পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় কিন্তু তোমাদের প্রভূ পরমেশ্বর এই লোকদের যে ২ নগর অধিকার করিতে তোমাদিগকে দিবেন, তাহাদের মধ্যে কোন জীব জন্তুকে জীবৎ রাখিব না। যাহাতে তোমরা আপন ২ প্রভূ পরমেশ্বরের প্রতিকুলে অপরাধী হও, এমত যে ২ ঘৃণাহ কর্ম তাহারা আপনাদের দেবগণের প্রতি করে, তাহার শিক্ষা যেন ১৮ তোমাদিগকে না দেয়, এই জন্যে তোমরা আপনাদের প্রভূ পরমেশ্বরের আজ্ঞানুসারে তাহাদিগকে অর্থাৎ হিন্দ্রীয় ও ইমোরীয় ও কিনানীয় ও পিরিষীয় ও হিব্বীয় ও যিব্ৰুষীয় লোকদিগকে নিমূলে উচ্ছিন্ন করিব। আর যুদ্ধ করিয়া কোন নগর হস্তগত করণাথে বহুকাল পর্যন্ত অবরোধ করিয়া থাকিতে হইলে কুঠারাঘাতদ্বারা সে নগরের কোন বৃক্ষ ছেদন করিব না, কেননা তোমরা তাহার ফল ভোগ করিতে পারিব1; এবং নগরের রোধ কার্য্যের নিমিত্তে সে সকল কাটিও ২• না; কেননা ক্ষেত্রের বৃক্ষ মনুষ্যের জীবন *। কিন্তু যে সকল বৃক্ষের ফল অখাদ্য জ্ঞাত আছ, সে সকল নষ্ট করিতে ও কাটিতে পারিবী ; এবং তোমাদের সহিত যুদ্ধকারি নগর যে পৰ্য্যন্ত পরাস্ত না হয়, তাবৎ সেই নগরের প্রতিকুলে তাহাদ্বারা দুর্গ নির্মাণ করিব। ২১ অধ্যায়। ১ অনিশ্চিত ববের পুয়েশ্চিত্ত ১· ও সুন্দরী বন্দি স্ত্রীকে বিবাহ করণের নিয়য় ১৫ ও আপুিয়া অতি জ্যেষ্ঠ পুত্রের অধিকার নির্ণয় ১৮ ও অবাধ্য পুঞ্জের বই করণের আজ্ঞ। ২২ ও ওদ্বন্ধনে রাগীনের নিয়ম । ১ আর অধিকারার্থে তোমাদের প্রভু পরমেশ্বরের দত্ত দেশে ক্ষেত্রের মধ্যে যদি কোন হত লোককে পাওয়া যায়, কিন্তু তাহাকে কে বধ করিল,তাহা জানা না যায় ; ২ তবে তোমাদের প্রাচীনের ও বিচারকর্তৃগণ বাহিরে গিয়া সেই শব অবধি চতুদিকস্থিত সমস্ত নগর পর্যন্ত ও মাপিবে । তাহাতে যে নগর হত লোকের নিকটস্থ হইবে, তাহার প্রাচীন লোকেরা যোয়ালি বহনাদি সকল কর্মে অপ্রবৃত্ত, এমত এক গোবৎসকে লইবে। * পরে সেই নগরের প্রাচীন লোকেরা অকৃষ্ট ও অনুপ্ত ও নিত্য জলস্রোতোবাহি খাদেতে + সেই গোবৎসকে * আনিয়া তাহার মন্তক ছেদন করিবে। পরে লেবীয় যাজকের তাহার নিকটে আসিবে, কেননা তোমাদের প্রভূ পরমেশ্বর আপন সেবার্থে ও পরমেশ্বরের নামে আশীৰ্ব্বাদ করণার্থে তাহাদিগকে মনোনীত করিয়াছেন ; অতএব তাহাদের বাক্যানুসারে প্রত্যেক বিবা ২১ অধ্যায়।] > * > → বিবরণ। Xb-(t করিবে। এবং আমাদের হস্তু এই রক্তপাত করে নাই, ৭ ও আমাদের চকু ইহা দেখে নাই ; এবং হে পরমে- ৮ স্বর, তুমি যে ই সুয়েল বংশকে মুক্ত করিল, তাহাদের প্রতি দয়া কর ; আপন লোক ইস্রায়েল বংশের প্রতি নিরপরাধের রক্তপাতের দোষাপণ করিও না, এই কথা কহিবে ; তাহাতে তাহাদের প্রতি সেই রক্তপাতের দোষ ক্ষম হইবে। এই রূপে তোমরা পরমে- ২ স্বরের সাক্ষাতে ধর্ম করিয়া আপনাদের মধ্যহইতে নিরপরাধের রক্তপাতের দোষ দূর করিব । আর তোমরা আপন শত্ৰুগণের প্রতিকুলে যুদ্ধার্থে ১" গমন করিলে যদি পরমেশ্বর তাহাদিগকে তোমাদের হস্তগত করেন, ও তোমরা তাহাদিগকে বন্দী কর; এবং সেই বন্দীদের মধ্যে সুন্দরী স্ত্রীকে দেখিয়া ১১ তাহাকে বিবাহ করিতে তোমার ইচ্ছা হয় ; তবে তমি ১২ তাহাকে আপন গৃহের মধ্যে আনিলে সে আপন মস্তক মুণ্ডন ও নখচ্ছেদন করিয়া আপনার বন্দিতা অবস্থার ১৩ বস্ত্র ত্যাগ করিবে ; পরে তোমার গৃহে থাকিয় আপন পিতামাতার জন্যে সম্পূর্ণ এক মাস } শোক করিবে, তাহার পরে তুমি তাহাকে বিবাহ করিয়া তাহাতে উপগত হইবা ও সে তোমার ভার্য্যা হইবে। কিন্তু যদি ১ ৪ তাহাতে তোমার তুষ্টি না হয়, তবে যে স্থানে তাহার ইচ্ছা, সেই স্থানে তাহাকে যাইতে দিবা ; আর কোন প্রকারে টাকা লইয়া তাহাকে বিক্রয় করিব না, ও তাহাকে ব্যবসায় দ্রব্য করিব না, কেননা তুমি তাহাতে উপগত হইলা । আর যদি কোন পুরুষের প্রিয় ও অপ্রিয়া দুই স্ত্রী ২৭ থাকে, এবং প্রিয়া ও অপ্রিয় উভয়েরই পুত্র থাকে, কিন্তু জ্যেষ্ঠ পুত্র অপ্রিয়াজাত হয়; তবে সে পুত্রদিগকে ১s আপন সৰ্ব্বস্ব অধিকার দেওন সময়ে অপ্রিয়াজাত জ্যেষ্ঠ পুত্ৰ থাকিতে প্রিয়াজাত কনিষ্ঠ পুত্রকে জ্যেষ্ঠাধিকার দিতে পারবে না। কিন্তু সে আপন সৰ্ব্বস্বের দুই , , অংশ দানদ্বারা অপ্রিয়ার পুত্রকে জ্যেষ্ঠ বলিয়া স্বীকার করিবে ; কেননা সে তাহার বলের প্রথম ফল, জ্যেষ্ঠাধিকার তাহারই সম্ভব। o আর যদি কাহারো পুত্র অবাধ্য ও বিপথগামী হয়, ১৮ এবং পিতামাতার কথা না মানে, এবং শাসন করিলেও তাহাদিগকে অমান্য করে ; তবে তাহার পিতা- ১১ মাতা তাহাকে ধরিয়া নগরীয় প্রাচীনদের নিকটে ও নিবাস স্থানের দ্বার নিকটে আনিয়া নগরীয় প্রাচীনগণকে কহিবে, আমাদের এই পুত্র অবাধ্য ও বিপথ- , . শু দের ও দণ্ডের বিচার হইবে। পরে শবের নিকটস্থ ঐ নগরের প্রাচীনের ঐ ছিন্নমস্তক গোবৎসের গামী, আমাদের কথা মানে না, এবং অতিশয় ভোক্ত ও মদ্যপায়ী হয়। তাহাতে নগরীয় লোকের ২১ উপরে আপিন ২ হস্ত সু্যেতের জলে । প্রক্ষালন | তাহাকে প্রস্তরাঘাত করিয়া বধ করিবে; এই রূপে نه ه,ه ه ; هم 1 نه د ,ه د ; د ه w] st د]--n ه ; ۹ v] faد-نه د] It LLS BBB S S B S SJSDDSS DSDD S B BBS SSS S 0 K S DDDS SLLLSS00S BB BAAA AAAA 0S AAAA S ৫ ; ১৬ । ১৩; ৫, ১১ ৷ ১ শি ১৫ ; ২২ । হি ৩০ ; ১৭ ৷৷ SBS BBB BBB BB B BBBB BBBB BBBB BBBS SS SBBS BBBBB 0 BBS BBBB BBS