পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ২৩ ২৩ wo Q. -

~ > > - > - - © - 9 প্রেরিতদের হাজীয় লোকদের কৰ্ম্ম ৩৯ ও জাহাজ ভাঞ্জন ও লো কদের ওপদ্বীপের তীরে ওত্তয়ণ । পরে জলপথ দিয়া আমাদের ইতলিয়া দেশে যাত্রা নিশ্চয় হইলে তাহারা ফুলিয় নামে মহারাজের সৈন্যদলভুক্ত এক জন শতসেনাপতির নিকটে পৌলকে এবং অন্য কতক বন্দিকে সমপণ করিল। পরে আদ্রামুত্ত্বীয় এক জাহাজে আরোহণ করিয়া আশির দেশের স্থানে ২ যাইতে মনস্থ করিয়া লঙ্গর । তুলিয়া আমরা জাহাজ খুলিলাম, এবং মাকিদনিয়া দেশান্তঃপাতি থিষলনীকী নিবাসি আরিষ্টখ নামে এক জন আমাদের সহিত ছিল। অনন্তর পর দিবসে আমরা সীদোন নগরে লাগান করিলে সে স্থানে ফুলিয় সেনাপতি পেলের প্রতি সৌজন্য প্রকাশ করিয়া বন্ধু বান্ধবগণের সহিত সাক্ষাৎ করিয়া প্ৰাণ । জুড়াইতে তাহাকে যাইতে দিল। পরে তথাহইতে জাহাজ খুলিলে সন্মুখ বাতাস হওয়াতে আমরা কুপ্র উপদ্বীপের দক্ষিণ দিয়া গেলাম। অনন্তর কিলিকিয়া ও পম্ফুলিয়ার সমুদ্র পার হইয়া লুকিয় | দেশান্তঃপাতি মুর নগরে উপস্থিত হইলাম। পরে ইতলিয়া দেশে যাইতেছে যে সিকন্দরিয়া নগরের | এক জাহাজ, তাহ সে স্থানে পাইয়। শতসেনাপতি। অামাদিগকে ঐ জাহাজে আরোহণ করাইল । পরে বহুদিবস ধীরে ২ গমন করিয়া কুীদের নিকটস্থ হওনের সময়ে প্রতিকূল বাতাস £ | আমরা সলমোনীর সম্মুখে উপস্থিত হইয়া ক্রীষ্ট্ৰী উপদ্বীপের দক্ষিণ দিয়া গেলাম। পরে কটে | তাহা উৰ্ত্তীর্ণ হইয়া লাসেয়া নগরের নীচে সুন্দর। নামে এক খালে উপস্থিত হইলাম। আর বহু | দিবস গত হইলে উপবাস সময়ের পর জলপথ গমনে শঙ্ক হওয়াতে পৌল বিনতি পূৰ্ব্বক কহিল, হে মহাশয়ের, অামি নিশ্চয় জানি, এই যাত্রাতে অামাদের ক্লেশ ও অনেক অপচয় হইবে, তাহ কেবল জাহাজের ও জাহাজস্থ দ্রব্যের এমন নয়, আমাদের প্রাণ পৰ্য্যন্তের ও হইতে পারিবে । কিন্তু শান্তসেনাপতি পোলের উক্ত কথা অপেক্ষায় জাহাজের নাবিকের ও অধ্যক্ষের কথা অধিক গ্রাহ্য করিল। এবং ঐ খাল শীতকালের উপযুক্ত বাসস্থান না হওয়াতে তথাহইতে দক্ষিণ পশ্চিম সন্মুখস্থ ক্রীষ্টীয় ফৈনীকী খালে যাইয়া যদি পারে, তবে শীভকাল যাপন করিতে প্রায় সকলে পরামর্শ করিল। পরে দক্ষিণে বাতাস মন্দ ২ বহিতে দেখিয়া আপনাদের অভিপ্রায় সিদ্ধ হওনের সুযোগ হইতেছে,এমন বুঝিয়া জাহাজ খুলিয়া ক্রীষ্ঠী উপদ্বীপের কূলে ২ চলিল। কিন্তু অলপ ক্ষণের পরেই উরক্রুদোন নামে ক্রিয়। এক প্রতিকূল প্রচণ্ড বায়ু উঠিয়া জাহাজে লাগিল, তাহার সম্মুখে জাহাজ স্থির