পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》° b ৪ হইলাম। তাহাতে আমির সেখানকার ভাতৃগণকে পাইলে তাহারা আপনাদের সহিত অামাদিগকে সপ্তাহ রাখিতে যতন করিল ; এই প্রকারে আমরা ১৫ রোমা নগরের দিগে গেলাম। তাহাতে তথাকার ভাতৃগণ আমাদের আগমন সংবাদ পাইয়। আপিপরফর ও খ্ৰীষ্টবৰ্ণী নামে স্থান পৰ্য্যন্ত অগ্রসর হইয়া আমাদের সহিত সাক্ষাৎ করিতে তাইল ; এবথ তাহাদের সহিত দেখা হওয়াতে পেীল ঈশ্বরের ধন্যবাদ করিয়া সাহস পাইল । পরে আমরা রোম নগরে উপস্থিত হইলে শতসেনাপতি তাবৎ বন্দিকে প্রধান সেনাপতির নিকটে সমপণ করিল, কিন্তু পৌল আপন প্রহরি পদাতিকের সহিত ভিন্ন বাস করিতে অনুমতি পাইল । অনন্তর তিন দিনের পর পৌল তদেশীয় প্রধান ২ যিহুদীয়দিগকে অস্থিান করিল ; এবথ তাহার উপস্থিত হইলে সে কহিতে লাগিল, হে ভাতৃগণ, আমি নিজ লোকদের কিম্বা পূৰ্ব্বপুরুষদের রীতির বৈপরীত্যে কোন কর্ম করি নাই, তথাপি যিরশালম নিবাসি লোকেরা আমাকে রোমি লোকদের হস্তে সমর্পণ করিয়া বন্দি করিয়াছে। অার রোমি লোকের বিচার করিয়া অামার প্রাণদণ্ডের যোগ্য কোন কারণ ন পাওয়াতে আমাকে মুক্ত করিতে চাহিয়াছিল। কিন্তু যিহুদীয় লোক আপত্তি করাতে আমাকে কৈসর রাজার নিকটে বিচার হওনের প্রার্থনা করিতে হইল ; নতুবা নিজ দেশীয় লোকদের প্রতি অামার কোন অপবাদ নাই। এই কারণ আমি তোমাদের সহিত সাক্ষাৎ ও কথোপকথন করিবার জন্যে তোমাদিগকে অস্থিান করিলাম ; ই সুয়েল বংশীয়দের প্রত্যাশা প্রযুক্ত আমি এই শৃঙ্খলেতে ২ । বদ্ধ হইলাম। তখন তাহারা তাহাকে কহিল, যিহুদ। দেশহইতে আমরা তোমার বিষয়ে কোন পত্রই পাই নাই ; এবং তথাহইতে যে ভুতৃিগণ আসি য়াছে, তাহারাও তোমার বিষয়ে কিছু সংবাদ দেয় নাই, এব^ মন্দ ও বলে নাই । তোমার মত 2 ty > *

  • R

প্রেরিতদের ক্রিয়৷ [২৮ অধ্যায়। কি, তাহা আমরা তোমাহইতে শুনিতে বাঞ্ছা করি ; এই যে নুতন মত উঠিয়াছে, ইহা সৰ্ব্বত্রই সকলের কাছে নিন্দিত হইয়াছে, ইহা অামার জানি । পরে ২ ও তাহারা তন্নিমিত্তে এক দিন নিরূপিত করিলে সেই দিনে অনেকে একত্র হইয়া পৌলের বাসায় আইল ; তাহাতে পৌল প্রাতঃকাল অবধি সন্ধ্যা পৰ্য্যন্ত মূসার ব্যবস্থাগ্রন্থ এবং ভবিষ্যদ্বক্তৃগণের গ্রন্থহইতে র্যীশুর প্রসঙ্গ উত্থাপন করিয়া ঈশ্বরের রাজক্সের প্রমাণ দিয়া তাহাদিগকে প্রবৃত্তি দিতে চেষ্টা পাইল । এবং তাহার কথাতে কেহ ২ প্রত্যয় ং ঃ করিল, কেহ ২ বা প্রত্যয় করিল না। এই জন্যে ২৭ তাহাদের পর সপর অনৈক্য হওয়াতে সকলে চলিয়। গেল ; তথাপি তাহাদের অব্যবহিত পূৰ্ব্বে পৌল এই এক কথা কহিল, পবিত্র আত্মা ফিশয়িয় ভবিষ্যদ্বক্তার প্রমুখাও আমাদের পিতৃপুরুষদিগকে এই কথা বিলক্ষণ কহিয়াছেন, “এই লোকদের ২৬ “নিকটে গিয়া বল, তোমরা শুনিবা, কিন্তু বুঝিব। “না ; এবং দেখিবা, কিন্তু জানিতে পারিব না ; কে- ৭ “নন এই লোকের চকুতে দেখিয়া ও কণে শুনিয়া “ও অন্তঃকরণে বুঝিয় মন ফিরাইলে আমি যেন “তাহাদিগকে সুস্থ না করি, এই নিমিত্তে তাহদের “বুদ্ধি স্থূল ও তাঁহাদের কর্ণ ভারী ও তাহদের চকু “মুদ্রিত হইয়া থাকে।” অতএব ঈশ্বর হইতে যে ২৮ পরিত্রাণ, তাহার সৎ বাদ অন্যদেশীয় লোকদের কাছে প্রেরিত হইতেছে, এবং তাহারাই তাহা গ্রাহ্য করিবে, ইহা তোমরা জ্ঞাত হও । এমন কথা কহি- ২ ১ লে পর মিহুদীয়েরা পরস্পর অনেক বিচার করিতে ২ চলিয়া গেল। এই প্রকারে পৌল সম্পূর্ণ দুই ৩০ বৎসর পর্য্যন্ত ভাড়াটিয়া বাসাগৃহে বাস করিয়া যে ২ লোক তাহার নিকটে আইসে, সমস্তুকেই গ্রহণ করিয়া নিৰ্ব্বিয়ে অতিশয় সাহস পূৰ্ব্বক ঈশ্বরের রা. ১ জন্সের কথা প্রচার করিয়া প্রভূ যীশু গ্রীষ্টের বিষয়ে উপদেশ দিল । ইতি । [১৬] প্লে ২৪ ; ২৩ । ২৭ ; ৩ LSS0S S BBBBS DDS BBSBBS BB S SJSDDSS SSSSDD BBS BB S [২৭] ২৩ ; ৬ । ২৬ ; ৬,৭ --[২২] ১৭ ; ৬। ২৪ ; ৫ ।—[২৩] ১৮ ; ২৮ ৷৷ ২৬ ; ৬,৭,২২,২৩ u—[২৫-২৭] যিশ ৬ ; ৯, ১০ ৷৷ 168 [২৮] পে ১৩ ; ৪৬,৪৭ ৷ ১৮ ; ৬ ৷৷