পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X8!

  • পরে বালাক পুনৰ্ব্বার তাহাদিগহইতে অধিক ও ৪ অনেক সম্ভান্ত অধ্যক্ষগণকে প্রেরণ করিল। তাহাতে তাহারা বিলিয়মের নিকটে আসিয়া তাহাকে কহিল, fসপেপারের পুত্র বালাক এই কথা কহে, আমি নিবেদন করি, আমার নিকটে আসিতে তোমার কিছুই ১৭ বিঘ্ন না হউক। আমি তোমাকে অতিশয় সম্মানবিশিষ্ট করিব, এবং যাহা আজ্ঞা করিব, তাহাই করিব ; অতএব বিনয় করি, তুমি আসিয়া এই লোকদিগকে আমার ১৮ নিমিত্তে শাপ দেও। তাহাতে বিলিয়ম বালাকের দাসদিগকে উত্তর করিল, যদ্যপি বালাক রূপা ও স্বৰ্ণেতে পরিপূর্ণ আপন ভাণ্ডার অামাকে দেয়, তথাপি নূ্যনাধিক করণে আমি আপন প্রভূ পরমেশ্বরের আজ্ঞা ১৯ লঙঘন করিতে পারিব না। এই ক্ষণে নিবেদন করি, তোমরা এই রাত্রিতে এই স্থানে প্রবাস কর, পরমেশ্বর আমাকে আর যাহা কহিবেন, তাহাও আমি ২০ জানাইব। পরে ঈশ্বর রাত্রিন্তে বিলিয়মের নিকটে উপস্থিত হইয়া তাহাকে কহিলেন, তাহারা যদি তোমাকে ডাকিতে আসিয়া থাকে, তবে তুমি উঠিয় তাহাদের সহিত যাইতে পার ; কিন্তু আমি যে কথা তোমাকে কহিব, তুমি তাঁহাই করিব। তাহাতে বিলিয়ম প্রাতঃকালে উঠিয়া আপন গৰ্দ্দভ সাজাইয়া মোয়াবের অধ্যক্ষদের সহিত গমন করিল।

অপর তাহার গমন করাতে ঈশ্বরের ক্রোধ প্রজবলিত হইল, এবং পরমেশ্বরের দূত তাহার প্রতিকুল হইয়া শত্ৰু স্বরূপ তাহার পথে দাড়াইল তখন আপন গদভীর উপরে আরূঢ় হইয়া দুই দাসের সহিত যাইতেছিল। ২৩ তাহাতে গৰ্দ্দভ পথিমধ্যে দণ্ডায়মান নিষেকাষ খড়গধারি পরমেশ্বরের দূতকে দেখিয়া পথের পাশ্বদিয়া ক্ষেত্রে গমন করিল ; তাহাতে পথে আনিবার জন্যে বিলিয়ম ঐ ২৪ গৰ্দ্দভীকে প্রহার করিল। কিন্তু পরমেশ্বরের দূত উভয় দিগে প্রাচীরবিশিষ্ট * দ্রাক্ষাক্ষেত্রের গলি পথে দাড়া২৭ ইয়া রহিল। তাহাতে গদভী পরমেশ্বরের দূতকে দেখিয়া প্রাচীরে গাত্র ঘেঁসিয়া যাওয়াতে প্রাচীরেতে বিলিয়মের পদঘষণ হইল ; তাহাতে সে অার বার ২• তাহাকে আঘাত করিল। পরমেশ্বরের দূত আরো কিছু অগ্রসর হইয়া দক্ষিণে কিম্বা বামে ফিরিবার স্থান না ২৭ থাকে, এমত এক সঙ্কুচিত পথে দাড়াইল। তখন গদভী পরমেশ্বরের দূতকে দেখিয়া বিলিয়মের নীচে ভূমিতে পড়িল ; তাহাতে বিলিয়মের ক্রোধ প্রডাবলিত হইলে ২৮ সে গদভীকে যটির আঘাত করিল। তাহাতে পরমেশ্বর গদভীকে বাকশক্তি দিলে + গদভী বিলিয়মকে কহিল, আমি তোমার কি করিলাম? তুমি কি জন্যে আমাকে ২২ তিন বার প্রহার করিলা ? বিলিয়ম গৰ্দ্দভীকে কহিল,তুমি

