পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২ ও পরমেশ্বরের উদ্দেশে পবিত্র। এবং যদি কেহ আপন দশমাংশহইতে কিঞ্চিৎ মুক্ত করিতে চাহে, তবে সে তাহাতে আরো পঞ্চমাংশ অধিক দিবে। আর গোরু কিম্বা পশুপালের দশমাংশ, অর্থাৎ পাচনির নীচে দিয়া যাহা যায়, তাহার দশমাংশ ৩৩ পরমেশ্বরের উদ্দেশে পবিত্র হইবে। তাহ ভাল কিম্বা ve & 이 히 মাপুস্তক l মন্দ হউক, ইহার অনুসন্ধান করিবে না, ও তাহার পারবৰ্ত্ত করিবে না ; কিন্তু সে যদি কোন প্রকারে তাহার [১ অধ্যায়। পরিবত্ত করে, তবে তাহ ও তাহার পরিবত্ত উভয় | পবিত্র হইবে, তাহ মুক্ত করা যাইবে না। পরমেশ্বর o লীনয় পৰ্ব্বতে ইস্রায়েল বংশের জন্যে মূসাকে এই সকল আজ্ঞা দিলেন । [৩১] প ১৩ –[৩৩] প ১০ ৷৷ গণন পত্তক। ෆ්. N অর্থাৎ / মূসালিখিত চতুর্থ পুস্তক। ১ অধ্যায়। লোককে গণনা করিতে মূসার পুতি পরযেস্থরের আজ ৫ ও পুত্যেক বংশের পূর্বনি পুরুষের নায় ১৭ ও লোকদের গণনা করল ২০ ও পুত্যেক বংশের সংখ্যা ৪৭ ও লেবীয় ব• শের গনিত না হওন । ১ অপর মিসরদেশহইতে ইস্রায়েল বংশের বহিরাগমনের দ্বিতীয় বৎসরের দ্বিতীয় মাসের প্রথম দিনে ২ পরমেশ্বর সীনয় প্রান্তরে মূসাকে কহিলেন, তোমরা ইসুয়েল কুলানুসারে ও তাহদের পিতৃবংশানুসারে ও তাহদের নামসংখ্যানুসারে সমস্ত মণ্ডলীর অর্থাৎ ও প্রত্যেক পুরুষের মস্তকের সংখ্যা কর। তাহাদের বিংশতিবর্ষ বয়স্ক ও ততোধিক বর্ষবয়স্ক ইসায়েল বংশের মধ্যে যুদ্ধে গমন যোগ্য সকল পুরুষের সংখ্যা তাঁহাদের সৈন্যানুসারে তুমি ও হারোণ গণনা কর । এবং প্রত্যেক বৎশহইতে এক ২ জন তোমাদের সহকারী হইবে * , ও তাহারা আপন ২ পিতৃবংশের প্রধান হইবে। আর যাহার তোমাদের সঙ্গে থাকিবে, তাহাদের এই ২ নাম। রুবেনের বংশজ শিদেয়ূরের পুত্র ইলী • সুর ও শিমিয়োনের বংশজ সুরীশদয়ের পুত্ৰ শিলু ৭ মায়েল ও যিহুদার বংশজ অষ্মীনাদবের পুত্ৰ নহ৮ শোন ও ইষাথর বংশজ সুয়ারের পুত্র নিথনেল । o જે ની વર્ડ્સ {ও সিবুলুনের বংশজ হেলেনের পুত্র ইলীয়াব। ও । যুষফের সন্তানদের মধ্যে ইফুয়িমের বংশজ অর্মীস্থদের ১০ পুত্র ইলশাম, ও মিনশির বংশজ পদাহসূরের পুত্ৰ গমিলায়েল। ও বিনয়ামীনের বংশজ গিদিয়োনির ১১ পুত্র অবদান। ও দানের বংশজ অষ্মীশদয়ের পুত্র ১২ অহীয়েষর। ও আশেরের বংশজ অক্রণের পুত্র ১৩ পগীয়েল ও গাদের বংশজ দুয়েলের পুত্র ইলীয়া- ১৪ সফ। ও নগুলির বংশজ ঐননের পুত্র অহীর। ইহার ১৫ আপন ২ পিতৃবংশের মধ্যে প্রধান এবং ইস্রায়েল ১৬ বংশের সহস্ত্রের মধ্যে অধ্যক্ষ ও মণ্ডলীতে মনোনীত লোক ছিল । তখন মূসা ও হারোণ ঐ সকল নামে প্রসিদ্ধ লোক । দিগকে সঙ্গে লইল। এবং দ্বিতীয় মাসের প্রথমে সমস্তু ১৮ মণ্ডলীকে একত্র করিয়া, আপন ২ কুলানুসারে ও আপন ২ পিতৃবংশানুসারে ও আপন ২ নামসংখ্যানুসারে বিংশতি বৎসর বয়স অবধি মন্তক গণনাতে আপন ২ বংশাবলি জানাইল। এই রূপে মূসা পর- ১। মেশ্বরের আজ্ঞানুসারে সীনয়, প্রান্তরে তাহাদিগকে গণনা করিল। তাহাতে ই সুয়েলের জ্যেষ্ঠ পুত্র রূবেনের বংশ ২৭ আপন ২ আদিপুরুষানুসারে আপন ২ কুলানুসারে ও আপন ২ পিতৃবংশানুসারে ও নামসংখ্যাতে ও মস্তক [* ऽादेJ; *] यl २९ ; २२ i!-[२] मl ७०; ०२ it-[०७] यी •v ; २९ ॥

  • (ইবু) সঙ্গে হইবে।