পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭ অধ্যায় ] লেীয় - ২৭ অধ্যায়। ১ পুধিয়ানতের জন্যে মূল্য নিরূপণ, ১৪ ও স্থাবর যানতের জন্যে মূল্য নিরূপণ, ২৬ ও পুথযতীত পশুতে পরযে’শ্বরের অধিকার, ২৮ ও নিবেদিত পশুর যুক্তি নিষেধ। অপর পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি ই সুয়েল ই বংশকে কহ ও তাহাদিগকে এই কথা বল, মনুষ্য যদি ঈশ্বরের উদ্দেশে বিশেষ মানত করে, তবে প্রাণির মূল্য তোমার দ্বারা নিরূপিত হইবে। বিংশতি বৎসর বয়স অবধি ষাটি বৎসর বয়স পর্যন্ত পবিত্র শেকলনুসারে পঞ্চাশ শেকল রূপা পুরুষের 5CエU মূল্য হইবে। কিন্তু সে যদি স্ত্রীর জন্যে হয়, তবে • ত্রিশ শেকল রূপা মূল্য নিরূপণ হইবে। এবং যদি পাঁচ বৎসর বয়স অবধি বিংশতি বৎসর বয়স পৰ্য্যন্ত হয়, তবে পুরুষের জন্যে বিংশতি শেকল ও স্ত্রীর ৪ জন্যে দশ শেকল রূপা মূল্য নিরূপণ হইবে। এবং যদি এক মাস বয়স অবধি পাচ বৎসর বয়স পৰ্য্যন্ত হয়, তবে পুরুষের জন্যে পাঁচ শেকল ও স্ত্রীর জন্যে তিন শেকল রূপা মূল্য নিরূপণ হইবে। এবং যদি ষাটি বৎসর কিম্ব তাহার অধিক বয়স হয়,তবে পুরুষের জন্যে পোনর শেকল ও স্ত্রীর জন্যে দশ শেকল রূপা মুল্য ৮ নিরূপণ হইবে। কিন্তু যদি দরিদ্রতা প্রযুক্ত সে তোমার নিরূপিত মূল্য দিতে অক্ষম হয়, তবে সে যাজকের নিকটে উপস্থিত হইবে ; তাহাতে যাজক তাহার মূল্য নিরূপণ করিবে ; মানতকারি ব্যক্তির সংস্থানানুসারে যাজক তাহার মূল্য নিরূপণ করবে। আর যদি পরমেশ্বরের কাছে লোকদের উৎসজ্জনীয় পশু হয়, তবে পরমেশ্বরের উদ্দেশে তদ্রুপ দত্ত সকল পশু পবিত্র ১• হইবে। সে তাহার অন্যথা ও পরিবর্ত্তন করিবে না, অর্থাৎ মন্দের পরিবৰে ভাল, কিম্বা ভালোর পরিবর্ক্সে মন্দ দিবে না; যদিও সে কোন প্রকারে পশুর পরিবৰ্ত্ত করে, তবে সে এবং তাহার পরিবত্ত উভয়ই পবিত্র ১১ হইবে। আর যাহার দ্বারা পরমেশ্বরের উদ্দেশে উপহারের উৎসর্গ না হয়,এমন কোন অশুচি পশু যদি হয়, তবে সে ঐ পস্তকে যাজকের সম্মুখে উপস্থিত করিবে। *ং ঐ পশু ভাল কিম্বা মন্দ হউক, যাজক তাহার মূল্য নিরূপণ করিবে; যাজকের মূল্য নিরূপণানুসারে তাহ ১৩ হইবে। কিন্তু যদি সে কোন প্রকারে মুক্ত করিতে চাহে, তবে সে নিরূপিত মূল্যের পঞ্চমাংশ অধিক দিবে। আর যদি কোন মনুষ্য পরমেশ্বরের উদ্দেশে আপন গৃহ পবিত্র করে, তবে তাহ ভাল কিম্বা মন্দ হউক, যাজক তাহার মূল্য নিরূপণ করিবে; যাজক যে রূপ ১৫ মূল্য নিরূপণ করিবে, তাহাই স্থির হইবে। আর গৃহ পবিত্রকারি লোক যদি আপন গৃহ মুক্ত করিতে চাহে, তবে সে তোমার নিরূপিত মূল্যাধিক পঞ্চমাংশ > g. পুস্তক। 