  • R

গণনাপুস্তক। [২৩ অধ্যায় আমার সস্থিত পরিহাস কৱিন্তেছ ; আমার হস্তে যদি খড়গ থাকিত, তবে আমি এইক্ষণে তোমাকে বধ করিতাম। পরে গদভী বিলিয়মকে কহিল, তুমি জন্মাবধি ৩• অদ্য পৰ্য্যন্ত যাহার উপরে আরোহণ করিতেছ,আমি কি তোমার সেই গৰ্দ্দভী নহি ? আমি কি তোমার প্রতি এমত কুব্যবহার করিয়া থাকি? তাহাতে সে কহিল, না। তখন পরমেশ্বর বিলিয়মের চক্ষু প্রসন্ন করিলে ৩১ সে পথের মধ্যে নিষেকাষ খড়গধারি পরমেশ্বরের দূতকে দণ্ডায়মান দেখিল তাহাতে সে তাহাকে প্রণাম করিয়া উবুড় হইয়া পড়িল। তখন পরমেশ্বরের দূত ৩২ তাহাকে কহিল, তুমি আপন গৰ্দ্দভীকে কেন তিন বার প্রহার করিলা? দেখ,আমি তোমার নিবারণার্থে বাহিরে আসিয়াছিলাম, কেননা আমার সাক্ষাতে তোমার বিপথে যাত্রা অাছে। এবং গৰ্দ্দভী আমাকে দেখিয়া আ- ৩৩ মার সম্মুখ হইতে এই তিন বার বিমুখ হইল ; সে যদি আমার সম্মুখ হইতে বিমুখ না হইত, তবে আমি তোমাকে অবশ্য বধ করিতাম, কিন্তু তাহাকে রক্ষা করিতাম । তাহাতে বিলিয়ম পরমেশ্বরের দূতকে কহিল, আমি ৩৪ অপরাধ করিলাম, তুমি আমার বিপরীতে পথে দাড়াইয়া আছ, তাহা আমি জানি নাই ; কিন্তু এই ক্ষণে যদি ইহাতে তোমার অসন্তোষ হয়, তবে আমি ফিরিয়া যাই। তাহাতে পরমেশ্বরের দূত বিলিয়মকে ৩৭ কহিল, তুমি ইহাদের সহিত যাইতে পার, কিন্তু আমি যে কথা তোমাকে কহিব, তুমি কেবল তাহাই কহিবা, তাহাতে বিলিয়ম বালাকের অধ্যক্ষদের সহিত গমন করিল। পরে বালাক বিলিয়মের আগমন কথা শুনিয়া দেশ- ৩৪ সীমার প্রান্তঃস্থিত অর্ণেনের সীমাস্থ মোয়াবের এক নগরে তাহার সহিত সাক্ষাৎ করিতে গমন করিল। পরে বালাক বিলিয়মকে কহিল, আমি তোমাকে ৩৭ ডাকিতে কি অতি যতন পূৰ্ব্বক লোক পাঠাই নাই ? অতএব তুমি আমার নিকটে কেন আইস নাই ? আমি কি নিতান্ত তোমাকে সম্মানিত করিতে পারি না ? তাহাতে ৩৮ বিলিয়ম্ বালাককে কহিল,দেখ, আমি তোমার নিকটে আসিয়াছি বটে, কিন্তু এখনো কোন কথা কহিতে কি আমার ক্ষমতা আছে ? ঈশ্বর আমার মুখে যে বাক্য দেন, আমি তাহাই কহিব। পরে বিলিয়ম বালাকের ৩৯ সহিত গমন করিয়া কিরিয়োৎ-হুষোতে ও উপস্থিত হইল।এবং বালাক গোরু ও মেষ বলিদান করিয়া বিলি- ৪ • য়মের ও তাহার সঙ্গি অধ্যক্ষদের নিকটে পাঠাইল। ২৩ অধ্যায়। ১ বালকের বলিদান করণ ও বিলিয়যের পুথয কথ, ১৪ ও অন্য স্থানে বলিদান করণ ও বিলিয়য়ের দ্বিতীয় কয়। [**] + s u.–[»v,» s] * * * t » St s ; » • . x fet » ; so i যি ১১-[১১] *і ь н —[з •lsft »ь ; * « , *s ti Lgg BBBS BB BSBBS BSBBSBS S B BBS SB BBB BBS B BS SSS S LLS0S 0SS AAAAS gD SDDSS00 SS SBBSS S BSBS S K 0S0S S BB BSBS LL

  • (ইবু)এই দিগে পুচিীর এবং ও দিগে পুচিীর । (ই) মৰ্ম্মভীর মুখ ফুলিলে । }(ইবু)দৃষ্টিতে যন্দ। &(ইব্রু)বহুপথযুক্ত নগর ।