পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬ অধ্যায় ] ৫ এবং যে কেহ তাহার শষ্যা সপশ করে, সে আপন বস্ত্ৰ ধৌত করিবে, ও জলেতে স্নান করিবে ; তথাপি ৬ সন্ধ্যা পৰ্য্যন্ত অশুচি থাকিবে। এবং যে কোন বস্তুর উপরে প্রমেহী বৈসে, তাহার উপরে যদি কেহ বৈসে, তবে সে অাপন বস্ত্ৰ ধৌত করিবে, ও জলেতে স্নান ৭ করিবে ; তথাপি সন্ধ্য পৰ্য্যন্ত অশুচি থাকিবে । এবং যে কেহ তাহার শরীর সপর্শ করে, সে আপন বস্ত্র ধৌত করিবে, ও জলেতে স্নান করিবে ; তথাপি সন্ধ্য ৮ পর্য্যন্ত অশুচি থাকিবে । আর প্রমেহী যদি শুচি ব্যক্তির গাত্রে থুথু ফেলে, তবে সে অাপন বস্ত্ৰ ধৌত করিবে ও জলে স্নান করিবে ;তথাপি সন্ধ্য পর্যন্ত অশুচি ৯ থাকিবে। এবং প্রমেহী যে বাহনের উপরে আরোহণ ১• করে, তাহ অশুচি হইবে। এবং তাহার নীচস্থ কোন বস্তুকে যদি কেহ সপশ করে,তবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে ; এবং যদি তাহ বহন করে, তবে সে জলে বস্ত্ৰ ধৌত করিবে, ও জলে স্নান করিবে ; তথাপি সন্ধ্যা ১১ পর্যন্ত অশুচি থাকিবে। এবথ প্রমেহী আপন হস্তু জলে ধৌত না করিয়া যাহাকে সপশ করে, সে আপন বস্ত্ৰ ধৌত করিবে ও জলে স্নান করিবে ; তথাপি সন্ধ্য ১২ পৰ্য্যন্ত অশুচি থাকিবে । এবং প্রমেহী যে কোন মৃৎপাত্র সপশ করে, তাহা ভাঙ্গ যাইবে, ও সকল ১৩ কাষ্ঠপাত্র জলে ধৌত হইলে । অনন্তর প্রমেহী যখন আপন প্রমেহহইতে শুচি হয়, তৎকালে সে আপনার শুচি হওনের পরে অার সাত দিন গণনা করিবে, এবং আপন বস্ত্ৰ ধৌত করিবে ও উনুইর জলে স্নান ১ ৪ করিবে; পরে শুচি হইবে। অনন্তর অষ্টম দিবসে সে আপনার নিমিত্তে দুই ঘুঘু কিম্বা দুই কপোতের বৎস লইয়া পরমেশ্বরের সম্মুখে মণ্ডলীর আবাসের দ্বার ১৫ নিকটে আসিবে ও তাহাদিগকে যাজককে দিবে। তাহাতে যাজক তাহার এক প্রায়শ্চিত্ত বলি ও এক হোম বলি উৎসর্গ করিবে, এবং যাজক তাহার প্রমেহ প্রযুক্ত ১৬ পরমেশ্বরের উদেশে প্রায়শ্চিত্ত করিবে। অপর যদি কোন মনুষ্যের রেতঃপাত হয়, তবে সে আপন সকল শরীর জলে ধৌত করিবে ; তথাপি সন্ধ্যা পর্যন্ত অশুচি ১৭ থাকিবে। এবং যে প্রত্যেক বস্ত্রে কি চর্মে রেতঃপাত হয়, সে সকলি জলে ধৌত করিবে ; তথাপি সন্ধ্য ১৮ পর্যন্ত অশুচি থাকিবে। এবং যে স্ত্রীর সহিত যে পুরুষ রেতঃশুদ্ধ শয়ন করে, তাহারা জলে স্নান করিবে; তথাপি সন্ধ্যা পর্য্যন্ত অশুচি থাকিবে । আর যে স্ত্রী রাজস্বল হয়,তাহার শরীরস্থ রক্ত ক্ষরিলে সাত দিবস তাহার অশৌচ * হইবে, এবং যে কেহ তাহাকে সপশ করবে, সে সন্ধ্য পৰ্য্যন্ত অশুচি থাকিবে। ২০ সে অশৌচকালে যে প্রত্যেক শয্যাতে শয়ন করিবে, > * লেীয় পুস্তক। 