পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y88 কেননা তাহ মণ্ডলীর অাবাসে তোমাদের সেবা নিমিত্তক ৩২ বেতন হয়। এবং সেই উত্তম * বস্তুহইতে নৈবেদ্য উৎসর্গ করিলে তৎপ্রযুক্ত কোন পাপের ফল ভোগ করিব না; এবং তোমরা যেন না মর, এই জন্যে ইসুয়েল বংশের পবিত্র বস্তু অপবিত্র করিব না। ১৯ অধ্যায় । ৯ রক্তবর্ণ গে। ভস্ম দ্বার। পবিত্র জল প্রস্তুত করণ, ১১ ও পরিজনের ব্যৰহণরের ব্যবস্থা । ১ পরে পরমেশ্বর মূসাকে ও হারোণকে কহিলেন, পর২ মেশ্বর এই ব্যবস্থার বিধি আজ্ঞা করিলেন, ইসু'য়েল বংশকে কহ, তাহারা নির্দোষ ও নিষকলঙ্ক ও র্মোয়ালি বহন করে নাই, এমত এক রক্ত বর্ণ গো তো৩ মার নিকটে আনুক। তোমরা সেই গোরু ইলিয়াসর যাজককে দিবা, এবং সে তাহাকে শিবিরের বাহিরে আনিবে, এবং আপনার সম্মুখে তাহাকে বলিদান করাইবে। পরে ইলিয়াসর যাজক আপন অঙ্গুলিদ্বারা তাহার কিঞ্চিৎ রক্ত লইয়া মণ্ডলীর আবাসের সম্মুখে তাহ সাত বার প্রক্ষেপ করবে। এবং তাহার দৃষ্টিতে সেই গোরু দগ্ধ হইবে, অর্থাৎ তাহার গোময়ের সহিত ও চর্ম ও মাংস ও রক্ত দগ্ধ হইবে। এবং যাজক এর স্ কাষ্ঠ ও এসোব ও সিন্দূরবর্ণ লোম লইয়া ঐ গোদাহের ৭ অগ্নিমধ্যে ফেলিয়া দিবে। পরে যাজক আপন বস্ত্র ধৌত করিবে ও শরীরকে জলেতে স্নান করাইবে ; পরে | শিবিরে প্রবেশ করিবে; তথাপি যাজক সন্ধ্যাকাল ৮ পৰ্য্যন্ত অশুচি থাকিবে । এবং যে জন তাহাকে দগ্ধ করিবে, সেও আপন বস্ত্র জলে ধৌত করিবে,ও শরীরকে জলে স্নান করাইবে; তথাপি সন্ধ্যা পৰ্য্যন্ত অশুচি ২ থাকিবে। এবং কোন শুচি লোক ঐ গোভস্ম একত্র করিয়া শিবিরের বাহিরে শুচি স্থানে রাখিবে, এবথ শুচিকারি জলার্থে তাহা ইসুয়েল বংশের কারণ রাখা ১০ য়াইবে ; তাহ পাপ পরিষ্ণকারক হয় । এবং যে কেহ ঐ গোভস্ম একত্র করে, সে আপন বস্ত্র ধৌত করিবে ; তথাপি সন্ধ্যাকাল পর্য্যন্ত অশুচি থাকিবে, এবথ তাহা ইস্রায়েল বংশের প্রতি ও তাঁহাদের মধ্যে প্রবাসকারি বিদেশির প্রতি নিত্য বিধি হইবে। আর যে কেহ কোন মনুষ্যের । শব সপশ করে, সে ১২ সাত দিবস অশুচি হইবে। সে তৃতীয় দিনে তাহাদ্বারা আপনাকে পরিষকার করিবে,এবং সপ্তম দিনে সে শুচি হইবে ; কিন্তু যদি তৃতীয় দিনে আপনাকে পরিষ্কার ১৩ না করে,তবে সপ্তম দিনে সে শুচি হইবে না। আর যে কেহ কোন মৃত মনুষ্যের শব সপশ করিয়া আপনাকে > → গণনাপুস্তক l [১৯,২০ অধ্যায় পরিষকার না করে, সে পরমেশ্বরের আবাস অশুচি করে, সে ইস্রায়েল বংশের মধ্যহইতে উচ্ছিন্ন হইবে ; কেননা তাহার উপরে পরিষকার করণের জল প্রক্ষিপ্ত হয় নাই, এই নিমিত্তে সে অশুচি হইবে ; তাহার অন্তচিতা তাহাতে থাকিবে। আর