পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ অধ্যায়।] হইবে ; এবং নিরূপিত কালে পরমেশ্বরের উদেশে উপহার না আনাতে আপনার পাপ আপনি ভোগ করিবে। আর যদি তোমাদের মধ্যে প্রবাসকারি কোন বিদেশীয় লোক পরমেশ্বরের উদ্দেশে বিধিমতে ও রীতানুসারে নিস্তার পর্ব পালন করিতে চাহে, তবে সেও তাহ পালন করিবে; স্বদেশজাত কি বিদেশজাত উভয়ের জন্যেই এক বিধি হইবে। অপর ষে দিবসে আবাস স্থাপিত হইল, সেই দিবসে মেঘ ঐ আবাসকে অর্থাৎ সাক্ষ্যরূপ তাম্বুকে আচ্ছন্ন করিল, এবং প্রাতঃকাল পৰ্য্যন্ত ঐ আবাসের উপরে ১৬ অগ্নিবৎ আকার প্রকাশ পাইল। এই রূপে নিত্য ২ দিবসে মেঘ ও রাত্রিতে অগ্নিবৎ আকার আবাসকে ১৭ আচ্ছন্ন করিতে লাগিল। পরে আবাসের উপরহইতে ঐ মেঘ উৰ্দ্ধে নীত হইলে ই সুয়েল বংশ যাত্রা করিল, এবং ঐ মেঘ যে স্থানে যাইয়া অবস্থিতি করিল, ইস্রায়েল বংশ সেই স্থানে আপন ২ শিবির ১৮ স্থাপন করিল। ইস্রায়েল বংশ পরমেশ্বরের আজ্ঞানুসারে যাত্রা করিল, ও পরমেশ্বরের আজ্ঞানুসারে শিবির স্থাপন করিল ; এবং ঐ মেঘ যাবৎ অাবাসোপরি অবস্থিতি করিল, তাবৎ তাহারা আপন ২ শিবিরে ১১ বাস করিল। এবং যে সময়ে ঐ মেঘ বহু দিনাবধি আবাসোপরি বিলম্ব করিল, তৎকালে তাহারা যাত্রা না করিয়া পরমেশ্বরের রক্ষণীয় রক্ষা করিতে লাগিল । ২• এবং ঐ মেঘ অল্প দিবস আবাসের উপরে থাকিলে তাহারা পরমেশ্বরের অভিজ্ঞানুসারে তদবধি শিবিরে বাস করিল ; পরে পরমেশ্বরের আজ্ঞানুসারে যাত্রা ২১ করিলা এবং মেঘ সন্ধ্যাকাল অবধি প্রাতঃকাল পর্যন্ত থাকিয়া প্রাতঃকালে উৰ্দ্ধে নীত হইলে তাহারা যাত্রা করিল, এবং দিবসে কিম্বা রাত্ৰিতে মেঘ উত্থাপিত ২২ হইলেই তাহারা যাত্রা করিল। এবং দুই দিবস কিম্বা এক মাস কিম্বা সম্বৎসর আবাসোপরি মেঘ অবস্থিতি করিলে ইস্রায়েল বংশও তত দিবস যাত্র না করিয়া আপন ২ শিবিরে বাস করিল, কিন্তু তাহ উথাপিত ২৩ হইলেই তাহারা যাত্রা করিল। এই রূপে তাহারা পরমেশ্বরের আজ্ঞানুসারে শিবিরে বাস করিল, ও পরমেশ্বরের আজ্ঞানুসারে যাত্রা করিল, এবং তাহারা মূসার দ্বারা পরমেশ্বরের আজ্ঞানুসারে পরমেশ্বরের রক্ষণীয় রক্ষা করিল। ১০ অধ্যায় । ১ কপীর জুরীর কথা ১১ এসৗনয় পুস্তির অবধি পরিণ পুস্তির পয্যন্ত যাত্র। ১৪ ও যাত্রার অনুক্রয় ২৯ ও হোববের পুতি মূসার নিবেদন ৩৩ ও সাক্ষ্যকপ সিন্দুক লইয়া যাওন ও স্থাপন সযয়ে যু সার আশীৰ্বাদ কয়। * পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি রুপার দুই ২ তুরী নির্মাণ কর ও রূপা পিটাইয় তাহ নিৰ্মাণ কর; - or গণনাপুস্তক। )లిరి সভার অহিৱান সময়ে ও শিবিরস্থ সকলের যাত্রার