পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২ হারো পরমেশ্বরের সম্মুখে ইসায়েল বংশের উত্তোলনীয় উপহার স্বরূপ লেবিদিগকে উৎসগ করি বে। ১২ পরে লেবীয়েরা গোবৎসের মস্তকোপরি আপন ২ হস্তুপিণ করিলে তুমি লেবীয়দের প্রায়শ্চিন্তের নিমিত্তে পরমেশ্বরের উদ্দেশে প্রায়শ্চিত্রের এক বলি ১৩ এবথ হোমার্থে অন্য বলি উৎসর্গ করি বা । এবং হারোণের ও তাহার পুত্ৰগণের সম্মুখে লেবিদিগকে উপস্থিত করিয়া পরমেশ্বরের উদ্দেশে তাহাদিগকে ১৪ উত্তোলন করিব। এই রূপে তুমি ইসায়েল বংশহইতে লেবিদিগকে পৃথক করিব ; তাহাতে তাহারা ১৫ আমার হইবে। পরে লেবীয়েরা সেবা করিতে মণ্ডলীর আবাসে প্রবেশ করিলে তুমি তাহাদিগকে শুচি করিয়া ১ ও উত্তোলনীয় উপহার রূপে উৎসগ করিব। কেননা তাহারা ইসুয়েল বংশের মধ্যহইতে সৰ্ব্বতোভাবে আমার উদ্দেশে দন্ত হইবে;আমি ইসায়েলবংশের তাবৎ প্রথম১৭ জাতের পরিবৰ্ত্তে তাহাদিগকে গ্রহণ করিলাম। কেননা মনুষ্য হউক কিম্বা পশু হউক, ইস্রায়েল বংশের তাবৎ প্রথমজাত আমার হয় ; আমি যে দিবসে মিসরদেশের সমস্ত প্রথমজাতকে বিনষ্ট করিলাম, সেই দিবসে ১৮ আপনার নিমিত্তে তাহাদিগকে পবিত্র করিলাম। এবং ইস্রায়েল বংশের সমস্ত প্রথমজাতের পরিবর্তে লেবি* - দিগকে গ্রহণ করিলাম। এবং যে সময়ে ইস্রায়েল বংশ পবিত্র স্থানের নিকটে আইসে, তৎকালে যেন তাহাদের মধ্যে মরক না হয়, এই জন্যে অামি মণ্ডলীর আৰাসে ইস্রায়েল বংশের পরিবর্তে সেবা ও তাহাদের নিমিত্তে প্রায়শ্চিত্ত করিতে ইস্রায়েল বখশহইতে লেবিদিগকে হারোণ ও তাহার পুত্ৰগণের প্রতি দান • স্বরূপ দিলাম। পরে মূসা ও হারোণ ও ইসুয়েল বংশের তাবৎ মণ্ডলী মূসার প্রতি পরমেশ্বরের তাবৎ আজ্ঞানুসারে লেবিদের প্রতি করিল, ইস্রায়েল ২ ১ বংশেরও তাঁহাদের প্রতি সেই রূপ করিল। ফলতঃ লেীয় লোকেরা আপনাদিগকে পবিত্র করিল, ও আপন ২ বস্ত্ৰ ধৌত করিল, এবং হারোণ তাহাদিগকে পরমেশ্বরের উদ্দেশে উত্তোলনীয় উপহার স্বরূপ উৎসগ করিল, ও তাহাদের শুচি করণার্থে প্রায়শিচন্তু ২২ করিল। তাহার পর লেবীয়ের হারোণের ও তাহার পুত্রগণের সম্মুখে আপন ২ সেবা কাৰ্য্যাথে মণ্ডলীর আবাসে প্রবেশ করিল ; এবং লেবিদের বিষয়ে পরমেশ্বর মূসাকে যে ২ আজ্ঞা দিয়াছিলেন, তদনুসারে তাহার তাহাদের প্রতি করিল। পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, লেবিদের বিষয়ে ২৪ এই ব্যবস্থা। পাচশ বৎসর বয়স্ক অবধি লেবীয়েরা মণ্ডলীর তাম্বুর কায্য ও সেবা করিতে প্রবৃত্ত ২৫ হইবে। এবং পঞ্চাশ বৎসর বয়স্ক হইলে পর সেবা ২ ৩ গণনাপুস্তক ! [৯ অধ্যায়। করণে ক্ত হইবে, আর