পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R গ্রাম্য ও বন্য পশুগণের ও তাবৎ পৃথিবীর এবং ভূমি ২৭ স্থিত উরোগামি প্রাণিবগের উপরে কর্তৃতা করিবে। পরে ঈশ্বর আপন প্রতিমূৰ্ত্তিতে মনুষ্যের সৃষ্টি করিলেন ঈশ্বরের প্রতিমূৰ্ত্তিতেই তাহার সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী ২৮ করিয়া তাহাদিগের সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর তাহাদিগকে এই আশীৰ্ব্বাদ করিলেন, তোমরা প্রজাবন্ত ও বছবংশ হও, এবং পৃথিবীকে পরিপূর্ণ করিয়া বশী ভূত কর, এবং জলচর মৎস্যগণ ও খেচর পক্ষিগণ ও ভূমিস্থ উরোগামি জন্তগণের উপরে কর্তৃক্ত কর। ঈশ্বর আরো কহিলেন, দেখ, পৃথিবীস্থ তাবৎ সবীজ ওষধি ও তাবৎ সবীজ ফলদারি বৃক্ষ তোমাদের আহা৩০ রাৰ্থে দিলাম। এবং বন্য পশু ও খেচর পক্ষী ও ভূমিস্থ সজীব উরোগামি জন্তু, এই সকলের আহারার্থে তাবৎ ৩১ হরিদ ওষধি দিলাম; তাহাতে সেই মত হইল। পরে ঈশ্বর আপন সৃষ্ট বস্তু সকলের প্রতি দৃষ্টি করিলে সকলকেই উত্তম দেখিলেন। এবণ সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে ষষ্ঠ দিবস হইল। ২ অধ্যায়। ১ বিশুীযবারের নিকপণ, ৪ ও সৃষ্টির বৃত্তান্ত,৭ ও এদলু ওদ্যান পুস্তুত করন, ১৫ ও অtহীর যব্যে যনুষ্য স্থাপন, ১৮ ওস্ত্রীর সৃষ্টির বৃত্তান্ত । • এই রূপে আকাশের ও পৃথিবীর এবং তদুভয়স্থ সমস্ত ২ বস্তুর সৃষ্টি সাঙ্গ হইল। পরে সপ্তম দিনে ঈশ্বর অপেন কৃত কর্ম সমাপ্ত করিয়া আপন কৃত কাৰ্য্যহইতে বিশ্রাম ৩ করিলেন। এবং ঐ দিন সমস্ত সৃষ্ট ও কৃত কাৰ্য্যহইতে বিশ্রামের দিন হওয়াতে ঈশ্বর আশীৰ্ব্বাদ করিয়া ঐ সপ্তম দিনকে পবিত্র করিলেন। সৃষ্টি কালে আকাশের ও পৃথিবীর এই বিবরণ। যে সময়ে প্রভু পরমেশ্বর পৃথিবীর ও আকাশের সৃষ্টি করিলেন, সেই সময়ে ক্ষেত্রে কোন তৃণ ছিল না, ও ক্ষেত্রে কোন ওষধি ছিল না ; কেননা প্রভু পরমেশ্বর পৃথিবীতে বৃষ্টি করাইতেন না, ও কৃষি কর্ম করিতে ও মনুষ্য ছিল না। কিন্তু পৃথিবীহইতে কুজরাটিক1উঠিয়া তাবৎ ভূমিকে জলাভিষিক্ত করিত। ৭ অপর পরমেশ্বর মৃত্তিকাদ্বারা মনুষ্য নির্মাণ করিয়া তাহার নাসারন্থে প্রাণবায়ু প্রবেশ করাইলে সে সজীব ৮ প্রাণী হইল। পরে প্রভূ পরমেশ্বর পূৰ্ব্বদিকস্থিত এদন নামক দেশে এক উদ্যান প্রস্তুত করিয়া সেই স্থানে ৯ আপন সৃষ্ট ঐ মনুষ্যকে রাখিলেন। এবং প্রভু পরমেশ্বর সেই উদ্যানের মধ্যস্থানে অমৃত বৃক্ষ ও সদসৎ জ্ঞানদায়ক বৃক্ষ ও ভূমিতে প্রত্যেক জাতীয় সুদৃশ্য ও ১° সুখাদ্য বৃক্ষ উৎপন্ন করিলেন। এবং উদ্যানে জল z - আদিপুস্তক l [২,৩ অধ্যায় । সেচন করণার্থে এদন হইতে এক নদী নিগর্ত হইয় ভিন্ন ২ চতুর্মুখ হইয়া গমন করিল। তাহার পশোন ১১ নামক প্রথম নদী স্বর্ণোৎপাদক হবলা দেশসমূহকে বেষ্টন করিয়া