পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Xo3 চর্মের নীচস্থ না হয়, ও ঈষৎ মলিন হয়, তবে যাজক ২২ তাহাকে সাত দিন রুদ্ধ করিয়া রাখিবে। পরে তাহ যদি চর্মে ব্যাপে, তবে যাজক তাহাকে অশুচি কহিবে, ২৩ সেই কুষ্ঠরোগ। কিন্তু যদি চিকঙ্কণ চিহ্ন স্বস্থানে থাকে ও না বাড়ে, তবে সে ক্ষতের চিহ্ন ; তাহাতে যাজক তাহাকে শুচি কহিবে । আর যদি মাৎসে কিম্বা তদুপরিস্থ চর্মে অগ্নিদাহ হয়, ও সেই দাহের চিহ্ন কিঞ্চিৎ রক্তবর্ণ শ্বেতবর্ণ ২৫ ও চিককণত৷ বিশিষ্ট হয়, তবে যাজক তাহা দেখিলে যদি চিককণতা বিশিষ্ট চিহ্নে স্থিত লোম শ্বেতবর্ণ হয়, ও দৃষ্টিতে চর্মের নীচস্থ হয়, তবে সে দগ্ধ অঙ্গহইতে নিগত কুষ্ঠ ; অতএব যাজক তাহাকে ২৬ অশুচি কহিবে, সেই কুষ্ঠরোগ। কিন্তু চিকঙ্কণ চিহ্নে স্থিত লোম শ্বেতবর্ণ নয়, ও চিহ্ন চর্মের নীচস্থ নয়, কিন্তু মলিন হয়, ইহা দেখিলে যাজক তাহাকে সাত দিন ২ ৭ রুদ্ধ করিয়া রাখিবে। পরে সপ্তম দিনে যাজক তাহাকে দেখিবে ; তাহাতে যদি চর্মেতে ঐ রোগ ব্যাপিয়া থাকে, তবে যাজক তাহাকে অশুচি কহিবে ; সেই কুষ্ঠ২৮ রোগ। আর যদি চিকঙ্কণ চিহ্ন স্বস্থানে থাকে, ও চৰ্ম্মে বৃদ্ধি না পায়, কিন্তু ঈষৎ মলিন হয়, তবে সে দগ্ধ স্থানের শোথ হয়, যাজক তাহাকে শুচি কহিবে, কেননা সে অগ্নিকৃত ক্ষতের চিহ্ন। ২১ আর পুরুষের কিম্বা স্ত্রীলোকের মস্তকে কিম্বা ৩• দাড়িতে ব্যাধি হইলে, যাজক তাহ দেখিবে; তাহাতে যদি দৃষ্টিতে চর্মের নীচস্থ বোধ হয়, ও হরিদ্রাবণ সূক্ষম লোম থাকে, তবে যাজক তাহাকে অশুচি কহিবে ; তাহা ৩১ ছলি অর্থাৎ মন্তকস্থিত ও দাড়ির মধ্যস্থিত কুষ্ঠ। আর যাজক ছলি ব্যাধি দেখিলে যদি তাহার দৃষ্টিতে সেই রোগ চষ্মের নীচস্থ না হয়,ও তাহাতে কৃষ্ণবর্ণ লোম না থাকে, তবে যাজক সেই ছলি রোগগুস্তকে সাত ৩২ দিন রুদ্ধ করিয়া রাখিবে। পরে সপ্তম দিবসে যাজক তাহা দেখিলে তাহার দৃষ্টিতে যদি সেই রোগ না বাড়িয়া থাকে, ও তাহাতে হরিদ্রাবণ লোম না হইয়া ৩৩ থাকে, ও দৃষ্টিতে চর্মের নীচস্থ বোধ না হয়, তবে সে মুণ্ডিত হইবে, কিন্তু রোগের স্থান মুণ্ডন করিবে না ; পরে যাজক ঐ রোগিকে আর সাত দিন রুদ্ধ করিয়া ৩ ৪ রাখিবে । এবং সপ্তম দিবসে যাজক সেই রোগ দেখিবে ; তাছাতে যদি সেই রোগ চৰ্মেতে না বাড়িয়া থাকে ও দৃষ্টিতে চর্মের নীচস্থ না হইয় থাকে, তবে যাজক তাহাকে শুচি কহিবে; পরে সে আপন বস্ত্ৰ ধৌত করিয়া শুচি হইবে । আর তাহার শুচি হওনের পর যদি চৰ্ম্মেতে সে রোগ ৩৬ অতিশয় রূপে * বাড়ে, তবে যাজক তাহাকে পুনৰ্ব্বার দেখিবে; যদি তাহার চর্মেতে ছলির বৃদ্ধি হইয়া থাকে, তবে হরিদ্রাবণ লোমের অন্বেষণ করিবে না; x 8.

