবে । ২৭ এবং চতুর্যপদ বনজন্তদের মধ্যে অঙ্গুলিচরণে গমনকারি জন্ড তোমাদের নিকটে অস্তুচি ; যে কেহ তাহাদের শব ২৮ সপশ করবে, সে সন্ধ্যা পয্যন্ত অশুচি থাকিবে । এবং L O লেৰীয় পুস্তক। [১১ অধ্যায়। যে কেহ তাহদের শব বহন করিবে, সে আপিন বস্ত্র ধৌত করিবে ; তথাপি সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে, কেননা তাহারা তোমাদের নিকটে অশুচি । আর পৃথিবীর উরোগামিদের মধ্যে এই সকল ২ = তোমাদের প্রতি অশুচি হইবে আপন ২ জাতি অনুসারে বেজি ও ক্ষেত্রের উন্দুরু ও টিকটিকী, ও গোস্পপ - ও নীল টিকটিকী ও মেটে গিড়গিড়ী ও হরিৎ টিকটিকী ও কাকলাশ। উরোগামিদের মধ্যে এই সকল তোমা- ও - দের নিকটে অশুচি হইবে ; সেই সকল মরিলে যে কেহ তাহাদিগকে সপশ করবে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে । এবং যে দ্রব্যের উপরে তাহাদের শব ৩২ পড়িবে, তাহাও অশুচি হইবে ; তাহ কাষ্ঠের পাত্র কিম্বা বস্ত্ৰ কিম্বা চর্ম কিম্বা ছালা*,যে কোন কর্ম যোগ্য পাত্র হউক, তাহা জলে রাখিবে এবং সন্ধ্যা পৰ্য্যন্ত তাহ অশুচি থাকিবে ; পরে শুচি হইবে। এবং কোন ৩৩ মৃৎপাত্রের মধ্যে তাহদের শব পড়িলে তাহার মধ্যস্থিত সকল বস্থ অশুচি হইবে, ও তোমরা তাহা ভাঙ্গিয়া ফেলিব। এবং কোন খাদ্য সামগ্রীর উপরে ও • যদি তাহার ধৌত জল পড়ে, তবে তাহ অশুচি হইবে ; এবং সৰ্ব্ব প্রকার পাত্রেতে সৰ্ব্ব প্রকার পানীয় দুব্য অস্তুচি হইবে। যে কোন দ্রব্যের উপরে তাহাদের ৩৭ শবের কিঞ্চিৎ পড়িলেই তাহ অশুচি হইবে, এবং যদি তুন্দুরে কিন্তু চুলার মঞ্চে পড়ে,তবে তাহা ভাঙ্গা যাইবে ; কেননা তাহ অশুচি,তোমাদের নিকটে অশুচি থাকিবে। কেবল উনুই কিম্বা যে পুষ্করিণীতে অনেক জল থাকে, ৩১ তাহা শুচি হইবে ; কিন্তু যাহাতে তাহাদের শবের সপশ হইবে, তাহাই অশুচি হইবে। এবং তাহাদের শবের ৩৭ কিঞ্চিৎ যদি কোন বপনীয় বীজেতে পড়ে, তবে তাহ। শুচি থাকিবে । কিন্তু বীজের উপরে জল থাকিলে যদি ৩৮ তাহাদের শবের কিঞ্চিৎ তাহার উপরে পড়ে,তবে তাহ তোমাদের নিকটে অশুচি হইবে। ও তোমাদের ভক্ষ- ৩৯ গীয় কোন পশু মরিলে, যে কেহ তাহার শব সপশ করিবে, সে সন্ধ্যা পৰ্য্যন্ত অশুচি হইবে। এবং যে কেহ • • তাহার শব ভক্ষণ করিলে, সে আপন বস্ত্ৰ ধৌত করিবে ; তথাপি সন্ধ্য পৰ্য্যন্ত অশুচি থাকিবে ; আর যে কেহ তাহা বহন করবে, সেও আপন বস্ত্ৰ ধৌত করিবে ; তথাপি সন্ধ্যা পৰ্য্যন্ত অশুচি থাকিবে। আর পৃথিবীতে এ ১ গমনকারি এই সকল উরোগামী কাট তোমাদের ঘৃণাহ ও তাগাদ্য হইবে। উরোগামী ও চারি পদে গমনকারি ৪২ ও ভূমির উপরে গমনকারি সকলের মধ্যে অধিক পদে গমনকারি জন্ড তোমরা ভোজন করিব না, তাহা তোমাদেৱ ঘুণাহ। এই সকল প্রকার গমনকারি জন্তদারী ও তোমরা আপনাদিগকে ঘৃণাহ করিব না,ও তাহাদ্বারা আপনাদিগকে অশুচি করিব না, ও তোমরা অপবিত্র হইবা না। আমি তোমাদের প্রভূ পরমেশ্বর, অতএব ং ঃ SgS S S S LSS0S S DDSS BB BB BBSBSSSBBLSSSBBSSS0S S DDSDS DDS S S S S 00S * (ব) চট্ট (ইবু) জলরাশি (ইকু পুণী।