মনুষ্য শিবিরের মধ্যে ১৪ মরিলে তাহার এই ব্যবস্থা ; সেই শিবিরে প্রবেশকারি সকল লোক এবং সেই শিবিরস্থ তাবৎ বস্তু সাত দিবস অশুচি হইবে। এবং ঢাকনি অনাবৃত সমস্ত পত্রিই * অশুচি হইবে। এবং যে কেহ ক্ষেত্রে খড়েগ হত ১৬ কোন কাহাকে কিম্বা কোন শব কিম্বা মনুষ্যের অস্থি কিম্বা কবর সপশ করে, সে সাত দিবস অশুচি হইবে। এবং পাপ পরিষ্ণকার করণার্থে যে গো দগ্ধ হইল, ১৭ তাহার কিঞ্চিৎ ভস্ম লইয়া পাত্রে করিয়া তাহার উপরে উনুইর জল দিবে। পরে শুচি এক মনুষ্য শ শ এসোব লইয়া জলে মগ্ন করিয়া ঐ শিবিরের উপরে,ও সমস্ত পাত্রের উপরে, ও সেই স্থানের সকল লোকের উপরে, এবং অস্থি কিম্বা হত কিম্বা মৃত কিম্বা কবর সপশকারির উপরে তাহ প্রক্ষেপ করবে। এবং ঐ শুচি ১২ লোক তৃতীয় দিবসে ও সপ্তম দিবসে অশুচির উপরে প্রক্ষেপ করিবে ; পরে সপ্তম দিবসে সে আপনাকে পরিষকার করিবে, এবং আপন বস্ত্র ধৌত করিবে ও জলেতে স্নান করিবে; পরে সন্ধ্যাকালে শুচি হইবে। কিন্তু যে মনুষ্য অশুচি হইয়া আপনাকে পরিষ্কার না ২৭ করে, সে মণ্ডলীর মধ্যহইতে উচ্ছিন্ন হইবে, কেননা সে পরমেশ্বরের পবিত্র স্থান অশুচি করিল ; যাহার উপরে শুচি করণের জল প্রক্ষিপ্ত হয় নাই, সেই অশুচি। তাহাঁদের প্রতি ইহা নিত্য বিধি হইবে ; এবং যে ২১ কেহ শুচি করণের জল প্রক্ষেপ করে, সে আপন বস্ত্র ধৌত করিবে ; ও যে জন শুচি করণের জল সপশ করে, সেও সন্ধ্যা পৰ্য্যন্ত অশুচি থাকিবে। এবং অশুচি ২২ লোক যাহা সপশ করে, তাহ অশুচি হইবে ; এবং যে প্রাণী তাহা সপশ করে, সেও সন্ধ্য পৰ্য্যন্ত অশুচি থাকিবে। ২০ অধ্যায়। ১ যরিয়যের মৃত্যু ২ ও ইদুয়েল বংশের বচন, ৭ ও মূসার দণ্ডদ্বারা পৰ্বতকে আীঘাত করণে জল নির্ণত হওন ও মূসার ও হীরোণের পুতি পরমেশ্বরের অসন্তোষ, ১৪ ও ইদেণয় দেশ দিয়া যাইতে মূসার পুথিনা, ২২ ও হের পর্বতে হণরেগণের অণপন পদ পুত্রকে দেওন ও মৃত্যু। অপর ইসায়েল বংশ অর্থাৎ সমস্ত মণ্ডলী প্রথম মাসে ঃ সীন প্রান্তরে উপস্থিত হইল, ও লোকের কাদেশে BB BBBBS BSBBSBS S BBBSBBeS eeA SK B DD 00S00S BB BBSS S B S rt [৩-৫] লে ৪; ২০, ২ ১ । ১৬; ২৭ ৷ ইবু AAAAS SAAAAASB SSS000SS LLS00S S0S DB BBS : ۰ - ۵۹ll-]داوود ع[ ه SAMS B BBS SS00S S LSS S SSAAAASA SSASAS SS SS0 DDD S0S 0S0S #3 s : * v- all-[ss]+ sa BB BBS LS BSBBB S 00 S BBSSAAAAS S B S S BBS BBS AASAA S [২০ অব্য]গ ১৩, ২৬ । ১৪; ২৫,৩৩,৩৪ । দ্বি ১ ; ৪৬। ২; ১-৩ গ ৩e; ২৮-৩১ it=[১]গ ৩৩, ৩৬,৩৮। প ২৮ । যা ১০, ২৯ ।

>

(ইত্ৰ) যেদ বা সার i + (ইবু) মনুষ্যের যব্যে কোন পুথির (ইব্র) স্কুলী ।