সময়ে তাহাদের ধ্বনি কর। ও যে সময়ে তাহার সেই দুই ও তুরী ধ্বনি করিবে, তৎকালে সমস্ত মগুলী মণ্ডলীর আবাসদ্বার সমীপে তোমার নিকটে উপস্থিত হইবে। ও যখন একটা তুরী বাজাইবে, তখন অধ্যক্ষগণ অর্থাৎ ৪ ইস্রায়েল বংশের সহস্ৰাধিপতি লোকের তোমার নিকটে উপস্থিত হইবে। এবথ উচ্চৈঃস্বরে বাজাইলে পূৰ্ব্বদিকস্থিত শিবিরের লোকেরা যাত্রা করিবে। ও ও উচ্চৈঃস্বরে দ্বিতীয় বার বাজাইলে দক্ষিণ দিকস্থিত শিবিরের লোকেরা যাত্রা করবে, এই ক্রমে তাহাদের যাত্রাথে উচ্চৈঃস্বরে বাজাইবে । কিন্তু যখন মণ্ডলীর ৭ সকলকে একত্র করিতে হয়, তখন যে তুরী বাজাইবা, তাহা উচ্চৈঃস্বরে বাজাইব না। হারো যাজকের পুত্ৰ- ৮ গণ এই তুরী বাজাইবে, এবং এই বিধি তোমাদের পুরুষানুক্রমে নিত্য থাকিবে । আর যে সময়ে তোমরা ৯ আপন দেশে ক্লেশদায়ি শত্ৰুগণের বিরুদ্ধে যুদ্ধ করিতে যাইবা, তৎকালে উচ্চৈঃস্বরে এই তুরী বাঞ্জাইব; তাহাতে তোমাদের প্রভূ পরমেশ্বর তোমাদিগকে স্মরণ করিলে তোমরা শত্ৰুগণহইতে রক্ষু পাইব । এবং তোমাদের ১ • আনন্দ দিনে ও উৎসব দিনে ও মাসারল্ডে ও হোম বলিদানের সময়ে ও মঙ্গলাথে বলিদানের সময়ে তোমরা এই তুরী বাজাইবা ; এই তুরীধ্বনিদ্বার তোমাদের ঈশ্বর তোমাদিগকে স্মরণ করবেন ; আমিই তোমাদের প্রভু পরমেশ্বর। অপর দ্বিতীয় বৎসরের দ্বিতীয় মাসের বিংশতি ১ > দিবসে সেই মেঘ সাক্ষ্যরূপ আবাসের উপর হইতে নীত হইলে, ইসুয়েল বংশ সীনয় প্রান্তরহইতে যাত্রা ১২ করিল, এবথ সেই মেঘ পারণ প্রান্তরে অবস্থিতি করিল। মূসাদ্বারা পরমেশ্বরের আজ্ঞানুসারে তাহাদের ১৩ এই প্রথম যাত্র । প্রথমে আপন ২ সৈন্যগণের সহিত যিহুদী বংশের • • শিবিরের ধ্বজা চলিল; তাহাদের মধ্যে অষ্মীনাদবের পুত্ৰ নহশোন সেনাপতি ছিল। এবথ ইষাথর বংশের ১৭ সেনাপতি সুয়ারের পুত্র নিথনেল এবং সিবুলুন বংশের সেনাপতি হেলেনের পুত্র ইলীয়াব। এবথ ও আবাস নামাইলে গেশোন বখশ ও মিরারি বংশ ঐ ১৭ আবাস বহন করিয়া অগ্রসর হইল । তাহার পশ্চাদে আপন ২ সৈন্যগণের সহিত রূবেনের ১৮ শিবিরের ধ্বজ চলিল , তাহদের মধ্যে শিদেয়ূরের পুত্র ইলীমূর সেনাপতি ছিল। শিমিয়োন বংশের ১৯ সেনাপতি সুরীশদয়ের পুত্র শিলুমীয়েল। এবং গাদ ২ বংশের সেনাপতি দৃঢ়য়েলের পুত্র এলীয়াসফ ছিল। পরে কিহাতীয় বখশ পবিত্র তাম্বু বহন করিয়া অগ্রসর ২১ হইল, ও তাঁহাদের উপস্থিত হওনের পূৰ্ব্বে আবাস স্থাপিত হইল । or [29] ইবু BS BBSBBS B BDSS 00S0S LLS0SLLL SAAAAS AAAA LSAAAAAAS AAK D S S0S DDSDD AAAA SAAAAAAASAAAA LS BBCS S S S S S S S S S S S 0 it-]ه-ه ;ه [ه د -8 د il-[>w-x•] > ; >•-•• li