পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫ অধ্যায় ।]

    • সিন্দুক ও মূসা শিবির হইতে নিৰ্গত হইল না । তখন

পৰ্ব্বতৰাসি আমালেকীয় ও কিনানীয় লোকেরা নামিয়া আসিয়া তাহাদিগকে আঘাত করিল, ও হর্ম পৰ্য্যন্ত তাহাদিগকে প্রহার করিল। ১৫ অধ্যায় । ১ নৈবেদ্য ও পানীয় নৈবেদ্য ও সর্ণের ব্যবস্থা ১৪ ও বিদেশির বিষয়ে কাr, ১৭ ও ওত্তোলনীয় পুণ্যজগত শস্যের শজুর ব্যবস্থা, ২২ ও অজ্ঞাতসার পাপের কয়, ৩০ ও অৱজ্ঞাকরির দণ্ড, ৩২ ও বিশ্রায়বীর অপালনকারির পুস্তুরাঘাতে দণ্ড, ৩৭ ও বস্ত্রের ফোপের কথা । অনন্তর পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি ইসুয়েল ২ বংশকে কহ ও তাহাদিগকে এই কথা বল,যখন তোমরা ও আমার দত্ত অধিকার * দেশে প্রবেশ করিবা, এবং মানত পূর্ণ করণ বিষয়ে কিন্তু স্বেচ্ছাপূৰ্ব্বক নৈবেদ্য বিষয়ে কিম্বা তোমাদের উৎসবেতে গোরুপালহইতে কিম্বা মেষপালহইতে পরমেশ্বরের উদ্দেশে সুগন্ধি করগার্থে অগ্নিকৃত উপহার ও হোম ও বলি পরমেশ্বরের উদেশে উৎসর্গ করিব ; তখন উপহার উৎসগকারী পরমেশ্বরের উদ্দেশে এক হিনের চতুর্থাংশ তৈল পঙ্ক দশমাংশ সুজির নৈবেদ্য আনিবে। এবং হোম কিম্বা বলিদানাথক এক মেষশাবকের নিমিত্তে এক হিনের ও চতুর্থাংশ দ্রাহ্মারসের পানীয় নৈবেদ্য প্রস্তুত করবে। কিম্ব মেষের নিমিত্তে এক হিনের তৃতীয়াংশ তৈল পঙ্ক সুজির দুই দশমাংশ নৈবেদ্য প্রস্তুত করবে। এবং পরমেশ্বরের উদ্দেশে সুগন্ধি পানীয় নৈবেদ্যের জন্যে এক হিনের তৃতীয়াংশ দ্রাক্ষারস উৎসগ করবে। ৮ পরমেশ্বরের উদ্দেশে মানত পূর্ণ করণ বিষয়ে কিম্বা মঙ্গলার্থক বলির বিষয়ে যখন কেহ ] হোমার্থে কিম্বা ৯ বলিদানার্থে এক গোবৎস প্রস্তুত করিবে, তৎকালে এক গোবৎসের সহিত অন্ধ হিন তৈল পক্ক তিন দশমা^শ ১• সুজির নৈবেদ্য আনিবে; এবং পরমেশ্বরের উদ্দেশে পানীয় নৈবেদ্য ও অগ্নিকৃত সুগন্ধি উপহারের জন্যে ১১ সে অন্ধ হিন দ্রাক্ষারস আনিবে। তোমরা এক গোবৎস ও এক মেষ ও এক মেষবৎস ও এক ছাগবৎসের জন্যে ১২ এই রূপ করিব। তোমরা যত পশু প্রস্তুত করিব,তাহাদের সংখ্যানুসারে প্রত্যেকের প্রতি এইরূপ ব্যবহার ১৩ করিবা। দেশীয় লোক সকল পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত সুগন্ধি উপহার নিবেদনাথে এই ব্যবস্থানুসারে এই সকল প্রস্তুত করবে। আর তোমাদের মধ্যে প্রবাসকারি কিম্বা তোমাদের মধ্যে পুরুষানুক্রমে বাসকারী কেহ যদি পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত সুগন্ধি উপহার নিবেদন করিতে চাহে, তবে তোমরা যে রূপ করিবা, সেও তদ্রপ ১৫ করিবে । মণ্ডলীস্থ তোমাদের ও তোমাদের মধ্যে প্রবাস

