পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ অধ্যায় ।] কাছে রোদন করিয়া এই কথা কহে, ভক্ষণ করিতে ১ ও অামাদিগকে মাৎস দেও। অতএব আমি একাকী হইয়া এতো লোকের ভার সহ্য করিতে পারি না; তাহা অামার ১৭ শক্তি অপেক্ষাও অধিক। তুমি যদি আমার প্রতি এমত ব্যবহার কর, আর তোমার দৃষ্টিতে আমি যদি অনুগ্রহ পাইয়া থাকি, তবে যেন আপন দুৰ্গতি না দেখি, এই জন্যে আমাকে বধ কর, আমি এই বিনয় করি। তখন পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি যাহাদিগকে লোকদের প্রাচীন ও অধ্যক্ষ করিয়া জান, এমত সন্তরি প্রাচীন লোককে আমার নিকটে আন, এবং তুমি মণ্ডলীর আবাসদ্ধারের নিকটে তাহাদিগকে আন ; ১৭ তাহার তোমার সহিত সেই স্থানে দাড়াইবে । তাহাতে আমি সেই স্থানে উত্তীর্ণ হইয়া তোমার সহিত কথা কহিব, এবং তোমাতে যে আত্মা আছে, তাহার কিছু লইয়া তাহাদিগকে দিব ; তাহাতে তুমি যেন একাকী লোকদের ভার বহন না কর, এই জন্যে তাহারা তোমার ১৮ সহিত লোকদের ভার বহিবে। এবং তুমি লোকদিগকে কহ,তোমরা পরদিনের জন্যে আপনাদিগকে পবিত্র কর; তাহাতে মাংস ভক্ষণ করিতে পাইবা ; কেননা অামাদিগকে মাংস ভক্ষণ করিতে কে দিবে ? মিসরদেশে আমাদের মঙ্গল ছিল, ইহা বলিয়া তোমরা যে রোদন করিয়াছ, তাহ পরমেশ্বরের কর্ণগোচর হইল ; অতএব পরমেশ্বর তোমাদিগকে মাৎস দিবেন, তোমরা তাহ ১৯ খাইবা। তাহা এক দিনে কি দুই দিনে কি পাচ দিনে কি দশ দিনে কি বি৭ শতি, দিনে খাইবা, তাহা কেবল ২• নয় ; কিন্তু যাবৎ তোমাদের মুখহইতে নিগত না হয় ও তোমাদের ঘৃণিত না হয়, তাবৎ অর্থাৎ সম্পূর্ণ এক মাস পৰ্য্যন্ত তাহ খাইবা ; কেননা তোমরা আপনাদের মধ্যবৰ্ত্তি পরমেশ্বরকে তুচ্ছ করিয়া তাহার সম্মুখে রোদন করিয়া এই কথা কহিলা, আমরা মিসরদেশহইতে বাহির হইয়া কেন অাইলাম ? তখন মূসা কহিল, আমি ছয় লক্ষ পদাতিক লোকের মধ্যে আছি ; কিন্তু তুমি কহিলা, আমি তাহাদিগকে ২২ সম্পূর্ণ এক মাস খাইবার মাথস দিব । তাহাদের জন্যে কি সকল মেষপাল ও গোরুর পাল হত হইবে ? আর তাহাতে কি তাহাদের প্রচুর হইবে ? ও সমুদ্রের তাবৎ মৎস্য কি সংগৃহীত হইবে ? অার তাহাতে কি ২৩ তাহাদের জন্যে প্রচুর হইবে ? তাহাতে পরমেশ্বর মূসাকে কহিলেন, পরমেশ্বরের হস্ত কি সঙ্কুচিত হই য়াছে ? তোমার কাছে আমার কথা সত্য হয় কি না, তাহা এখন দেখিবা । তখন মূসা বাহিরে যাইয়া পরমেশ্বরের কথা লোক o &

