348 ৯ ছিলেন। যে সময়ে আমি প্রস্তর অর্থাৎ তোমাদের সহিত পরমেশ্বরের নিয়মের প্রস্তর গ্রহণার্থে পৰ্ব্বতারোহণ করিলাম, এবং চল্লিশ দিবারাত্রি ভোজন পান না ১• করিয়া পৰ্ব্বতে থাকিলাম, এবং পরমেশ্বর স্বহস্তে লিখিত, অর্থাৎ পৰ্ব্বতে সমাগম দিবসে অগ্নির মধ্যহইতে পরমেশ্বর তোমাদিগকে যাহা কহিলেন, সেই বাক্যানুসারে লিখিত দুই প্রস্তর আমাকে দিলেন। ১১ সেই সময়ে চল্লিশ দিবারাত্ৰিগতে পরমেশ্বর ঐ খোদিত দুই প্রস্তর অর্থাৎ নিয়মের প্রস্তুর আমাকে দিয়া ১২ কহিলেন, উঠ, এ স্থানহইতে শীঘু নামিয়া যাও ; কেননা তুমি মিসরদেশহইতে যে লোকদিগকে বাহির করিয়া আনিলা, তাহারা আপনাদিগকে ভুষ্ট করিল, ও আমি যে পথ দেখাইলাম, শীঘ্র সে পথ বহির্ভূত হইল,ও আপনাদের জন্যে ছাচে ঢালা প্রতিমা নির্মাণ ১৩ করিল। এবং পরমেশ্বর আমাকে আরো কহিলেন, ১ । এই লোকেরা অবাধ্য, ইহা অামি দেখিলাম। অতএব তুমি আমাহইতে সর, আমি তাহাদিগকে বিনষ্ট করি, ও আকাশের অধোহইতে তাহাদের নাম লোপ করি, কিন্তু তোমাকে তাহাদের হইতেও বলবান ও ১৫ বৃহজ্জাতি করিব। তাহাতে আমি দুই হন্তে নিয়মের প্রস্তর লইয়া ফিরিয়া প্রজবলিত অগ্নির পর্বতহইতে ১ও নামিয়া আইলাম। পরে তোমরা আপন প্রভু পরমেস্বরের বিরুদ্ধে পাপ করিয়াছ, ও আপনাদের জন্যে ছাচে ঢালা গোবৎস নির্মাণ করিয়াছ,ও পরমেশ্বরের আজ্ঞাপিত পথ শীঘু বহির্ভূত হইয়াছ, ইহা অামি ১৭ অবলোকন করিয়া দেখিলাম। তাহাতে আমি সেই দুই প্রস্তর লইয়া আপন হস্তুহইতে ফেলিয়া তোমা১৮ দের সাক্ষাতে তাহা ভাঙ্গিলাম। এবং আমি প্রথমের ন্যায় পরমেশ্বরের সম্মুখে উবুড় হইয়া পড়িলাম, এবং তোমরা পরমেশ্বরকে ক্রুদ্ধ করণাথে তাহার দৃষ্টিতে কুকর্ম ও পাপ করিলা; সেই পাপের জন্যে আমি চল্লিশ দিবারাত্রি রুটী ভোজন ও জল পান করি১১ লাম না। কেননা পরমেশ্বর তোমাদিগকে বিনষ্ট করিতে ক্রোধে ও অতিশয় তাপে প্রজবলিত হইলে আমি ভীত হইলাম ; কিন্তু তৎকালেও পরমেশ্বর আমার নিবেদন ২• শুনিলেন। এবং পরমেশ্বর হারোণকে বিনষ্ট করণার্থে অতিশয় ক্রুদ্ধ হইলে আমি সে সময়েও তাহার জন্যে ২ ১ প্রার্থনা করিলাম। এবং তোমাদের পাপ, অর্থাৎ তোমরা যে গোবৎস নির্মাণ করিয়াছিল, তাহা লইয়া অগ্নিতে দগ্ধ করিলাম ও পিষিয়া চুৰ্ণ করিলাম ; যে পৰ্য্যন্ত তাহা ধূলীবৎ সূক্ষম ন হইল,তাবৎ চুৰ্ণ করিয়া পৰ্ব্বতহইতে নিগত নদীতে তাহার ধুলী নিক্ষেপ করি২২ লাম। পরে তোমরা তবিয়েরাতে ও মসতে ও কিব্রোৎ [৮-২ ১] যা ৩২ ; ১-২৯ it—[৯] যা ২৪ ; দ্বিতীয় বিবরণ। [** অধ্যায় । হত্ত্বাবাতে পরমেশ্বরকে ক্রুদ্ধ করিলা । তাহার পর ২৩ পরমেশ্বর কাদেশ-বর্ণেয়হইতে তোমাদিগকে প্রেরণকালে