পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ অধ্যায়।] - ৮ অপর পরমেশ্বর হারোকে কহিলেন, দেখ, ইসায়েল বংশের সমস্ত পবিত্রীকৃত দ্রব্যহইতে নীত আমার উত্তোলনীয় নৈবেদ্যের ভার আমি তোমাকে দিলাম; এবং তোমার অভিষেক প্রযুক্ত আমি তোমাকে ও তোমীর সন্তানগণকে নিত্য বিধিতে সে সকল দিলাম। এবং অগ্নিকৃত দ্রব্যহইতে অবশিষ্ট অতি পবিত্র বস্তুর মধ্যে ইহা তোমার হইবে ; বিশেষতঃ আমার উদ্দেশে নিবেদিত তাহীদের প্রত্যেক উপহার,অর্থাৎ প্রত্যেক নৈবেদ্য ও প্রত্যেক প্রায়শ্চিন্তু বলি ও দোষার্থে বলি তোমার ও তোমার প্রত্ৰগণের প্রতি আতি পবিত্র হইবে। তুমি তাহা অতি পবিত্র স্থানে ভক্ষণ করিব,ও প্রত্যেক পুরুষ তাহা ভক্ষণ করিলে, ও তাহ তোমার প্রতি পবিত্র হইবে । এবং আমি ইস্রায়েল বংশের সমস্ত আন্দোলনীয় নৈবেদ্যের সহিত তাহাদের দানের উত্তোলনীয় নৈবেদ্য তোমাকে ও তোমার সহিত তোমার পুত্ৰগণকে ও তোমার কন্যাগণকে নিত্য বিধিমতে দিয়াছি ; সে সকল তোমার হইবে, এবং তোমার গৃহের প্রত্যেক শুচি লোক তাহা ভক্ষণ করিবে । তাহারা পরমেশ্বরের উদ্দেশে যে সকল উত্তম তৈল ও উত্তম দ্রাক্ষারস ও গোম ও প্রথমজাত ফল উৎসগ করে, তাহা আমি তোমাকে দিলাম। এবং দেশেতে যে প্রথম পক্ক ফল পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত হয়, তাহা তোমার হইবে, ও তোমার গৃহের সকল শুচি লোক তাহ ভক্ষণ করবে। এবং ইসুয়েল বংশের নিবেদিত সমস্ত বস্তু তোমার হইবে। আর মনুষ্য কিম্বা পশুদের মধ্যহইতে পরমেশ্বরের উদ্দেশে তাহাদের কতৃক আনীত প্রথমজাত সমস্ত প্রাণী তোমারি হইবে ; কিন্তু মনুষ্যের প্রথমজাতকে তুমি অবশ্য মুক্ত করিব, এবং অশুচি পশুর প্রথমজাতকেও মুক্ত করিব । এবং এক মাস বয়স্ক অবধি মোচনীয় সকলকে তোমার নিরূপিত মূল্যেতে বিংশতি গের পরিমিত পবিত্র স্থানের শেকলনুসারে পাঁচ শেকল রুপাতে মুক্ত করিব। কিন্তু গোরুর প্রথমজাতকে কিম্বা মেষের প্রথমজাতকে কিম্বা ছাগলের প্রথমজাতকে তুমি মুক্ত করিব না, তাহারাই পবিত্র; তাহাদের রক্ত বেদির উপরে প্রোক্ষণ করিবা, এবং পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত সুগন্ধি উপহারের ১৮ নিমিত্তে তাহীদের মেদ দগ্ধ করিব। এবথ আন্দো লনীয় বক্ষ ও দক্ষিণ স্কন্ধ যেমন তোমার, তেমনি ১৯ তাহাদের মাংস তোমারি হইবে । এবং ইসায়েল বxশ পবিত্র বস্তুর মধ্যে যে সমস্ত উত্তোলনীয় নৈবেদ্য পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করে, সে সকল আমি তোমাকে ও তোমার সহিত তোমার পুত্ৰগণকে ও তো > - e. - 8 - e.

