পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* থাকিবে, ও তুমি তাহার উপরে কতৃত্ব * করিব। অপর কাবিল আপন ভুতার সহিত কথোপকথন করিল ; পরে তাহার ক্ষেত্রে গেলে । কাবিল আক্রমণ করিয়া আপন ভাত হাবিলকে বধ করিল। * অনন্তর পরমেশ্বর কাবিলকে জিজ্ঞাসা করিলেন, তোমার ভুতি হাৰিল কোথায়? তাহাতে সে উত্তর করিল, আমি জানি না, আমি কি আপনার ভুতার রক্ষক ? ১• তাহাতে তিনি কহিলেন, তুমি কি করিলা ? তোমার ভুতার রক্ত ভূমিহইতে আমার প্রতি উচ্চৈঃস্বর কার১১ তেছে। অতএব যে ভূমি তোমার হস্তদ্বারা হত ভাতার রক্ত পান করিয়াছে, সেই ভূমিতে তুমি অভিশপ্ত ১২ হইলা । তাহাতে কৃষিকৰ্ম করিলেও বহুশস্য উৎপন্ন হইবে না, এবং পৃথিবীতে পর্যটনকারী ও ভূমণকারী ১৩ হইবা । তাহাতে কাবিল পরমেশ্বরকে কহিল, এমত দণ্ড ১৪ আমার অসহ্য । অদ্য যদি তুমি আমাকে এই স্থানহইতে দূর করিয়া দেও, তবে আমি তোমার সাক্ষাৎ হইতে বহিষ্ণকৃত হইয়া পৃথিবীতে পর্যটনকারী ও ভূমণ কারী হইলে কোন লোক অামাকে পাইলেই বধ করিবে। ১৫ তাহাতে পরমেশ্বর কহিলেন, যে কেহ কাবিলকে বধ করিবে, তাহার সাত গুণ দণ্ড হইবে ; অতএব কেহ তাহাকে দেখিয়া যেন বধ না করে, এই জন্যে পরমেশ্বর কাবিলেতে এক চিহ্ন রাখিলেন। কাবিল প্রভূর সাক্ষাৎহইতে প্রস্থান করিয়া এদ১৭ নের পূর্বদিগে নোদ নামক দেশে বাস করিল। পরে কাবিল আপন স্ত্রীতে উপগত হইলে সে গৰ্ববর্তী হইয়া হনোক নামে এক পুত্র প্রসব করিল, এবং এক নগর পত্তন করিয়া আপন পুত্রের নামানুসারে তাহার ১৮ নাম হনোক রাখিল। ঐ হনোকের পুত্র ঈরদ, ও ঈরদের পুত্ৰ মিহুয়ায়েল, ও মিহুয়ায়েলের পুত্ৰ ** মিথুশায়েল, ও মিথুশায়েলের পুত্র লেমক। ॐ cब्लशকের দুই স্ত্রী, এক স্ত্রীর নাম আদি ও অন্যের নাম ২• সিল্লা ছিল। ঐ আদার গৰ্ত্তে উৎপন্ন যে যাবল, সে ২১ তাম্বুগৃহবাসি পশু পালকদের আদিপুরুষ ছিল। এবথ যুবল নামে তাহার এক ভুতি বীণাবাদকদের ও বংশী২২ বাদকদের অাদি পুরুষ ছিল। আর সিল্লার গৰ্ত্ত জাত তুবলকাবিল নামে পুত্র পিত্তলের ও লৌহের নানা প্রকার কর্ম করিতে নিপুণ ছিল; ঐ তুবলকাবিলের নরম। ২৩ নামনী এক ভগিনী ছিল। পরে লেমক আপন স্ত্রীদিগকে কছিল, হে আদি ও হে সিল্লা, তোমরা আমার কথা শুন ; হে আমার নারীগণ, অামার বাক্যে মনোযোগ কর । আমি আক্রান্ত হওয়াতে এক মনুষ্যকে, ও আঘাত • প্রাপ্ত হওয়াতে এক যুবকে বধ করিলাম ১। যদ্যপি - so ২২] ১ রণ : ty; R 8 రిఆ 11 ৫ অব্য ; ১-৩২] ১ বৎ, - ; [•] as as it—[s] as ** h

  • ইত্ব) তাহার ইয়া তোমার পুতি (ক) ফাকিলে।

