পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ অধ্যায় ] তাহার দেশ অধিকার করিল; কারণ অস্মোনের সন্তান২৪ দের সীমা দৃঢ় ছিল। এই রূপে ইস্রায়েল বংশ ঐ সমস্ত নগর হস্তগত করিয়া ইমোরীয়দের সমস্ত নগরে ং ৩ ও হিষবোনে ও তাছার সমস্ত নগরে বাস করিল। ঐ হিষবোন ইমোরীয়দের রাজা সহোনের নগর ছিল ; ঐ সহোন মোয়াবের পূর্ব রাজার প্রতিকুলে যুদ্ধ করিয়া অর্ণোন পৰ্য্যন্ত তাহার সমস্ত দেশ তাহার হস্তং ন হইতে লইয়াছিল। এই জন্যে কবিগণ কহে, হিষ্ণুবোনে । আইস, সহোনের নগর পুনৰ্ব্বার নির্মাণ ও প্রস্তুত ২৮ করি। কেননা হিষবোন হইতে অগ্নি ও সহোনের নগৱহইতে অগ্নিশিখা নিৰ্গত হইয়া মোয়াবের আর ২২ নগর ও অর্ণোনস্থ উচ্চস্থানের দেবগণকে দগ্ধ করিল। হে মোয়াব, তোমার সন্তাপ হইল ; ও হে কিমোশের লোক, তোমরা বিনষ্ট হইল ; সে ইমোরীয় রাজা সহোনের কাছে আপন পলায়মান পুত্ৰগণকে ও ও• বন্দী কন্যাগণকে সমপণ করিল ; এবং আমরা বাণদ্বারা তাহাদিগকে মারিলে হিষবোন দীবোন পৰ্য্যন্ত বিনষ্ট হইল, ও আমরা মেদিবাস্থিত নোফহ পৰ্য্যন্ত সকলকে উচ্ছিন্ন করিলাম। এই রূপে ইস্রায়েল বংশ ইমোরীয় দেশে বাস করিতে ৩২ লাগিল। পরে মূসা যাসের নগর অনুসন্ধান করিতে লোক প্রেরণ করিলে তাহারা তাহার নগর সকল হস্তগত করিয়া সেই স্থানস্থিত ইমোরীয়দিগকে দূর করিল। পরে তাহারা ফিরিয়া বাশনের পথ দিয়া গমন করিল ; তাহাতে বাশনের রাজা ওগ ও তাহার সমস্ত লোক বাহির হইয় তাহীদের প্রতিকুলে যুদ্ধ করিতে ও ইদ্রিরীতে গমন করিল। তখন পরমেশ্বর মূসাকে কহি- | লেন, তুমি ইহাতে ভীত হইও না, কেননা আমি তোমার হন্তে তাহাকে ও তাহার সকল লোককে ও তাহার দেশকে সমপণ করিব, এবং তুমি হিষ্ণুবোন বাসি ইমোরী য়দের রাজা সহোনের প্রতি যেমন করিলা, তাহার ৩৫ প্রতিও তদ্রুপ করিব । পরে যে পৰ্য্যন্ত তাহার কেহ অবশিষ্ট না থাকিল, তাবৎ তাহারা তাহাকে ও তাহার পুত্রগণকে ও তাহার লোকদিগকে আঘাত করিয়া তাহার দেশ অধিকার করিয়া লইল। ২২ অধ্যায়। ১ যোয়ীবের নিকটে ইসুয়েল বংশের যাত্রী করণ, ২ ও ৱিলিয়মের নিকটে বালাকের দূত পূেরণ, ১৫ ও দ্বিতীয় বার দূত পুেরণ ও বিলিয়যের যাত্রা, ২২ ও তাছার বিঘ্ন করুণাথে পরমেশ্বরের দূতের অগিয়ন, ৩৬ ও বিলিয়ুযুকে বালীকের অতিথি করণ । পরে ইস্রায়েল বংশ যাত্রা করিয়া ষিরীহে নিকটস্থিত যদনের ওপারে মোয়াবের প্রান্তরে শিবির স্থাপন করিল। NA E we we ΤΥΦ গণনা স্তক। X8% R ইসুয়েল বংশ ইমোরীয়দের প্রতি যে ২ ব্যবহার করিল, তাহা সিপেপারের পুত্র বালাক