  • *

> * 히ণনাপুস্তক l 38-9 মাৱ কন্যাগণকে নিত্য বিধিমতে দিলাম ; পরমেশ্বরের সাক্ষাতে তোমার ও তোমার ব^শের সহিত এই এক স্থির নিয়ম আছে । পরে পরমেশ্বর হারোণকে কহিলেন, তাহদের ২ = দেশে তোমার কোন অধিকার থাকিবে না,ও তাহাদের মধ্যে তোমার কোন অংশ থাকিবে না, ইস্রায়েল ২শের মধ্যে আমিই তোমার অংশ ও অধিকার। দেখ, সেবা অর্থাৎ মণ্ডলীর আবাসের সেবা প্রযুক্ত ২১ অামি লেবির বংশকে অধিকারার্থে ইস্রায়েল বংশের তাবৎ দশমাংশ দিলাম। আর ইস্রায়েল বখশ যেন ২২ পাপ ভোগ করিয়া না মরে ; এই জন্যে এই অবধি তাহারা মণ্ডলীর আবাসের নিকটবর্তী না হউক। কিন্তু লেীয় লোকের মণ্ডলীর অাবাসের সেবা করিবে, ২৩ এবং তাহারা আপনাদের অপরাধ ভোগ করিবে, এবং তাহারা ইস্রায়েল বংশের মধ্যে কোন অধিকার পাইবে না; ইহা তোমাদের পুরুষানুক্রমে নিত্য বিধি হইবে। কিন্তু ইস্রায়েল বংশ পরমেশ্বরের ২৪ উদ্দেশে যে উত্তোলনীয় নৈবেদ্য উৎসগ করিবে, তাহাদের সেই দশমাংশ অামি লেবীয়দিগকে অধিকারার্থে দিলাম ; অতএব আমি তাহাদিগকে কহিলাম, ইস্রায়েল বথ শের মধ্যে তাঁহার কোন অধিকার পাইবে না । অপর পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি লেৰীয়- ২৫ দিগকে কহিবা ও তাহাদিগকে এই কথা বলিব, আমি ২৬ তোমাদের অধিকারার্থে ইস্রায়েল বখশহইতে যে দশমাংশ তোমাদিগকে দিলাম, তাহ যখন তোমরা তাহাদের হইতে গ্রহণ করিবা, তৎকালে তোমরা সেই দশমাংশের দশমাংশ উত্তোলনীয় নৈবেদ্য পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করিব । তোমাদের প্রতি এই উত্তোলনীয় নৈবেদ্য মদনস্থানের শস্যের ন্যায় ও দুাক্ষাঘন্ত্রের পূর্ণতার ন্যায় গণ্য হইবে। এইরূপ তোমরা ইস্রায়েল বংশহইতে যে দশমাংশ গ্রহণ কর, তাহাহইতে এক উত্তোলনীয় নৈবেদ্য পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করিবা, এবং তাছাহইতে এক উত্তোলনীয় নৈবেদ্য পরমেশ্বরের জন্যে হারোণ যাজককে দিবা । তোমাদের সমস্ত দানের মধ্যে যে ২ বস্তু উত্তমঞ্চ ও পবিত্র, তাহাহইতে তোমরা পরমেশ্বরের উদ্দেশে সমস্ত উত্তোলনীয় নৈবেদ্য নিবেদন করিব। অতএব তুমি তাহাদিগকে কহিবা, তোমরা যখন উত্তম বস্তু * হইতে উত্তোলনীয় নৈবেদ্য নিবেদন কর, তৎকালে তাহ মদনস্থানের পূর্ণতানুসারে ও দ্রাক্ষাযন্ত্রের পূর্ণতানুসারে লেবীয়দের প্রতি গণিত হইবে। এব^ তোমরা ও তোমাদের পরিজনগণ তাহা সৰ্ব্বত্র ভক্ষণ করিবা ; S 0 SS 0 SS BSBBSBS LS BSBBB S S0SJSSa BBS BBSBBS BB SAS SSASAS SS SS L S0SS0SSBB BBSBSS BB BBBBSAgSAe DDD LLLSLSSSSS0B BBS هwll--]د -ه دwن[ui ه د - د د ;ه دicaH ي ; , ه, BBSBS LS BSBBB SBBB S BB LLSLLLS BBSBBS BB S BB BAAA AAAA SAAAAAA L [২১]লে ২৭ ; ৩০ ৷ ইকু • SSS SBBSBB SAgSgS S 0SSS LSLSSS0SSSMSSS0SSBB SATT *(ইবু) যেদ বা সার।