গেল। ঐ দেশের স্বর্ণ অতি উত্তম, এবং ১২ সেই স্থানে রতন ও বৈদুর্ঘ্য ; মণি জন্মে। এবং তাহার ১৩ গীহোন নামক দ্বিতীয় নদী সমস্ত কুশ দেশ বেষ্টন করিয়া গেল। এবং তাহার হিদেকল নামক তৃতীয় ১৪ নদী অশুরিয়া দেশের পূৰ্ব্বদিক দিয়া গমন করিল। এবং তাহার চতুর্থ নদীর নাম ফরাৎ। পরে প্রভূ পরমেশ্বর আদমকে লইয়া ঐ উদ্যানের কর্ম ১৫ ও তাহার রক্ষা করিতে নিযুক্ত করিলেন। এবং প্রভু পর- ১৬ মেশ্বর তাহাকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ৎ ভোজন করিও; কিন্ড সদসৎ ১৭ জ্ঞানদায়ক বৃক্ষের ফল ভোজন করিও না, কেননা যে দিনে তাহা করিবা, সেই দিনে নিতান্ত | মরিব1। অনন্তর প্রভূ পরমেশ্বর কহিলেন, একাকী থাকা মনু- ১৮ ষ্যের বিহিত নয়, আমি তাহার উপযুক্ত এক সহকারী নিৰ্ম্মাণ করিব। প্রভু পরমেশ্বর কর্তৃক মৃত্তিক নির্মিত বন- ১৭ পশু ও খেচর পক্ষিগণের কি নাম আদম রাখিবে, তাহা জানিতে যে সময়ে ঈশ্বর তাবৎ প্রাণিকে তাহার নিকটে আনিলেন, তৎকালে সে যাহার যে নাম রাখিল, তাহার সেই নাম হইল। কিন্তু আদৰ্ম্ম যে পশুদের ও খেচর ২ • পক্ষিদের ও বন পশুদের নাম রাখিল, তাহাদের মধ্যে আদমের উপযুক্ত এক সহকারী প্রাপ্ত হইল না। অন- ২১ ন্তর প্রভু পরমেশ্বর আদমকে ঘোর নিদ্রিত করিয়া সেই নিদ্র সময়ে তাহার এক পঞ্জর লইয়া মাৎসদ্ধারা সেই ক্ষতস্থান পূরাইলেন এবং প্রভুপরমেশ্বর কর্তৃক আদম ২২ হইতে নীত যে পঞ্জর, তদদ্বারা এক স্ত্রী নির্মাণ করিয়া তাহাকে আদমের নিকটে আনিলেন। তখন আদম ২৩ কহিল,এ আমার অস্থির অস্থি ও মাংসের মাংস; এবং এ স্ত্রী নরহইতে জন্মিয়াছে,এই নিমিত্তে ইহার নাম নারী রাখিতে হইবে। এবং মনুষ্য আপন পিতা মাতাকে ২৪ ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, এবং সে দুই জন একাঙ্গ হইবে। ঐ সময়ে আদিম ও তাহার স্ত্রী ২৫ উভয়ে উলঙ্গ থাকিলেও তাহাদের লজ্জা বোধ ছিল না। ৩ অধ্যায় । ১ সপের থলত, ৮ এ তদদ্ধারণ যনুষ্যদের পতন, ১৪ ও সপকে শাপ দেওন, ১৬ ও নারী ও পুরুষকে শাপ দেওন, ২২ ও তাহাদিগকে বস্ত্ৰ দিয়া ওদ্যানহইতে দূর করণ। প্রভু পরমেশ্বরের সৃষ্ট ভূচর জন্তুদের মধ্যে সপ অতি- , শয় গল ছিল। সে ঐ নারীকে কহিল,ওগো,এই উদ্যানের AAAAAA LLSAAAAS0 SB SSS0SSSS 0 0 SB B BB BBB SSSSSS SS L ;ه د د 1 ہے ۔ یہ ;sh w [طہ ] [ং অব্যঃং) যা ২০, ১১ ই ৪, ৪ it—[৫] অ’ ৭; ১১u—[৭] গী ১০৩; ১৪ । ১ ক ১৫; ৪৫-৪৭ it—[৯] যিহি ৩১; ৯, ১৬, ১৮ ৷৷ Y S 000 S 00 S S B S S BB BS BBS BBS B BS BB S BS BBB BBS BB BBS BBB BB BB BBBS SBS S BB BS SSMSSS0SSSS SSSSSS BBB BB S S BBBBS ggSgS S 0 যা ১০; ৭, ৮ i ১ ক ৬; ১৬ । ইত্রে ৫; ৩১ ৷৷

  • (ইব) সৈন্য (ব) সুেতি (ব) গুলগুলু ।

$ (ইস্ত্র) থাইয়া থাও (ইবু) যরিয়া মরিব ।