কহিলেন,তোমরা উঠিয়া যাও,আমি তোমাদিগকে যে দেশ দি, তাহ অধিকার কর; তৎকালেও তোমর আপন প্রভু পরমেশ্বরেতে প্রত্যয় না করিয়া তাহার কথায় মনোযোগ না করিয়া তাহার আজ্ঞা লঙ্ঘন করিল। তোমাদের সহিত আমার পরিচয়দিনবিধি ২ a তোমরাপরমেশ্বরের আজ্ঞা লঙ্ঘন করিয়া আসিতেছ। অতএব আমি প্রথমের ন্যায় তৎকালেও চল্লিশ দিবারাত্রি পরমেশ্বরের সম্মুখে উবুড় হইয়া পড়িলাম ; পরমেশ্বর তোমাদিগকে বিনষ্ট করিবেন, ইহা আপনি কহিলেন । এবং আমি পরমেশ্বরের কাছে এই প্রাথন করিলাম, হে প্রভো পরমেশ্বর, তুমি আপন পরাক্রান্ত হস্তদ্বারা আপনার অধিকার রূপ যে লোকদিগকে আপন মহিমাতে মুক্ত করিলা ও মিসর হইতে বাহির করিয়া আনিলা,তাহাদিগকে বিনষ্ট করিও না। তোমার দাস যে ইব্রাহীম ও ইসহাক ও যাকুব, তাহাদিগকে স্মরণ কর; এই লোকদের অবাধ্যতার ও দুষ্টতার ও পাপের প্রতি দৃষ্টি করিও না। কেননা তুমি আমাদিগকে যে দেশহইতে বাহির করিয়া আনিলা, সেই দেশীয় লোকেরা এমত কথা কহিবে ; পরমেশ্বর তাহাদিগকে যে দেশ দিতে প্রতিজ্ঞা করিয়াছিলেন, সে দেশে লইয়া যাইতে পারিলেন না, এই জন্যে তাহাদিগকে ঘৃণা করিয়া বধ করিতে প্রান্তরে বাহির করিয়া আনিলেন। তুমি আপন মহাপরাক্রমে ও বিস্তীর্ণ বাহুদ্বার যাহাদিগকে বাহির করিয়া আনিলা, ইহারাই তোমার সেই লোক ও অধিকার। ১০ অধ্যায়। ১ দ্বিতীয় বার দশ আজ্ঞা দেওন, ৬ ও হারোণের মরণের পর তাহার পুত্রের যাত্মকত্ব পদে নিযুক্ত হওন, ৮ ও লেবায় দিগকে পৃথক করণ, ১০ ও ঈশ্বরের আজ্ঞা, ১২ ও ঈশ্ব রের আজ্ঞা পালন করিতে মূসার বিনয় । সেই সময়ে পরমেশ্বর আমাকে কহিলেন, তুমি প্রথমের ১ দুই প্রস্তরের ন্যায় দুই প্রস্তর খুদিয়া আমার নিকটে পৰ্ব্বতে আরোহণ কর, এবং কাষ্ঠের এক সিন্দুক নির্মাণ কর। তাঁহাতে তোমাকর্তৃক ভগ্ন প্রথম প্রস্তুরেতে যে ২ ই বাক্য ছিল, তাহা আমি ঐ প্রস্তরে লিখিলে তুমি সে সকল ঐ সিন্দুকে রাখিবা। পরে আমি শিটীম কাষ্ঠের ও এক সিন্দুক নির্মাণ করিলাম, এবং প্রথমের ন্যায় দুই প্রস্তর খুদিয়া ঐ দুই প্রস্তর হস্তে লইয়া পৰ্ব্বতারোহণ করিলাম। তাহাতে পরমেশ্বর প্রথম লিখনানুসারে । অর্থাৎ সমাগম দিবসে পরমেশ্বর পর্বতে অগ্নিমধ্যহইতে যে দশ আজ্ঞ তোমাদিগকে কহিয়াছিলেন, ১৫-১৮ –[১৪, ১১] দ্বি ৫ ; ২২ । যা ৩১ ; ১৮ –[১৮,১১] প ২৫-২৯ । যা ৩২ ;
- २-०९ t!--[२२] st२२ ; २-०, ४-७,२s । एi ०१ ; R, all–[r e] si »s ; -s i fừ 2 ; ২৬-৩৩ it—[২৫] যা ৩৪ ; ২৫ ৷৷ BBBS BBBS BS BBS BBSAAAAAS AAAASSAAAA 00 AA AAAA LLSSS BBS BBS BBSBB ll-[« »] s! »»; ¢,• ıı S BBSBBS B BBS SLSK LS 00S SS LLSLSS GGG AAAt D S AAAAAASLL