পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ অধ্যায়।] ১৭ সন্তান সন্ততির জন্ম দিল। সৰ্বশ্বন্ধ আট শত পচানব্বই বৎসর বয়সের সময়ে তাহার মৃত্যু হইল। ফেরদের এক শত বাষষ্টি বৎসর বয়স হইলে হনোক ১২ নামে তাহার এক পুত্র জন্মিল । তাহার জন্মের পর যেরদ আট শত বৎসর জীবৎ থাকিয়া আরো সন্তান ২ - সন্মতির জন্ম দিল। সৰ্ব্বশুদ্ধ নয় শত বাষটি বৎসর বয়সের সময়ে তাহার মৃত্যু হইল । ২১ হনোকের পয়ষষ্টি বৎসর বয়স হইলে মিথুশেলহ ২২ নামে তাহার এক পুত্র জন্মিল। তাহার জন্মের পর হনোক তিন শত বৎসর পর্যন্ত ঈশ্বরের সহিত গমনা২৩ গমন করিল, এবং আরো সন্তান সন্ততির জন্ম দিল। সে ঈশ্বরের সহগামী হইয়া সৰ্ব্বশুদ্ধ তিন শত পয়ষষ্টি ৪ বৎসর বয়সের সময়ে অন্তহিত হইল ; ফলতঃ ঈশ্বর তাহাকে আপনার নিকটে লইয়া গেলেন। পরে মিথুশেলহের এক শত সাতাশি বৎসর বয়স ২ভ হইলে লেমক নামে তাহার এক পুত্র জন্মিল। তাহার জন্মের পর সে সাত শত বিরাশি বৎসর জীবৎ থাকিয় ২ । আরো সন্তান সন্ততির জন্ম দিল । সৰ্ব্বশুদ্ধ নয় শত উন সন্তরি বৎসর বয়সের সময়ে তাহার মৃত্যু হইল। অনন্তর লেমকের এক শত বিরাশি বৎসর বয়সের সময়ে তাহার এক পুত্ৰ হইলে,ভূমিতে আমাদের পরিশ্রম ২১ ও ক্লেশজনক ঈশ্বরের যে অভিশাপ আছে, তদ্বিষয়ে ঐ পুত্র আমাদের সান্তুনা জন্মাইবে, ইহা ভাবিয়া লেমক ৩• ঐ পুত্রের নাম নোহ (অর্থাৎ সান্তুনাকারী) রাখিল। ঐ নোহের জন্মের পর লেমক পাঁচ শত পচানব্বই বৎসর ৩১ জীবৎ থাকিয়া আরো সন্তান সন্ততির জন্ম দিল । সৰ্ব্বশুদ্ধ সাত শত সাতান্তরি বৎসর বয়সের সময়ে তাহার ৩২ মৃত্যু হইল। পরে নোহের পাঁচ শত বৎসর বয়স হইলে শাম ও হাম ও বেফৎ নামে তাহার তিন পুত্র জন্মিল। ত অধ্যায় । ১ অবিহিত বিৰাহের কথা, ৫ ও মনুষ্যের দুষ্ণতা পুমুক্ত প্লীবনের কথn, ৯ ও নোহের বংশাৱলি, ১৪ ও জাহাজ লিমূর্ণিণের কথা । ৯ এই রূপে পৃথিবীতে মনুষ্যের বৃদ্ধি হইলে ও অনেক ২ কন্যা জন্মিলে, ঈশ্বরীয় লোকের ঐহিক লোকদের কন্যা গণকে পরম সুন্দরী দেখিয়া আপন ২ ইচ্ছামতে ও প্রত্যেক জন বিবাহ করিতে লাগিল। অতএব পরমেশ্বর কহিলেন, আমার আত্মা মনুষ্যের সহবাসে সৰ্ব্বদ থাকিবেন না,*কেননা তাহারা পাপেতে মাংসপিণ্ডমাত্র; তাহাদের জীবৎকাল কেবল এক শত বিশ বৎসর হইবে। ঐ সময়ে পৃথিবীতে মহাবীর ছিল, এবং ঈশ্বরীয় লোকদের ঔরসে ঐহিক লোকদের কন্যাগণের গর্ভজাত る 。 