পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩১ অধ্যায়।] ইস্রায়েল বংশ মিদিয়নের সকল স্ত্রীলোককে ও বালকদিগকে বন্দী করিল, এব^ তাহাদের সকল পশু ও ১• মেষপাল ও সম্পত্তি সকলি লুঠিয়া লইয়া গেল। এবং তাহাদের নিবাসস্থান নগর ও সুনির্মিত গড় অগ্নিতে ১১ দগ্ধ করিল। এই রূপে তাহারা মনুষ্য ও পশু প্রভূতি ১২ লুঠিত ও অপহৃত দ্রব্য লইয়া গেল। এবথ তাহারা ঘিরীহোর নিকটস্থিত যদ্দন সমীপস্থ মোয়াবের প্রান্তরে মূসার ও ইলিয়াসর যাজকের ও ইস্রায়েল বংশের সমস্ত মণ্ডলীর নিকটে ঐ বন্দিগণকে এবং অপহৃত ও লুঠিত দ্রব্য সকল শিবিরে লইয়া গেল। তাহাতে মূসা ও ইলিয়াসর যাজক ও মণ্ডলীর অধ্যক্ষগণ তাহীদের সহিত মিলিতে শিবিরের বাহিরে গেল। * এবং যুদ্ধহইতে আগত সেনাপতিদের, অর্থাৎ সহসুপতিদের ও শতপতিদের প্রতি মূসা ক্রুদ্ধ হইয় তাহা১৫ দিগকে কহিল, তোমরা কি সমস্ত স্ত্রীলোককে জীবিত ও রাখিয়াছ? দেখ,ইহার বিলিয়মের পরামশে পিয়োর দেবের বিষয়ে পরমেশ্বরের প্রতিকুলে ইসুয়েল বথশকে পাপ করাইল; এই জন্যে পরমেশ্বরের মণ্ডলীতে ১৭ মহামারী হইল। অতএব তোমরা বালকগণের মধ্যে ** সমস্ত পুত্বালককে বধ কর, এবং পুরুষোপর্ভূক্ত স্ত্রীগণকেও বধ কর; কিন্তু যে বালিকার পুরুষেতে ১৯ উপভুক্ত হয় নাই,তাহাদিগকে রক্ষা কর ; এবং তোমরা সাত দিবস শিবিরের বাহিরে বাস কর ; পরে তোমর! কেহ যদি হত্যা করিয়া থাক ও হত লোককে সপশ করিয়া থাক, তবে আপনাদিগকে ও বন্দিগণকে তৃতীয় ২• দিবসে ও সপ্তম দিবসে শুচি কর। এবং তোমাদের সৰ্ব্ব প্রকার বস্ত্র ও সৰ্ব্ব প্রকার চর্মনির্মিত বস্তু + ও ছাগলোম নির্মিত বস্তু ও কাষ্ঠ নির্মিত বস্তু শুচি কর। পরে ইলিয়াসর যাজক যুদ্ধে গমনকারি যোদ্ধাদিগকে কহিল, পরমেশ্বর মূসাকে এই ২ ব্যবস্থার ২২ বিধি কহিলেন। স্বর্ণ ও রূপ্য ও পিত্তল ও লৌহ ও ২৩ রাঙ্গ ও সীসা ইত্যাদি, যে সকল দ্রব্য অগ্নিতে নষ্ট হয় না; সে সকলকে অগ্নিতে নিক্ষেপ করিলেই তাহা শুচি হইবে, তথাপি তাহ শুচিজনক জলেতে ধৌত করিব1; এবং যে ২ দ্রব্য অগ্নিতে নষ্ট হয়, তাহা তোমরা জলে ২৪ মগ্ন করিব। এবং সপ্তম দিবসে তোমরা তাপনাদের বস্ত্ৰ ধৌত করি বা ; পরে শুচি হইয়া শিবিরে প্রবেশ করিব। ২৫ পরে পরমেশ্বর মূসাকে কহিলেন,তুমি ও ইলিয়াসর ২৬ যাজক ও মণ্ডলীর পিতৃবংশের অধ্যক্ষগণ মনুষ্য ও পশু ২৭ প্রভৃতি লুঠিত দ্রব্যের সংখ্যা কর। এবং যুদ্ধে গমনকারি যোদ্ধাগণের ও সমস্ত মণ্ডলীর মধ্যে ঐ সকল লুঠিত ২৮ দ্রব্যের দুই অংশ কর। এবং যুদ্ধে গমনকারি যোদ্ধাদের হইতে পরমেশ্বরের নিমিত্তে কর গ্রহণ কর, - wo

