পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬ অধ্যায়।] ১৬ পরে মূসা কোরহকে কহিল,তুমি ও হারোণের সহিত তোমার দল সকল, তোমরা কল্য পরমেশ্বরের সম্মুখে ১৭ উপস্থিত হইবা। এবং তোমরা প্রত্যেক জন আপিন ২ ধুনাচি লইয়া ও তাহার উপরে ধুনা দিয়া পরমেশ্বরের সম্মুখে আপন ২ধুনাচি উপস্থিত করিও ; দুইশত পঞ্চাশ ধুনাচি উপস্থিত করিও,এবং তুমি ও হারোণ প্রত্যেক জন ১৮ আপন ২ধুনাচি লইও। পরে তাহারা প্রত্যেকে আপন ২ ধূনাচি লইল ; এবং তাহার মধ্যে অগ্নি দিয়া ও ধূনা রাখিয়া মূসার ও হারোণের সহিত মণ্ডলীর আবাস১৯ দ্বারে দাড়াইল। এবং কোরাহ মণ্ডলীর আবাসদ্ব্যর নিকটে তাহদের * প্রতিকুলে সমস্ত মণ্ডলীকে একত্র করিল ; তখন সমস্ত মণ্ডলীর সাক্ষাতে পরমেশ্বরের তেজ প্রকাশ পাইল । পরে পরমেশ্বর মূসাকে ও হারোণকে কহিলেন, ২১ তোমরা এই মণ্ডলীর মধ্যহইতে পৃথক হও ; তাহাতে ২২ আমি তাহাদিগকে এক নিমিষে বিনষ্ট করি। তাহাতে তাহারা উবুড় হইয়া পড়িয়া কহিল, হে ঈশ্বর, হে সমস্ত দেহির ঈশ্বর, এক জন পাপ করিলে কি তোমার ক্রোধ সমস্ত মণ্ডলীর উপরে প্রডবলিত হইবে ? ২৩ তখন পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি মণ্ডলীকে ২৪ কহ, তোমরা কোরহের ও দাথনের ও আবীরামের ২৫ শিবিরের সমীপহইতে উঠিয়া যাও। তাহাতে মূসা উঠিয়া দার্থনের ও আবীরামের নিকটে গেল, এবথ ইসুয়েল বংশের প্রাচীনগণ তাহার পশ্চাৎ গেল। ২ ও পরে সে মণ্ডলীকে কহিল, আমি বিনয় করি, তোমরা এই দুষ্ট লোকদের সমূহ পাপেতে যেন বিনষ্ট না হও, এই জন্যে তাহাদের শিবিরের নিকটহইতে উঠিয়া যাও ২৭ ও তাহদের কিছুই সপশ করিও না। তাহাতে তাহার কোরহের ও দাথনের ও আবীরামের শিবিরের নিকটহইতে চতুদিগে উঠিয়া গেল, এবং দাথন ও আবীরাম বাহির হইয়া আপন ২ স্ত্রী ও পুত্ৰগণ ও শিশুগণের সহিত আপন ২ শিবিরদ্ধারে দাড়াইয়। রহিল। ২৮ পরে মূসা কহিল, পরমেশ্বর এই সমস্ত কাৰ্য্য করিতে আমাকে পাঠাইলেন ; আমি আপন অভিমতে ইহা ২৯ করি নাই ; তাহা ইহাতেই জানিতে পারিবা। যদ্যপি এই মনুষ্যেরা সাধারণ লোকদের ন্যায় মরে, কিম্বা সকল লোকের ঘটনানুসারে এই লোকের প্রতি ৩০ ঘটে, তবে পরমেশ্বর অামাকে পাঠাইলেন না । কিন্তু পরমেশ্বর যদি অদ্ভূত কর্মী করেন,এবং পৃথিবী আপন মুখ বিস্তার করিয়া তাহাদিগকে ও তাঁহাদের সৰ্ব্বস্বকে গ্রাস করে, ও তাহারা জীবৎ থাকিতে কবর প্রাপ্ত হয়, তবে এই মনুষ্যেরা যে পরমেশ্বরকে অবজ্ঞ করিয়াছে, তাহা তোমরা জানিতে পারিব । ২ e গণনাপুস্তক। 