দেখিল। এবং তাহাদের লোকের বহুতল প্রযুক্ত মোয়াবের রাজা অতিশয় ভীত হইল, ও ইস্রায়েল বংশদ্বারা অতিশয় উদ্বিগ্ন হইল। পরে মোয়াবের রাজা মিদীয়নের প্রাচীনগণকে কহিল, যেমন গোরু সকল তৃণ গ্রাস করে, তেমনি এই সমূহ লোক আমাদের চতুৰ্দ্দিকস্থ সকলকে গ্রাস করিবে ; তৎকালে সিপেপারের পুত্র বালাক মোয়াবীয়দের রাজ ছিল। অতএব সে তাহার দেশীয়দের নদীর নিকটস্থ পিথোর নগরে বিয়োরের পুত্র বিলিয়মের নিকটে ইহা কহিয়া দূত প্রেরণ করিল, দেখ, যে সমূহ লোক মিসর হইতে বাহির হইয়া আসিয়াছে, তাহারা আমাদের দেশের মুখ *রোধ করিয়া আমার সম্মুখে আছে। অামি নিবেদন করি, ইহারা আমাহইতে বলবান ; অতএব এখন তুমি আসিয়া আমার নিমিত্তে এই লোকদিগকে অভিশাপ দেও, তাহাতে আমি জয়ী হইয়া তাহাদিগকে বধ করিতে ও দেশহইতে দূর করিতে পারিব ; কেননা তুমি যাহাকে আশীৰ্ব্বাদ কর, সে আশীৰ্ব্বাদপ্রাপ্ত হয়, ও যাহাকে শাপ দেও, সে অভিশপ্ত হয়, ইহা অামি জানি । পরে মোয়াবের ও মিদীয়নের প্রাচীন লোকেরা এই কর্মের পুরস্কার হস্তে লইয়া প্রস্থান করিল, এবং বিলিয়মের নিকটে উপস্থিত হইয়া বালাকের কথা তাহাকে কহিল। তাহাতে সে তাহাদিগকে উত্তর করিল, তোমরা আদ্য রাত্রিতে এই স্থানে প্রবাস কর; পরে পরমেশ্বর ঘাহা কহিবেন, তাহা আমি তোমাদিগকে কহিব ; তাহাতে মোয়াবের অধ্যক্ষগণ বিলিয়মের সহিত প্রবাস করিল। অপর ঈশ্বর বিলিয়মের নিকটে উপস্থিত হইয় তাহাকে কহিলেন, তোমার সঙ্গে এই লোকেরা কে? তাহাতে বিলিয়ম ১ • ঈশ্বরকে কহিল, মোয়াবের রাজা সিপেপারের পুত্ৰ বালাক ইহা কহিয়া অামার নিকটে লোক পাঠাইয়াছে ; দেখ, ষে সমূহ লোক নিসরদেশহইতে বাহির , , হইয়া আসিয়াছে, তাহারা আমার দেশের মুখরোধ করিয়াছে ; অতএব এখন তুমি আসিয়া আমার নিমিত্তে তাহাদিগকে শাপ দেও, তাহাতে আমি তাহাদিগকে পরাস্ত করিয়া বাহিরে দূর করিতে পারিব। তাহাতে ঈশ্বর বিলিয়মকে কহিলেন,তুমি তাহাদের সঙ্গে ১২ যাইও না, ও ঐ লোকদিগকে শাপ দিও না, কেননা তাহারা আশীৰ্ব্বাদপ্রাপ্ত হয়। পরে বিলিয়ম প্রাতঃ- ১৩ কালে উঠিয়া বালাকের অধ্যক্ষগণকে কহিল, তোমরা আপন দেশে যাও, কেননা তোমাদের সহিত আমার গমনেতে পরমেশ্বর অসমত অাছেন। তাহাতে মোয়া- ১ g বের অধ্যক্ষগণ উঠিয়া বালাকের নিকটে ষাইয়া কহিল, অামাদের সহিত আসিতে বিলিয়ম অসম্মত আছে।

be S B S S gg S ggS K AAAASAAA LLSSS BBS BB LLSBBSBB BBSS SDDSS SDDSJSgSg DS C SAe SeeS S S S ggSggg SB BBBSKKS B BBS BB BB BBSBSDD SB BBS LLL 米 (ইকু চম্পু !