  • >

গণনাপুস্ত ক1 X® ዓ ও পাঁচ শত প্রাণির, অর্থাৎ মনুষ্য ও পশু ও গদভ ও মেষ, এই সকলের অন্ধ৭িশহইতে এক প্রাণী ২৯ লইয়া পরমেশ্বরের উদ্দেশে উত্তোলনীয় নৈবেদ্যাথোঁ ইলিয়াসর যাজককে দেও। এবং ইস্রায়েল বংশের ৩• অদ্ধা শহইতে,অৰ্থাৎ মনুষ্য ও গোরু ও গৰ্দ্দভ ও মেষহইতে ও অন্য ২ প্রকার পশুহইতে পঞ্চাশ অংশের একাংশ লইয়া পরমেশ্বরের আবাসের রক্ষণীয় রক্ষাকারি লেীয়দিগকে দেও। তাহাতে মূসার প্রতি পরমে ৩১ স্বরের আজ্ঞানুসারে মূসা ও ইলিয়াসর যাজক সমস্ত . কর্ম করিল। যোদ্ধাগণ কতৃক লুঠিত যে ভাগ, সে ছয় লক্ষ পচাত্তর সহসু মেষ ; ও বাহাত্তর সহস্ৰ গোরু ; ও এক ষষ্টি সহস্র গর্দভ। এবং পুরুষে অনুপৰ্ভুক্ত বত্রিশ সহসু স্ত্রীলোক ছিল ; এবং যুদ্ধে গমনকারিদের অদ্ধাথশের সংখ্যা তিন লক্ষ সাঁইত্রিশ সহস্ৰ পাঁচ শত মেষ ছিল । এব^ পরমেশ্বরের কর ছয় শত পচাত্তর মেষ । এবং গোরু ছত্রিশ সহস্ৰ,তাহীদের মধ্যে বাহা- ৩৮ ভর পরমেশ্বরের কর স্বরূপ। এব^ গদভ ত্রিশ সহস ৩s পাঁচ শত, তাহদের মধ্যে একষট্টি পরমেশ্বরের ੋ স্বরূপ ছিল। এবং মনুষ্য ষোল সহসু, তাহাদের মধ্যে বত্রিশ মনুষ্য পরমেশ্বরের করম্বরূপ ছিল। পরে মূসা পরমেশ্বরের আজ্ঞানুসারে পরমেশ্বরের কর, অর্থাৎ উত্তোলনীয় নৈবেদ্য ইলিয়াসর যাজককে দিল। এবং মূসা যোদ্ধাগণহইতে ইস্রায়েল বংশের যে অদ্ধাংশ,অথাৎ মণ্ডলীর অদ্ধাংশ লইয়াছিল,তাহ। সংখ্যাতে তিন লক্ষ সাঁইত্রিশ সহস্র পাঁচ শত মেষ ; এবং ছত্রিশ সহস্ৰ গোরু ; ও ত্ৰিশ সহস্র পাঁচ শত গৰ্দ্দভ ; ও ষোল সহস্র মনুষ্য ছিল। পরে মুসা ইস্রায়েল্ বংশের সেই অদ্ধা শহইতে মনুষ্যের ও পশুর নিরূপিত পঞ্চাশ ভাগের এক ভাগ লইয়া পরমেশ্বরের আজ্ঞানুসারে পরমেশ্বরের আবাসের রক্ষণীয় রক্ষাকারি লেীয়দিগকে দিল। পরে সতসু সৈন্যের উপরে কর্তৃক্সকারি সহস্রপতির ও শতপতির মূসার-নিকটে আসিয়া তাহাকে কহিল, as তোমার দাসগণ আপনাদের হস্তগত যোদ্ধাদের সAখ্যা লই যাছে, তাহাদের মধ্যে এক জনও নৃ্যন হয় নাই । অতএব প্রতি ডন স্বর্ণপাত্র ও নুপুর ও বলয় ও অঙ্গুরীরক ও কুণ্ডল ও হার, এই যে সকল পাইয়াছে, তাহাহইতে আমরা পরমেশ্বরের সম্মুখে আপনাদের প্রাণের নিমিত্তে প্রায়শ্চিত্ত করিতে পরমেশ্বরের উদেশে নৈবেদ আনিলাম। এবং মূসা ও ইলিয়াসর যাজক তাহা- ৫১ দের হইতে সেই স্বর্ণ, অথাৎ শিল্পকৃত অভরণ লইল । আর পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত ; সহস্ৰপতিদের ৫২ ও শতপতিদের নৈবেদ্যের সমস্ত স্বর্ণ ষোল সহস্ৰ সাত е 4 > 8 No 8 а 8 & 8 or SAASBBS BSBBS BSBBSBS BAADgSgS S S g ;ه ه st [ه د]-ــــvll د - ده د ; ۰ ه ةv] f د-ه د] SS S S S S S S S S LSS00S S LSS0LS BS BSS BAASAAAA

  • (ইবু) যুদ্ধের সৈন্য হইতে ৷ 1 (ব) পাত্র বা যন্ত্ৰ (ব) ওত্তোলনীয়।