38) পরে মূসার এই সমস্ত কথা সমাপ্ত হইবামাত্র ৩১ তাহাদের অধোভূমি বিদীর্ণ হইল। এবং পৃথিবী ৩২ আপন মুখ বিস্তার করিয়া তাহাদিগকে ও তাহাদের পরিজনগণকে ও কোরহের সমস্ত লোককে ও তাঁহাদের সকল সম্পত্তি গ্রাস করিল। তাহাতে তাহারা ও তাঁহা- ৩৩ দের তাবৎ পরিবার লোক জীবৎ থাকিতে কবরপ্রাপ্ত হইল, ও পৃথিবী তাহীদের উপরে চাপিয়া পড়িল ; তাহাতে তাহারা মণ্ডলীর মধ্য হইতে বিনষ্ট হইল। এবং ৩৪ তাহাদের রবেতে তাহাদের চতুদিকস্থিত সমস্ত ইস্রায়েল বংশ পলায়ন করিল, কেননা কহিল, কি জানি যদি পৃথিবী আমাদিগকেও গ্রাস করে। পরে পর- ৩৫ মেশ্বরহইতে অগ্নি নিগত হইয়া ধূপ নিবেদনকারি ঐ দুই শত পঞ্চাশ লোককে দগ্ধ করিল। পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি হারোণের ৩s পুত্র ইলিয়াসর যাজককে কহ, সে অগ্নিহইতে ঐ সকল ৩, ধূনাচি গ্রহণ করুক, এবং তাহার অগ্নি সেই স্থানে ছড়াউক, কেননা সে সকলি পবিত্র। এবং যে পাপি লোকের ৩৮ আপন ২ প্রাণের প্রতিকূলে পাপ করিল, তাহাদের ধূনাচি সকল লইয়া লোকেরা বেদি আচ্ছাদনাথে প্রশস্ত পত্র করুক, কেননা তাহারা পরমেশ্বরের উদ্দেশে সে সকল নিবেদন করিয়াছে ; অতএব সে সকলি পবিত্র, এবং ইস্রায়েল বংশের চিহ্ন স্বরূপ হইবে। তাহাতে ৩৯ হারোৎ বংশ ব্যতিরেক অন্য কোন মনুষ্য মূসার প্রতি পরমেশ্বরের আজ্ঞানুসারে যেন পরমেশ্বরের সম্মুখে ধূপ উৎসগ করিতে নিকটে না যায়,এবং কোরহের ও ৪০ তাহার দলের মত না হয়, এই নিমিত্তে দগ্ধ লোকেরা যে ২ পিত্তলের ধূনাচিতে উৎসর্গ করিয়াছিল, সে সকলকে ইস্রায়েল বংশের স্মরণাথে ইলিয়াসর যাজক গ্রহণ করিয়া বেদি আচ্ছাদন করিতে প্রশস্ত পত্র করিল। তথাপি পরদিনে ইস্রায়েল বংশের সমস্ত মণ্ডলী ৪ ১ মূসার ও হারোণের প্রতিকুলে বচসা করিয়া কহিল, তোমরাই পরমেশ্বরের লোকদিগকে বিনষ্ট করিল। পরে মণ্ডলী মূসার ও হারোণের প্রতিকুলে একত্র হইয়া ৪২ মণ্ডলীর আবাসের প্রতি দৃষ্টি করিলে মেঘ তাহ আচ্ছাদন করিল, এবথ পরমেশ্বরের তেজ প্রকাশ পাইল । তখন মূসা ও হারোণ মণ্ডলীর আবাসের ৪৩ দ্বারের সম্মুখে উপস্থিত হইল। পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, তোমরা এই ৪৪ মণ্ডলীর মধ্য হইতে উঠিয় যাও, তাহাতে আমি এক ৪৫ নিমিষে তাহাদিগকে বিনষ্ট করিব ; তখন তাহার উবুড় হইয়া পড়িল । অপর মুসা হারোণকে কহিল, তুমি ধূনাচি লও, ৪ ও [*] is 8;3 oil—[x;,]* *s, sel BBB S BB BBSBSS00 BBS BB BBB BBSBB BS SSBBBLSSSBBBSS00 LL SBBS B BBS BBSBBS BB BSBBS BS SSS DDSDDAgBB BBS gggS ggSggS ggg B BA gg S 00 BBSK DSDD SAKKS0SASAASAAASSS S SS00 ggSggSgSgSS g DDS DDS DD LL * (বা) মুসার ও হারোণের। 1 (ব) নুতন বিষয় সৃষ্টি।