সেবা করিবে না। রঙ্ক- ২ ও ণীয় রক্ষা করণে তাহারা মণ্ডলীর তাম্বতে আপন ২ ভূতাদের সেবা করিবে, কিন্তু আর কোন সেবা করিবে না; লেবিদের রক্ষণীয় বিষয়ে তাহাদের প্রতি তুমি এই রূপ করিব। ৯ অধ্যায় । S HBBB BB BBBBB BBBB BB BBB BBY BBBS দের কয়। ৯ ও ঐ অশুচিাদর নিম্ভীর পর্ব করণের অণভর ১৫ ও আশ্বাসের ওপরিস্থ যেঘের স্থিতি ও অস্থার যাত্রীদ্বার। তাহদের স্থিতি ও যাত্র। ইসুয়েল বংশ মিসরদেশহইতে বহির্গমন করিলে পর দ্বিতীয় বৎসরের প্রথম মাসে সীনয় প্রান্তরে পরমেশ্বর মূসাকে কহিলেন, ইস্রায়েল বংশ নিরূপিত কালে নিস্তার পর্ব পালন করুক। এই মাসের চন্তদশ দিবসের সন্ধ্যাকালে তাহার নিরূপিত সময় হয় ; সেই সময়ে তোমরা তাহ পালন করিব, ও সমস্ত বিধি ও ব্যবস্থানুসারে তাহ পালন করিব। তখন মূসা নিস্তার পর পালন করিতে ইস্রায়েল বংশকে আজ্ঞা করিল। তাহাতে তাহারা প্রথম মাসের চতুর্দশ দিবসে সন্ধ্যা সময়ে সীনয় প্রান্তরে নিস্তার পৰ্ব্ব পালন করিল ; ইস্রায়েল বংশ মূসার প্রতি পরমেশ্বরের আজ্ঞানুসারে সমস্ত কর্ম করিল। কিন্তু কতক লোক মনুষের শবসপশে অশুচি হওয়াতে সে দিবসে নিস্তার পর পালন করিতে না পারিয়া সেই দিনে মূসা ও হারোণের নিকটে গেল। এবং তাহার জিজ্ঞাসা করিল, আমরা মনুষ্যশব সপশ করিয়া অশুচি হইলাম, ইহাতে ইস্রায়েল বুশের মধ্যে নিরূপিত কালে পরমেশ্বরের উদ্দেশে উপহার নিবেদন করিতে কি আমরা নিবারিত হইব । তাহাতে মূসা তাহাদিগকে কহিল, তোমরা দাড়াও, তোমাদের বিষয়ে পরমেশ্বর কি আজ্ঞা করেন, তাহ শুনি। পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি ই সুয়েল ২ বংশকে কহ, তোমাদের মধ্যে কিম্বা তোমাদের ভাবি- ১০ সন্তানদের মধ্যে যদি কেহ শবসপশ করিয়া অশুচি হয়, কিম্বা দূর দেশীয় পথিক হয়, তথাপি সে পরমেশ্বরের নিস্তার পর্ব পালন করবে। দ্বিতীয় মাসের চতুৰ্দ্দশ ১১ দিবসে সন্ধ্যাকালে তাহারা তাহ পালন করিবে ; এবং তাড়াশূন্য রুটী ও তিক্ত শাকের সহিত মেষ শাবককে ভক্ষণ করবে। কিন্তু প্রাতঃকাল পয্যন্ত তাহার ১২ কিছুই অবশিষ্ট রাখিবে না, ও তাঁহার কোন অস্থি ভাঙ্গিবে না ; তাহারা সমস্ত বিধি পূৰ্ব্বক নিস্তার পক্স পালন করিলে। কিন্তু যে কেহ শুচি থাকে ও পথিক ১৩ নয়, সে যদি নিস্তার পর্ব পালন করিতে নিবৃত্ত হয়, তবে সে প্রাণী অাপন লোকদের মধ্যহইতে উচ্ছিন্ন SSBSBBB BBS BB SBBB S BB LLSBSSBS SBSBBSBBS i-[১১]ও ; > 1 ১ ; ৫০-৫৩ il–[o e]s; su S BBBBS BG DDS SDD DB BBS AAAAA AAAS SBBSS SBBSS SBB BBS SSS LLSSLLLSS BBSBB BA TT * (ইব) যুদ্ধ বা বসু কৰ্ম্ম ।