  • 3 な

[১৩ অধ্য ; ৪ • ] য়িহি ২৪ ; ২২,২৩ । যিশ ১ ; ৫,৬ ৬ ; ও লেবয় পুস্তক। [১৩ অধ্যায়। সে অশুচি। কিন্তু তাহার দৃষ্টিতে যদি সে রোগ না ৩৭ বাড়িয়া থাকে, ও কৃষ্ণবর্ণ লোম উঠিয়া থাকে, তবে সে রোগের উপশম হইয়াছে,ও সে শুচি হইয়াছে; যাজক তাহাকে শুচি কহিবে । আর যদি কোন পুরুষের কিম্বা স্ত্রীর শরীরের চন্মে ৩৮ নানা চিককণচিহ্ন অর্থাৎ শ্বেতবর্ণ চিককণচিহ্ন হয়,তবে ৩৯ যাজক তাহ দেখিবে; যদি তাহার চৰ্ম্মানগত চিককণচিহ্ন ঈষৎ মলিন শ্বেতবর্ণ হয়, তবে সে চর্মেতে নিদোষ সেফটিক ; তাহাতে সে ব্যক্তি শুচি থাকিবে। আর মনু- ৪• ষ্যের কেশ মস্তকহইতে খসিলেও সে নেড়া শুচি থাকিবে। আর যাহার কেশ মস্তকের পাশ্ব হইতে ই 3 খসিয়া পড়িয়াছে, সে কপালে নেড়া শুচি হয়। কিন্তু ৪২ যদি নেড়া মন্তকে ও নেড়া কপালে শুক্লবৰ্ণ ও কিঞ্চিৎ লোহিতবর্ণ ক্ষত হয়, তবে তাহা তাহার নেড় মস্তকে ও নেড়া মন্তকের পাশ্বে উৎপন্ন কুষ্ঠ ব্যাধি। যাজক ও তাহা দেখিলে যদি শরীরের চৰ্ম্মস্থত কুষ্ঠের ন্যায় নেড়া মন্তকে ও নেড়া মন্তকের পাশ্বে শুক্ল লোহিতবর্ণ ৪৪ ক্ষতের শোথ হয়, তবে সে কুষ্ঠী অস্তুচি, ও যাজক তাহাকে অবশ্য অস্তচি কহিবে ; তাহার মস্তকেই কুষ্ঠরোগ আছে। আর যাহার কুষ্ঠরোগ হয়, তাহার বস্ত্র চের ** যাইবে ও তাহার মন্তক অনাচ্ছাদিত হইবে,ও সে আপনার চিবুক বস্ত্রদ্বারা ঢাকিয়া ‘অস্তচি২" এই শব্দ করবে। তাহার যত দিন কুষ্ঠ ব্যাধি থাকিবে,সে তত দিন অশুচি ** থাকিবে, এবং অশুচি হইয়া একাকী বাস করিবে, ও শিবিরের বাহিরে তাহার বাসস্থান হইবে । আর লোমের কিম্বা মসিনার বস্ত্রে এবং লোমের ৪ । কিম্বা মসিনার তানাতে ও পড়িয়ানেতে কিম্বা চার্ম কিম্ব ৪৮ চর্মনির্মিত কোন দুবেতে যদি কুষ্ঠরোগ হয় ; এবং ৪২ বস্ত্রে কিম্ব চন্মে কিম্বা তানাতে ও পড়িয়ানেতে কিম্বা চর্মনির্মিত কোন দুৰ্যে । যদি অলপ শ্যামবর্ণ কিম্বা অলপ লোহিতবর্ণ হয়,তবে সে কুষ্ঠরোগ হয়,এবং তাহ যাজকের নিকটে দেখান যাইবে। পরে যাজক ঐ রোগ ৫ • দেখিয়া রোগযুক্ত বস্তু সাত দিন রুদ্ধ করিয়া রাখিবে। পরে সপ্তম দিবসে ঐ রোগের স্থান দেখিবে; যদি ৫ : বস্ত্রের তানাতে কিম্বা পড়িয়ানেতে কিম্ব চৰ্ম্মেতে কিম্বা চর্মনির্মিত কোন দ্রব্যে সে ব্যাধি বাড়িয়া থাকে, তবে সে সংহারক কুষ্ঠ; তাহ অশুচি। অতএব ঐ বস্ত্ৰ দগ্ধ ও ২ করিবে, অর্থাৎ তানাতে কিম্বা পড়িয়ানেতে ও লোমকৃত কিম্বা মলিনাকৃত বস্ত্রে কিম্ব চর্মনির্মিত যে কোন দ্রব্যে সে ব্যাধি হয় ; তাহাই সংহারক কুষ্ঠ, তাহ অগ্নিতে দগ্ধ হইবে। এবং যাজক দেখিলে সে ব্যাধি ৫ ° ঘদি লোম কৃত কিম্বা মসিনাকৃত বস্ত্রের তানাতে ও পড়িয়ানেতে কিম্বী চমের কোন দ্রব্যে বদ্ধমান না হয়, তবে যাজক সেই ব্যাধিবিশিষ্ট দ্রব্য ধৌত করিতে ৫৪ আজ্ঞা দিবে, এবং আর সাত দিবস তাহ রুদ্ধ করিয়া 11 ه هو 8 دز ج د أS له 8]– 1 ب : ه ية :

  • (ব) স্লষ্ণরুপে (ব) পাত্রে ।