পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ΣΣ 8 ৩১ আর তোমর। ভূতড়িয়াদিগকে মানিও না, এব^ আপনাদিগকে অশুচি করিতে গুণিদের কাছে কিছু চেষ্টা করিও না; কেননা আমিই তোমাদের প্রভূ পরমেশ্বর। তোমরা পক্ককেশ প্রাচীনদের সম্মুখে উঠিয়া দাড়াইবা, ও বৃদ্ধ লোকদিগকে সমাদর করিব, ও আপন ঈশ্বরের প্রতি ভয় রাখিবা ; আমিই পরমেশ্বর। আর কোন বিদেশি লোক যদি তোমাদের দেশে তোমার সহিত বাস করে, তবে তোমরা তাহার প্রতি ৩৪ উপদ্রব করিব না। যেমন তোমাদের স্বদেশিদের প্রতি, তেমনি তোমাদের সহবাসকারি বিদেশিদের প্রতিও করিব ; এবং তাহাকে আত্মতুল্য প্রেম করব, কেননা তোমরা মিসরদেশে বিদেশী ছিল ; আমি তোমাদের প্রভূ পরমেশ্বর। আর তোমরা বিচার কিম্বা পরিমাণ কিম্বা তেল কিম্বা ৩৬ কাঠ বিষয়ে অন্যায় করিও না। প্রকৃত দাড়ি ও প্রকৃত বাটখার * ও প্রকৃত ঐফ ও প্রকৃত হিন তোমাদের হইবে ; যিনি মিসরদেশহইতে তোমাদিগকে বাহির করিয়া আনিলেন, তোমাদের সেই প্রভু পরমেশ্বর ও৭ আমি। অতএব তোমরা আমার সকল বিধি ও ব্যবস্থ মান্য করিয়া পালন কর ; আমিই পরমেশ্বর। ২০ অধ্যায় । ৯ যেtলকদেবের ওদেশে পুত্রকে ওৎসর্গ করণে দণ্ড ১ ও ভূতড়িযুণর সঙ্গে পরামর্শ করলে দণ্ড, ৭ ও পবিত্র হওনের কথ, ৯ ও পিতা মণতকে শাপ দেওনে দণ্ড, ১০ ও অশুচি কৰ্ম্মের দণ্ড, ২২ ও আজ্ঞা পালন করণের কথা, ২৭ ও ভূতড়িয়ার দণ্ড । ১ অনন্তর পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি ইস্রায়েল ২ বংশকে আরও কহ, ইস্রায়েল বংশের মধ্যে কিম্বা তাহাদের দেশে প্রবাসকারি বিদেশিদের মধ্যে যে কেহ আপন বংশের কাহাকেও মোলকদেবের উদ্দেশে প্রদান করে, সে নিতান্ত হত হইবে, ও দেশীয় লোক ৩ তাহাকে প্রস্তুরাঘাতে বধ করিবে। এবং আমিও সেই মনুষ্যের প্রতি বিমুখ হইয় আপন লোকদের মধ্যহইতে তাহাকে উচ্ছিন্ন করিব ; কেননা সে মোলক দেবের উদ্দেশে আপন বKশজকে দিয়া আমার পবিত্র স্থান অপবিত্র করে ও আমার পবিত্র নাম সাধারণ ৪ করে। আর যে সময়ে সেই মনুষ্য আপন সন্তানকে মোলকদেবের উদ্দেশে উৎসর্গ করে, তৎকালে যদি দেশীয় লোকেরা তাহাকে দেখিয়াও না দেখে ও তাহাকে ৫ বধ না করে, তবে আমি তাহার ও তাহার বংশের প্রতি রিমুখ হইয় তাহাকে ও মোলক দেবের সহিত ব্যভিচার করণার্থে তাহার পশ্চাদগামি সকলকে আপন লোকদের মধ্যহইতে উচ্ছিন্ন করিব। আর যে কেহ ভূতড়িয়া ও গুণি লোকের সহিত లి v--