R & R vo আদিপুস্তক। অনেক ২ সন্তান ছিল । তাহারা পূৰ্ব্ব কালে পরাক্রমী ও প্রসিদ্ধ বীর ছিল । অপর ঈশ্বর পৃথিবীতে র নানা অত্যাচার ও সৰ্ব্বদা অন্তঃকরণের কল্পনা কেবল দুষ্ট,ইহা দেখিলেন ; এবং পরমেশ্বর পৃথিবীতে আপনার মনুষ্য সৃষ্টি করণ নিমিত্তে শোক ও মনেতে অনুতাপ করিয়া কছিলেন, আমি মনুষ্য ও উরোগামি ও পদগামি জন্তু ও • খেচর পক্ষি প্রভৃতি যে সকল পৃথিবীতে সৃষ্টি করিয়াছি, সে সকলকেই নষ্ট করিব ; কেননা ইহাদের সৃষ্টি করণ প্রযুক্ত আমার অনুতাপ হইতেছে। কিন্তু নোহ পর- ৮ মেশ্বরের অনুগ্রহের পাত্র হইল। নোহের বংশাবলির বিবরণ। ঐ মোহ আপন সংশে ৯ সাধু ও ধাৰ্মিক হইয়া ঈশ্বরের সহগামী ছিল । এবং ১• শাম ও হাম ও যেফৎ নামে তাহার তিন পুত্র ছিল। অপর পৃথিবী ঈশ্বরের সাক্ষাতে দুষ্ট, এবং দৌরাত্ম্যে ১১ পরিপূর্ণ হইয়াছে। পৃথিবী দুষ্ট ও পৃথিবীস্থ তাবৎ ১২ প্রাণির পথ সদোষ, ইহা ঈশ্বর পৃথিবীতে অবলোকন করিয়া দেখিলেন। তখন ঈশ্বর নোহকে কহিলেন, ১৩ আমার গোচরে সকল মনুষ্যের অন্তিম কাল উপস্থিত, কেননা তাহাদের দৌরাত্ম্যে পৃথিবী পরিপূর্ণ হওয়াতে আমি পৃথিবীর সহিত|তাহাদিগকে বিনাশ করিব। তুমি ১৪ গোফর কাষ্ঠ দ্বারা এক জাহাজ নির্মাণ কর; এবং তাহার মধ্যে কুঠরী 9 নির্মাণ করিয়া তাহার ভিতরে বাহিরে ধুনা দিয়া লেপন কর। এবং তাহার দীর্ঘতা ১৫ তিন শত হস্ত, ও প্রস্থত৷ পঞ্চাশ হন্ত, ও উচ্চতা ত্রিশ হস্ত; এই প্রকারে তাহার নির্মাণ কর। এবং তাহার ১৬ ছাতের এক হাত নীচে বাতায়ন প্রস্তুত করিয়া রাখ, ও তাহার পাশ্বে দ্বার রাখ, এবং তাহার প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় তালা নির্মাণ কর। কেননা আমি আকাশের ১৭ নীচস্থ তাবৎ প্রাণিকে নষ্ট করণার্থে পৃথিবীতে জলপলাবন করিব, তাহাতে পৃথিবীর তাবৎ প্রাণী প্রাণত্যাগ কৱিবে । কিন্তু তোমার সহিত আমি নিয়ম স্থির করি ; ১৮ তাহাতে তুমি আপন পুত্ৰগণকে ও স্ত্রীকে ও পুত্রবধুদিগকে সঙ্গে লইয়া জাহাজে আরোহণ করিবা। প্রত্যেক ১৯ জাত্যনুসারে সমস্ত জীব জন্তুর স্ত্রী ও পুরুষ যুগ্ম ২ লইয়া প্রাণ রক্ষার্থে তাহাদিগকে আপনার সহিত জাহাজে আন; ফলতঃ পক্ষী ও পশু ও পৃথিবীতে উরোগামী ২০ দুই ২ আপন জাত্যনুসারে প্রাণ রক্ষার্থে তোমার নিকটে যাইবে। এবং তোমাদের ও ইহাদের আহারার্থে ২১ উপযুক্ত সামগ্ৰী আনিয়া আপনার নিকটে সঞ্চয় কর । তাহাতে নোহ সেই রূপ করিল, ঈশ্বরের আজ্ঞা- ২২ নুসারেই তাবৎ কর্ম করিল। e

[২২]যিহ ১৪, ১৫ অ ১৭; ১ Iા-[ર 8] ইব ১১, ৫ । ২ র ২; ১১। —[২৯] ইবু ১১; * I Stive; 2 ol. ox پمه*« BBBBB S BS BS BS BS BBS BBBgS S B S S B S S ggS [૧] ન ૦૭lા-[> ] ইত্ৰ >>,® lł * (ৰ) মনুষ্যকে নিষেধ করিবেন না। " BBS BBBB BBBB BBBB BBBS SS BBBB BBB SSSSSS BBB BBBS } (ব) পৃথিবীহইতে (ব) বাস ।