পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ অধ্যায় ] অনিয়া প্রস্তরাঘাতে বধ করিব, কেননা কন্যা নগর মধ্যে থাকিলেও উচ্চেঃস্থর করিল না, এবং পুরুষ আপন প্রতিবাসির ভাৰ্য্যাতে উপগত হইল ; এই রূপে তোমরা আপনাদের মধ্যহইতে দোষ দূর করিব। আর যদি কোন পুরুষ বাগদত্ত কন্যাকে প্রান্তরে পাইয়া বলাৎকারে তাহাতে উপগত হয়, তবে তাহাতে উপগত পুরুষমাত্র হত হইবে ; কিন্তু কন্যার মরণ যোগ্য কোন দোষ নাই, তোমরা তাহার প্রতি কিছুই করিব না ; কেননা যেমন কোন মনুষ্য আপন প্রতিবাসির প্রতিকুলে উঠিয়া তাহাকে বধ করে,ইহাও তদ্রুপ ২৭ হয়। পুরুষ তাহাকে প্রান্তরে পাইল, তাহাতে বাগদত্তা কন্যা উচ্চৈঃস্বর করিলেও তাহার রক্ষক কেহ ছিল না। ২৮ অার অবাগদত্ত কুমারী কন্যাকে পাইয়া কেহ যদি ২১ তাহাকে ধরিয়া তাহাতে উপগত হয় ও তাহারা ধরা পড়ে, তবে তাহাতে উপগত পুরুষ কন্যার পিতাকে পঞ্চাশ শেকল টাকা দিবে ; তাহাতে সে তাহার ভাষা হইবে, এবং তাছাতে উপগত হওন প্রযুক্ত পুরুষ তাহাকে যাবজ্জীবন ত্যাগ করিতে পারিবে না। আর মনুষ্য আপন পিতৃভাৰ্য্যাতে উপগত হইবে না, ও আপিন পিতার কটির বস্ত্র খুলিবে না। ২৩ অধ্যায় । ১ মণ্ডলীতে যাইতে কোন লোকের নিষেধ ৭ ও কোন লোকের * : 3 অশুচিত হইতে সাববান হওনের আণতজ্ঞ ১৫ ও পলায়নকারি দাসকে সমপণ করিতে নিষেব ১৭ ও ব্যতিচারাদির নিম্ভেব ১ম ও সুদ গ্রহণে নিষেব ২১ ও যানত সিদ্ধ করণের আজ্ঞা ২৪ ও পুতিৰাসির দ্রব্য ভোজনের ৰিবি । ১ অার নিষ্ণেকাষ কিম্বা ছিন্নলিঙ্গ ব্যক্তি পরমেশ্বরের মণ্ডলীতে প্রবেশ করিবে না। এবং জারজ ব্যক্তিওপরমেশ্বরের মণ্ডলীতে প্রবেশ করিবে না ; তাহারা দশ পুরুষ পৰ্য্যন্ত পরমেশ্বরের মণ্ডলীতে প্রবেশ করিতে পাইবে না। এবx ও অন্মোনীয় কিম্ব মোয়াবীয় লোক পরমেশ্বরের মণ্ডলীতে প্রবেশ করিতে পাইবে না ; তাহারা দশ পুরুষ পৰ্য্যন্ত পরমেশ্বরের মণ্ডলীতে প্রবেশ করিতে পাইবে না। কেননা ৱ মিসর হইতেতোমাদের আগমন সময়ে তাহার পথে অন্নজল লইয়া তোমাদের সহিত সাক্ষাৎ করিল না, কিন্তু তোমাদের প্রতিকুলে শাপ দিতে আরাম-নহররিমস্থ পিথোর নিবাসি বিয়োরের পুত্র বিলিয়মকে বেতন দিল। তাহাতে তোমাদের প্রভু পরমেশ্বর বিলিয়মের কথায় মনোযোগ করিতে অসন্মত হইয়া তোমাদের প্রতি স্নেহ প্রযুক্ত তোমাদের প্রতিকুলে দত্ত শাপকে আশীৰ্ব্বাদ শু স্বরূপ করিলেন। অতএব তোমরা যাবজ্জীবন তাহাদের শান্তি ও মঙ্গল কখনো অন্বেষণ করিব না। 