  • ○な

লেৰীয় পুস্তক। ব্যভিচার করিতে তাহাদের পশ্চাদগামী হয়, আমি তাহার প্রতি বিমুখ হইয়া আপন লোকদের মধ্যহইতে তাহাকে উচ্ছিন্ন করিব । তোমরা আপনাদিগকে পবিত্র করিয়া পবিত্র হও; কেননা আমি তোমাদের প্রভু পরমেশ্বব। এবং তোমরা আমার বিধি মান্য করিয়া পালন কর ; আমি তোমাদের পবিত্রকারী পরমেশ্বর। যে কেহ আপন পিতাকে কিম্বা মাতাকে শাপ দেয়, সে নিতান্ত হত হইবে, ও পিতামাতাকে শাপ দেওয়াতে তাহার উপরে বধাপরাধ বৰ্ত্তিবে। আর যদি কেহ পরের ভাৰ্য্যাতে ব্যভিচার করে, তবে যে জন প্রতিবাসির ভাৰ্য্যাতে ব্যভিচার করে,সেই ব্যভিচারী ও ব্যভিচারিণী উভয়ে নিতান্ত হত হইবে। এব^ যদি কেহ আপন পিতৃভাৰ্য্যার আবরণীয় অনাবৃত করিয়া তাহাতে উপগত হয়, তবে তাহারা দুই জনই নিতান্ত হত হইবে,তাহাদের উপরে বধাপরাধ বৰ্ত্তিবে। এবং যদি কেহ পুত্রবধূতে গমন করে, তবে তাহারাও দুই জন নিতান্ত হত হইবে, ও অতি মন্দ কর্ম করাতে তাহাদের প্রতি বাধাপরাধ বৰ্ত্তিবে । এবং পুরুষ যদি স্ত্রীর ন্যায় পুরুষে উপগত হয়, তবে তাহারা ঘৃণাৰ্ছ ক্রিয়া করাতে দুই জনই নিতান্ত হত হইবে ; তাহা দের উপরে বধাপরাধ বৰ্ত্তিবে। আর কেহ যদি কোম কন্যাতে ও তাহার মাতাতে উপগত হয়, তবে তাহারা দুষকৰ্ম করে ; তোমাদের মধ্যে যেন এমত দুষ্টত না হয়, এই জন্যে তাহারা তিন জনই অগ্নিতে দগ্ধ হইবে। এবং যে কেহ কোন পশুতে উপগত হয়, সে নিতান্ত হত হইবে ; এব^ তোমরা সে পশুকেও বধ করিব। এবং কোন স্ত্রী যদি পশুর সহিত সংসর্গ করিতে তাহার নিকটে গিয়া তাহার সম্মুখে শয়ন করে, তবে তুমি সেই স্ত্রীকে ও পস্তকে বধ করাইবা তাহারা নিতান্ত হত হইবে, তাহাদের প্রতি বাধাপরাধ বৰ্ত্তিবে। আর যে কেহ আপন ভগিনীকে অর্থাৎ পিতৃকন্যাকে কিম্বা মাতৃকন্যাকে গ্রহণ করে, ও উভয়ে উভয়ের আবরণীয় দেখে, তবে সে বড় পাপ ; তাহারা আপন লোকদের দৃষ্টিতে উচ্ছিন্ন হইবে, কেননা সে আপন ভগিনীর আবরণীয় অনাবৃত করাতে আপনার পাপের ফল আপনি ভোগ করবে। এবং কেহ যদি রজস্বল স্ত্রীতে গমন করে ও তাহার আবরণীয় অনাবৃত করে, তবে সে পুরষ স্ত্রীর রক্তাকর প্রকাশ + করাতে, ও স্ত্রী আপন রক্তাকর আনাবৃত করাতে তাহারা উভয়ে আপন লোকদের মধ্যহইতে উচ্ছিন্ন হইবে। এবং তুমি আপন মাসীর কিম্বা পিসীর আবরণীয় অনাবৃত করিও না ; যে কেহ এমত আপন গোত্র SMBBS BBSBBS BAAAS00LLSBBS Y BBS BB SBBS BB BB BBS SSAAA AS AAAAA AAAAS BB AAA SAAAAAA L LS BBSBBS B BBSBB SBBB BBSBB SBBB S AAAAA SAAAAAS AAAASS AA AAAA GG tS ৪৩ । যিহি ৩৭ ; ২৮ tl-[२] यl ९ २ ; ०१ 1 शिं २ ० ; २० ॥ ०० ; ०१ Il-[3--->] *ग २v ; e-९७ ll-[०४] २५ ; ९० ॥

  • (ইব) পুস্তর। I (ইকু) ওলগ ।

[২০ অধ্যায়। 3 &