o: > 3 গণ নাপুস্তক l N)) কারির একই ব্যবস্থা হইবে ; তোমাদের পুরুষানুক্রমে এই নিত্য বিধি হইবে ; পরমেশ্বরের সম্মুখে যেমন তোমরা, বিদেশিরাও তদ্রুপ হইবে। এবং তোমাদের ১৬ ও তোমাদের মধ্যে প্রবাসকারি বিদেশীয়দের একই বিধি ও একই ব্যবস্থা হইবে। পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি ইস্রায়েল ১৭ ব^শকে কহ ও তাহাদিগকে এই কথা বল, আমি তোমা- ১৮ দিগকে যে দেশে লইয়া যাইতেছি, সে দেশে উপস্থিত হইলে এই রূপ করিব । তোমরা সেই দেশের অন্ন ১১ ভক্ষণ কালে পরমেশ্বরের উদেশে উত্তোলনীয় উপহার নিবেদন করিব । এব^ উত্তোলনীয় নৈবেদ্যের জন্যে ২০ প্রথম শঙ্কুর এক পিষ্টক নিবেদন করিব ; যেমন শস্য মদন স্থানের উত্তোলনীয় নৈবেদ্য, তাহাও সেই রূপ করিব। তোমরা পুরুষানুক্রমে আপনাদের প্রথম ২১ শক্তহইতে পরমেশ্বরের উদ্দেশে এক উত্তোলনীর উপহার নিবেদন করি বা । আর যদি তোমরা ভান্ত হইয়া থাক, এবং পরমেশ্বর ২২ মূসার প্রতি যে ২ আজ্ঞা করিয়াছেন, অর্থাৎ পরমেশ্বর ২৩ যে দিনে আজ্ঞা করিয়াছেন, তদবধি মুসদ্বিারা তোমাদিগকে যত আজ্ঞা করিয়াছেন,এব^ ইহার পরেও তোমাদের পুরুষানুক্রমে ষে ২ আজ্ঞা করিবেন, তাহার মধ্যে কোন আজ্ঞা যদি না পালন করিয়া থাক; এবং মণ্ড- ২ • লীর অগোচরে অজ্ঞানতঃ যদি কোন ক্রিয়া হইয় থাকে, তবে তাবৎ মণ্ডলী পরমেশ্বরের উদ্দেশে সুগন্ধি উপহারের কারণ ঐ ব্যবস্থানুসারে ভক্ষণীয় ও পানীয় নৈবেদ্যের সহিত হোমার্থে এক গোবৎস ও পাপের প্রায়শ্চিন্তাথে এক ছাগল নিবেদন করিবে। এবং যাজক ২২ ইসুয়েল বংশের সমস্ত মণ্ডলীর কারণ প্রায়শ্চিত্ত করিবে ; তাহাতে তাহাদের প্রতি ক্ষম হইবে, কেননা তাহা অজ্ঞাতসার পাপ, এবং তাহারা সেই অজ্ঞাতসার পাপ প্রযুক্ত পরমেশ্বরের উদ্দেশে আপনাদের উপহার অথাৎ অগ্নিকৃত উপহার ও প্রায়শ্চিন্তু বলি পরমেশ্বরের সম্মুখে আনিবে। তাহাতে ইস্রায়েল বংশের ২১ সমস্ত মণ্ডলীর প্রতি ও তোমাদের মধ্যে প্রবাসকারি বিদেশীয়দের প্রতি তাহার ক্ষম হইবে ; কেননা সকল লোক অজ্ঞাতসারে পাপ করিল। আর যদি কেহ অজ্ঞাতসারে পাপ করে, তবে ২৭ সে প্রায়শ্চিত্তার্থে একবর্ষীয় এক ছাগী আনিবে । এব^ যাজক পরমেশ্বরের সাক্ষাতে তাহার অজ্ঞাতসার ২৮ পাপ করণ প্রযুক্ত প্রায়শ্চিন্তু করিতে ঐ অজ্ঞাতসার পাপকারি লোকের জন্যে বলিদান করিবে ; তাহাতে তাহার পাপ ক্ষম হইবে। এবং ইসায়েল বংশজাত ২s লোকদের ও তাহাদের মধ্যে প্রবাসকারিদের অজ্ঞাত সার পাপকারির একই ব্যবস্থা হইবে। LLS BBSBBS BB BSBBS B BS S00S DDS DDSAS SBBSS S t SAAAAA AAAASASASS AAAAAA AAAA LSLgSBBS BB ADSDDS tAA SK BBSBgSgg ASASASA AAA

  • (ইকু নিবাস (ইবু) তুযি (ইবু) কোন পুণী ।