থাকিতে না পারাতে আমরা তাহ ছাড়িয়া ভাসিয়া যাইতে দিলাম। পরে ক্লেদা নামে এক ক্ষুদ্র উপদ্বীপের কুলের নিকট দিয়া জাহাজ চালাইয়া বহু কষ্টে ক্ষুদ্র নৌকাখনি রক্ষা করিলাম। পরে নাবিকের তাহ লইয়া রজজু দ্বারা * জাহাজের তলা বান্ধিল ; পরে জাহাজ পাছে চড়াতে + ঠেকে, এই ভয়ে পাইল ফেলিয়া দেওয়াতে ভাসিতে ২ চলিল। কিন্তু পরদিবসে বায়ুর প্রবলত প্রমুক্ত জাহাজ টলটলায়মান হওয়াতে কতক২ বোঝাই সামগ্রী ফেলাইয়া দিতে হইল। এবং তৃতীয় দিবসে আমরা স্বহস্তুে জাহাজের সজ্জা সকল ফেলিয়া দিতে লাগিলাম। এবং বহুদিন পৰ্য্যন্ত সূৰ্য্য নক্ষত্ৰাদি অাচ্ছন্ন এবথ ক্রমিক অত্যন্ত ঝড় হওয়াতে, আমাদের প্রাণ রক্ষার প্রত্যাশা কিছুই থাকিল না। অনেক দিন অনাহারে থাকিলে পর সকলের সাক্ষাতে পেীল দাড়াইয়া কহিতে লাগিল, হে মহাশয়ের, ক্রীতী উপদ্বীপহইতে জাহাজ না খুলিতে আমি আগে যে পরামর্শ দিয়াছিলাম, তাহা গ্রাহ্য করা তোমাদের উচিত ছিল ; তাহা করিলে তোমাদের এই সকল বিপদ ও অপচয় ঘটিত না। কিন্তু সম্প্রতি তোমাদিগকে বিনতি করিয়া বলি,সাহস কর, তোমাদের এক প্রাণির ও হানি হইবে না, কেবল জাহাজের হানি হইবে। কেননা যে ঈশ্বরের লোক আমি, এবং যাহার সেবা করি, তাহার এক দূত কল্য রাত্রিতে আমার নিকটে দণ্ডায়মান হইয়। কহিলেন, হে পেীল, ভয় করিও না, কৈসরের সম্মুখে তোমাকে উপস্থিত হইতে হইরে ; এবং তোমার এই সঙ্গি লোক সকলকে ঈশ্বর তোমাকে দিলেন । অতএব হে মহাশয়েরা, তোমর সাহস কর, অামার প্রতি যে কথা কথিত হইয়াছে,তাহ অবশ্য ঘটিবে, ঈশ্বরেতে আমার এমন বিশ্বাস আছে । কিন্তু কোন উপদ্বীপের উপরে আমাদিগকে পড়িতে হইবে । পরে এই রূপে আড়িয়া সমুদ্রে জাহাজ টলমল করিয়া ইতস্ততে গমন করিতে ১ চতুৰ্দ্দশ দিনের দুই প্রহর রাত্রির সময়ে কোন স্থলের নিকটে উপস্থিত হইতেছে, ইহা জাহাজের লোকের অনুমান করিতে লাগিল । তাঁহাতে তাহারা জল পরিমাণ করিয়া সে স্থানে বিংশতি বেঁউ জল দেখিল ; পরে আরও কিছু দূরে যাইয়া পুনৰ্ব্বার জল পারমাণ করিল। সেই স্থানে পঞ্চদশ বেঁউ জল দেখিয়া, পাছে শৈলে ঠেকে, এই ভয় প্রযুক্ত জাহাজের পশ্চাদ্ভাগে চারি লঙ্গর ফেলিয়া দিবসের অপেক্ষাতে সকলেই চাহিয়া থাকিল । কিন্তু জাহাজীয় ও• [২৭ অধ্যায়। > - o vr o -

x - [ ২৭ অব্য , ১] ee S S S S S S S S S S S S D S S D S S S AAS KK S SS S 166 [**] * 8 8 t!--[२०,२. ४] ২৩ ;

  • (ব) কাষ্ণের দ্বারা জাহাজের পার্শ্ব (যু) সুর্তিম্ভ।

» • 11—[as] * • •,• 8 I • • ; • II