  • >

> 8 গণনাপস্তক। e། দিগকে কহিল,এবং লোকদের ঐ সন্তরি প্রাচীন জনকে একত্র করিয়া আবাসের চতুঃপাশ্বে উপস্থিত করিল। তাহাতে পরমেশ্বর মেঘারুঢ় হইয়া নামিয়া তাহার সহিত কথা কহিলেন, এবং তাহার অন্তরস্থ আত্মার কিঞ্চিৎ লইয়া সেই সন্তরি প্রাচীন লোককে দিলেন ; তাহাতে তাহাদের অন্তরে আত্মা অবস্থিতি করিলে তাহার কথা প্রচার করিতে* লাগিল,নিবৃত্ত হইল না + কিন্তু তাহাদের মধ্যে ইলদদ ও মেদদ নামে আত্মা বিশিষ্ট দুই জন শিবিরে থাকিল, তাহারা লিখিত লোকদের মধ্যে গণিত হইল, কিন্তু আবাসের নিকটে বাহিরে গেল না; তাহারা শিবিরে কথা প্রচার করিতে* লাগিল। তাহাতে এক যুবা দৌড়িয়া মূসাকে কহিল, ইলদদ ও মেদদ শিবিরে কথা প্রচার করিতেছে * তাহাতে নুনের পুত্ৰ যিহোশূয় নামে যুবকালাবধি মূসার এক সেবক মূসাকে কহিল, হে আমার প্রভো, তাহাদিগকে নিষেধ কর। মূসা কহিল, তুমি কি আমার অনুরোধে তাহাদিগকে ঈর্ষা করিতেছ? ঈশ্বর করুণ পরমেশ্বরের তাবৎ লোক প্রচারক হউক, ও পরমেশ্বর তাহাদের অন্তরে আপন আত্মা দিউন। পরে মূসা ও ইসুয়েলের প্রাচীনগণ শিবিরে প্রবেশ করিল। পরে পরমেশ্বরের নিকটহইতে এক বায়ু নিগত হইয় সমুদুহইতে f এতে ভাটুই পক্ষি আনিয়া শিবিরের নিকটে ফেলিল, যে তাহ শিবিরের এ পাশ্বে ও পাশ্বে లి(t vo চতুদিগে এক দিবসের পথ পৰ্য্যন্ত ভূমির উপরে দুই হন্ত উৰ্দ্ধ হইয়া থাকিল। তাহাতে লোকেরা সেই স্থানে দাড়াইয়া সে দিবারাত্রি ও তাহার পর সমস্ত দিবস ঐ পক্ষিগণকে একত্র করিল ; তাহাদের মধ্যে কেহ দশ হোমরের নুJন একত্র করিল না ; পরে আপনাদের নিমিত্তে শিবিরের চারিদিগে ছড়াইয়া রাখিল । কিন্তু মাৎস তাহাদের দন্তে ধারণের সময়ে চৰ্ব্বিত হওনের পূৰ্ব্বেই লোকদের প্রতি পরমেশ্বরের ক্রোধ প্রজবলিত হইল ; তাহাতে পরমেশ্বর লোকদিগকে অত্যন্ত মহামারীর দ্বারা বধ করিলেন। এবং মুসা সেই স্থানের নাম কিব্রোৎ-হৰাবা (লোভিদের কবর) রাখিল,কেননা সেই স্থানে তাহার লোভিদিগকে কবর দিল। পরে লোকের কিব্রেৎি-হৰাবাহইতে হৎসেরোতে যাত্র করিয়া সেই স্থানে অবস্থিতি করিল। ১২ অধ্যায়। ১ মূসার বিরুদ্ধে হীরোণ ও যরিয়যের বিপরীত কাণ, ১ • ও মরিয়যের কুণ্ঠ হওন ও তাহার জন্যে মূসার পুথিনা, ১৪ ও মরিয়যকে তাবৎ শিবিরহইতে বাহির করণ ও সাত দিনের পরে পুনৰ্বার গুহণ করণ । SS S BB BSBS S B S S B LSBSS00 BB BBSS S BB BS il—[*]+ 8,2,3 - 11–[**,x*]+ ox, exu [২১] গ ১; ৪ ৬ li—[২১,২২]২ র ৭ ; ১,২ । যে ৬, ৫-৯ i-[২৩]যিশ ৫১ ; > 1 গ্ৰী ৩৩ : ১১ it—[২৪,২৫] প ১৬, ১৭ ৷৷ [২৭] ১ শি ১০ ; ১০, ১১ ৷ যোয় ২ : ২৮,২১ । col, * ; > a, »v n—[x s] Ti so ; , il-[* a-x >]*n » ; ov, o» i «Ti e ৩• । ১ ক ; ৮ । ১৪ ; e li—[৩১-৩৪]প ১৯,২ • । গী ৭৮ ; ২৬-৩১ ৷ ১০৬ ; ১৩-১৫ u—[৩১] যা ১৬ ; ১৩ ৷৷ SBS BBBBBBB BBBBS BSBS BBB BB BBBS S BBBBBBBS o

·ළු අා