2 er vo - দ্বিতীয় বিবরণ। Sl-o আর তোমরা ইদোমীয় লোকদিগকে ঘৃণা করিব । না, কেননা তাহার তোমাদের ভুতৃিগণ হয় ; তার মিসুিদিগকেও ঘৃণা করিব না, কেননা তোমরা তাহাঁদের দেশে বিদেশী ছিল। তাহদের হইতে যে সন্তান ৮ উৎপন্ন হইবে,তাহার তৃতীয় পুরুষে পরমেশ্বরের মণ্ডলীতে প্রবেশ করিবে । আর তোমাদের শত্ৰুগণের বিরুদ্ধে সৈন্য বাহির ৯ হওন সময়ে তোমরা আপনাদিগকে সৰ্ব্বতোভাবে দুষকর্মহইতে রক্ষা করিবা। এবং তোমাদের মধ্যে যদি ১ • কোন ব্যক্তি রাত্রি ঘটিত কোন অশুচিতাতে অশুচি হয়, তবে সে শিবিরহইতে বাহির হইবে, শিবিরে প্রবেশ করিবে না। কিন্তু প্রায় সন্ধ্যা উপস্থিত হইলে জলে ১১ স্নান করিবে, ও সূর্যের অস্তুগমন সময়ে শিবিরে প্রবেশ করিবে। আর তোমরা মল ত্যাগের জন্যে শিবি- ১২ রের বাহিরে এক স্থান নিরূপণ করিব । এবং তোমর। ১৩ আপন ২ সামগ্রীর মধ্যে এক অস্ত্র লইয়া মলত্যাগ করিলে পর সেই অস্ত্ৰ দিয়া খনন করিয়া আপনার নিগত মল আচ্ছাদন করিবা। কেননা তোমাদিগকে ১ । রক্ষা করিতে ও তোমাদের শত্বগণকে তোমাদের হস্তগত করিতে তোমাদের প্রভূ পরমেশ্বর তোমাদের শিবিরের মধ্যে ভুমণ করেন ; অতএব তিনি যেন তোমাদিগেতে কোন অপবিত্রতা না দেখেন ও তোমাদের হইতে পরাজুখ না হন, এই জন্যে তোমাদের শিবির পবিত্র রাখিবা । আর যে দাস আপন স্বামির নিকটহইতে পলাইয়। ১৭ তোমাদের নিকটে আইসে, তোমরা তাহাকে সেই স্বামির হস্তে সমপণ করিব না। সে তোমাদের কোন ১ ও এক দ্বারে আপন অভিলাষানুসারে * মনোনীত স্থানে তোমাদের মধ্যে বাস করিবে, তোমরা তাহার প্রতি উপদুব করিব না। ইস্রায়েল বংশের কোন কন্যা বেশ্য না হউক, ও । কোন পুরুষ পুঙ্গামী না হউক। আর কোন মান ১৮ তের জন্যে বেশ্যার বেতন কিম্বা কুককুরের মূল্য তোমাদের প্রভু পরমেশ্বরের গৃহে আনিব না, কেননা সে উভয়ই তোমাদের প্রভূ পরমেশ্বরের ঘূণাহ। আর তোমরা সুদের জন্যে, অর্থাৎ রূপার কিন্তু খাদ্য দ্রব্যের কোন দ্রব্যের সুদ পাইবার জন্যে আপন ভাতাকে ঋণ দিব না। লাভের জন্যে বিদেশিকে ঋণ ** দিব, কিন্তু আপন ভুতাকে দিব না; তাহাতে তোমরা যে দেশ অধিকার করিতে যাইতেছ, সে দেশে তোমাদের হস্তকৃত সমস্ত কর্মে তোমাদের প্রভু পরমেশ্বর আশীৰ্ব্বাদ করিবেন। 1 * * [২৮.২৯] যা ২২ : ১৬, ১৭ ॥—[৩০] লে ২ • ; ১১। দ্বি ২৭ ; ২• u LS BBS B BBS AAA LS0 Y DS S L LSLSLSS DS AAAA S AA AAS ll-[१] sti २९ ; २६-२७ ।। Se S SSS S B S S BBSBBS B BBS BSBBS B BBS SBB BBS BB 00S 00SS AAAA S ১২ ।—[১৭] লে २२ ; २ st-[*२, २०] या ९५ ; २९ ॥ ८ल १० ; ७०,०१ 1छि २५ ; १,७, ** II

  • (ব) মঈলttয়।