2్చు: দিবে ; তাহাতে তাহ তাঁহার হইবে। আর যদি ১৬ কোন কেহ অধিকৃত ভূমির কোন অংশ পরমেশ্বরের উদ্দেশে পবিত্র করে, তবে তাহার বপনীয় বীজানুসারে মুল্য নিরূপিত হইবে ; বিশেষতঃ এক হোমর * যবের মুল্য পঞ্চাশ শেকল রূপা। যদি সে মহোৎসব বৎসরা- ১৭ বধি আপন ভূমি পবিত্র করে, তবে তোমার নিরূপিত মূল্যানুসারে তাহ স্থির হইবে। কিন্তু মহোৎসবের ৮ পরে যদি সে আপন ভূমি পবিত্র করে, তবে যাজক অবশিষ্ট বৎসরানুসারে অর্থাৎ মহোৎসব বৎসর পর্যন্ত তাহার সহিত গণনা করিলে তাহা তোমাদের নিরূপিত মূল্যহইতে নূ্যন করা যাইবে। আর সেই ভূমি পবিত্র- ১৯ কারি লোক যদি কোন প্রকারে তাহা মুক্ত করিতে চাহে, তবে সে তোমার নিরূপিত রূপাহইতে অধিক পঞ্চমাংশ লইয়া তাঁহাকে দিবে ; তাহাতে তাহা তাহার নিকটে স্থিরীকৃত হইবে। কিন্তু যদি সে আপন ভূমি ২• মুক্ত না করে, কিম্বা অন্য কাহারে কাছে বিক্রয় করে, তবে তাহা আর কখনো মুক্ত হইবে না। কিন্তু ২১ সে ভূমি মহোৎসব বৎসরে ক্রেতার হস্তহইতে গেলে নিবেদিত ভূমির ন্যায় পরমেশ্বরের উদ্দেশে পবিত্র হইবে, এবং তাঁহাতে যাজকের অধিকার হইবে। আর ২২ যদি কেহ আপন অধিকৃত ভূমি ব্যতিরেক ক্রীত ভূমি পরমেশ্বরের উদ্দেশে পবিত্র করে,তবে যাজক তোমার ২৩ নিরূপিত মূল্যানুসারে মহোৎসব বৎসর পর্যন্ত তাহার সহিত গণনা করিয়া তোমার নিরূপিত মূল্য পরমেশ্বরের উদ্দেশে পবিত্র দ্রব্যের ন্যায় সে দিবসে নিবেদন করিবে । মহোৎসব বৎসরে বিক্রেতার হস্তুে ২৪ অর্থাৎ ভূম্যধিকারির হস্তুে তাহা পুনৰ্দ্দন্ত হইবে। এবং ২৫ সমস্ত পবিত্র শেকলনুসারে তোমার নিরূপিত মূল্য ; বিংশতি গেরা এক শেকল হইবে। অার পরমেশ্বরকে দাতব্য জন্ডর প্রথমজাতকে কেহই ২৬ পবিত্র করিতে পারিবে না ; গোরু কিম্বা মেষ হউক, তাহা পরমেশ্বরের হয়। যদি তাহ অপবিত্র জন্তুর ২৭ মধ্যে হয়, তবে সে তোমার নিরূপিত মূল্যানুসারে তাহাকে মুক্ত করিবে, এবং তাহাতে আরো পঞ্চমাংশ অধিক করিয়া দিবে, কিন্তু যদি মুক্ত না হইয়া থাকে, তবে তাহা তোমার নিরূপিত মূল্যেতে বিক্রীত হইবে। আর মনুষ্য আপন সৰ্ব্বস্বহইতে, অর্থাৎ মনুষ্য কি ২৮ পশু কি অধিকৃত ভূমিহইতে যে কিছু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করে, তাহ বিক্রীত কিম্বা মুক্ত হইবে না; কেননা প্রত্যেক নিবেদিত বস্তু পরমেশ্বরের উদ্দেশে অতি পবিত্র হয়। মনুষ্যদের মধ্যে নিবেদিত কোন বস্তু ২৯ মুক্ত করা যাইবে না ; তাহ নিতান্ত বিনষ্ট হইবে । এবং ভূমির শস্য কিম্বা বৃক্ষের ফল হউক, দেশের ৩• সমস্ত বিষয়ের দশমা^শ পরমেশ্বরের হইবে ; তাহাই 000 S 00YS KS SLL LSS S B S SLLS Se S SSSBBSSSBBLSSSBBBSSSBKK 0SS S ASA 000 AAAAA 0S AA AAAS AAAAA AAAASBBB SAAAAAS S B S0S gg

  • (ইত্ৰ) হেtযবের ।