[৫ অধ্যায়। কাবিলের বধের প্রতিফল সাত গুণ হয়, তবে অামার বধের প্রতিফল সাতাত্তর গুণ হইবে। অনন্তর আদম পুনৰ্ব্বার হবা স্ত্রীতে উপগত হইলে সে ২৭ গৰ্ববতী হইয়। আর এক পুত্র প্রসব করিল,এবথ কৰিল কর্তৃক হত হাবিলের প্রতিনিধি স্বরূপ আর এক পুত্র পরমেশ্বর আমাকে দিলেন, ইহা কহিয়া সে তাহার নাম শেৎ (অর্থাৎ প্রতিনিধি) রাখিল। পরে ঐ শেতের এক ২• পুত্র জন্মিলে সে তাহার নাম ইনোশ রাখিল ; তৎকালে লোকের পরমেশ্বরের নামে প্রার্থনা করিতে || লাগিল। ৫ অধ্যায় । ১ আদযের বিবরন, ৬ ও শেতের বিবরণ, ৯ ও ইনোশের বিবরণ, ১২ ও কৈলনের বিবরণ, ১৫ ও মহললেলের বিবরন, ১৮ ও যেরদের বিবরণ, ২১ ও হনেকের বিবরণ, ২৫ ও যিযুশেলছের বিবরণ, ২৮ ও লেযকের বিবরণ। আদমের বংশাবলির বিবরণ, যে দিনে ঈশ্বর মনুষ্যের • সৃষ্টি করিলেন, সেই দিনে আপন সাদৃশ্যে তাহার সৃষ্টি করিলেন ; স্ত্রী ও পুরুষ করিয়া তাহাদিগের সৃষ্টি করিলেন। এবং সেই দিনে তাহাদিগকে আশীৰ্ব্বাদ করিয়া আদম (অর্থাৎ মনুষ্য) এই নাম দিলেন। এবং আদমের এক শত ত্রিশ বৎসর বয়সের সময়ে তাহার সদৃশ ও তুল্য এক পুত্র জন্মিলে তাহার নাম শেৎ রাখিল। এই • শেতের জন্মের পর আদম আট শত বৎসর জীবৎ থাকিয়া আরো সন্তান সন্ততির জন্ম দিল। সৰ্ব্ব শুদ্ধ নয় এ শত ত্রিশ বৎসর বয়স হইলে তাহার মৃত্যু হইল । পরে শেতের এক শত পাঁচ বৎসর বয়স হইলে * ইনোশ নামে তাহার এক পুত্র জন্মিল । তাহার জন্মের গ পর শেৎ আট শত সাত বৎসর জীবৎ থাকিয় আরো সন্তান সন্ততির জন্ম দিল । সৰ্ব্বশুদ্ধ নয় শত বারো ৮ বৎসর বয়সে তাহার মৃত্যু হইল। ইনোশের নব্বই বৎসর বয়স হইলে কৈনন নামে * তাহার এক পুত্ৰ জন্মিল। তাহার জন্মের পর ইনোশ ১ • আট শত পনের বৎসর জীবৎ থাকিয়া আরো সন্তান সন্ততির জন্ম দিল। সৰ্ব্বশুদ্ধ নয় শত পাঁচ বৎসর ১১ বয়সের সময়ে তাহার মৃত্যু হইল। ঐ কৈননের সত্তর বৎসর বয়স হইলে মহললেল নামে ১২ তাহার এক পুত্র জন্মিল। তাহার জন্মের পর কৈনন ১৩ আট শত চল্লিশ বৎসর জীবৎ থাকিয়া আরো সন্তান সন্ততির জন্ম দিল। সৰ্ব্বশুদ্ধ নয় শত দশ বৎসর বয়- ১ + সের সময়ে তাহার মৃত্যু হইল । ঐ মহললেলের পয়ষষ্টি বৎসর বয়স হইলে যেরদ ১৪ নামে তাহার এক পুত্র জন্মিল। তাহার জন্মের পর সম্ভ মহললেল আট শত ত্রিশ বৎসর জীবৎ থাকিয় আরো [৮]য ২৩, ৩০ । ১ যে ৩ ; ১২ ৷ যিহ ১১ li–L: eJ ইত্ব ১২ ; ২৪ u—[১৪] অ’ ৯ ; ৬ it—[২৪] প * li SKS BS BS BS BS BB BB S B S S B S S S S S SBS BBB BB BBB BBS BB BB BBBB BB B S & (ব।) করি ৰ (বা) বিখ্যাত হইতে ।