0 তাহ অশুচি হুইবে ; ও সে যাহার উপরে বসিবে, তাহা অশুচি হইবে। এবং যে কেহ তাহার শয্যা সপশ ২ ১ করিবে, সে আপন বস্ত্ৰ ধৌত করিবে ও জলেতে স্নান করিবে ; তথাপি সন্ধ্য পৰ্য্যন্ত অশুচি থাকিবে । এবং যে ২২ কেহ তাহার বসিবার কোন আসন সপশ করে, সেও আপন বস্ত্ৰ ধৌত করিবে, ও জলেতে স্নান করিবে ; তথাপি সন্ধ্যা পৰ্য্যন্ত অশুচি থাকিবে। এবং যে কেহ ২৩ তাহার শষ্যার কিম্বা তাসনের উপরিস্থিত বস্তু সপশ করে, সেও সন্ধ্য পৰ্য্যন্ত অশুচি থাকিবে। আর যে ২৪ পুরুষ ঋতুমতীর সহিত সৎসর্গ করে ও তাহার রজস তাহার গাত্রে লাগে, সে সাত দিবস অশুচি থাকিবে ; এবং যে ২ শয্যাতে শয়ন করিবে, তাহাও অশুচি হইবে । এবং তাহার অশৌচ কালের পর বহুদিন ২৫ পৰ্য্যন্ত যদি কোন স্ত্রীলোকের রক্তসুবি থাকে ও অশৌচকালের পর যদি অনেক দিন রক্ত ক্ষরে, তবে তাহার রক্তসুবি হেতুক অশৌচ দিনের ন্যায় সে সমস্ত দিন অশুচি থাকিবে। সেই রক্তস্রাবের সমস্ত দিবস যে ২৬ শয্যাতে শয়ন করিবে, তাহা অশৌচকালের ন্যায় অশুচি হইবে ; এবং যে আসনের উপরে বসিবে, তাহা অশৌচকালের মত অশুচি হইবে। এবং যে কেহ সেই ২ ৭ সকল সপশ করিবে, সে অশুচি হইবে এবং বস্ত্ৰ ধৌত করিয়া জলেতে স্নান করিবে ; তথাপি সন্ধ্যা পৰ্য্যন্ত অশুচি থাকিবে। কিন্তু যদি সে স্ত্রীর রক্তসুবি রহিত ২৮ হইয়া থাকে,তবে সে আপনার নিমিত্তে সাত দিন গণনা করিয়া সেই গণিত সাত দিনের পর শুচি হইবে। পরে অষ্টম দিবসে সে আপনার জন্যে দুই ঘুঘু ২১ কিম্বা দুই কপোতের বৎস লইয়া মণ্ডলীর আবাসদ্ধারে যাজকের নিকটে আনিবে। তাহাতে যাজক তাহার ৩• এককে প্রায়শ্চিন্তু বলি ও অন্যকে হোমবলি উৎসর্গ করিবে, এবং তাহার রক্তসুবের অশৌচ প্রযুক্ত পরমেশ্বরের কাছে তাহার জন্যে প্রায়শ্চিত্ত করিবে। লোকেরা আপনাদের মধ্যবৰ্ত্তি আমার আবাস অপ- ৩১ বিত্র করিয়া যেন না মরে, এই জন্যে তোমরা ইস্রায়েল বংশকে অশৌচহইতে এই রূপে পৃথক করিবা। প্রমেহ ৩২ রোগির ও শুক্রহ্মরণে অশুচি ব্যক্তির, এবং রজস্বলা ৩৩ স্ত্রীর ও প্রমেহবিশিষ্ট পুরুষের ও স্ত্রীর ও অশুচি স্ত্রীর সহিত যে সৎসর্গ করে, সেই সকলের এই ব্যবস্থা । ১৩ অধ্যায় । ১ যাজকের অতি পবিত্র স্থানে পুবেশ করণের বিবি, ১১ ও যাজকের প্রায়শ্চিত্ত বলিদান, ১৫ ও লোকদের পুয়েশ্চিত্ত বলিদান, ২০ ও ত্যাজ্য জাগলের বিবি, ২৯ ও ৰৎসরীয় বলিদানের বিধি । অপর হারোণের দুই পুত্র পরমেশ্বরের উদ্দেশে নিবে- • [ ১৫ অব্য ; ৪ - ১২] লে ১১ ; ৩১-৩৫ —[১৩] ১৪ ; ১ ll-[*8, २ *] ०२ ; v t!--[*२-१ १] = s-२ ९ h-[२ s] २० ; २४ ।। SBBBS BBS BBS BBS BBS SMS K SAAAAS S D S 0000 SS SS 0S LL [৯৬ অধ্যা s ; ৬-১২,২২-২৬ লে ২৩ ; ২৫-৩২৷–[১] ১০ : ১, ২ ৷৷

  • (ব) পৃথক হওন ।