পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉レ-レ ২ ১ আর তোমরা আপন প্রভু পরমেশ্বরের উদ্দেশে যে মানত করিবা, তাহ দিতে বিলম্ব করিব না, কেননা তোমাদের প্রভূ পরমেশ্বর অবশ্য তাহতোমাদের হইতে ২২ পাওনা করিবেন ; না দিলে তোমাদের পাপ হইবে। কিন্তু তোমরা যদি মানত না কর, তবে তাহাতে পাপ ২৩ হইবে না। তোমরা অাপন ওষ্ঠ নিগত বাক্য পালন করিব, এবং তোমাদের প্রভূ পরমেশ্বরের উদ্দেশে তোমাদের মুখহইতে যেমন স্বেচ্ছাদত্ত মানতের কথা নিগত হয়, তদনুসারে তাহ দিবা। আর তোমরা আপন প্রতিবাসির দুফ্রিাক্ষেত্রে গেলে আপন ইচ্ছানুসারে মনের তৃপ্তি পৰ্য্যন্ত দ্রাক্ষাফল ভোজন করিতে পারিবা, কিন্তু পাত্ৰেতে কিছু লইবা ২৫ না। আর তোমরা প্রতিবাসির শস্যক্ষেত্রে গেলে অাপন হন্তে শীষ ছিড়িতে পারিবা, কিন্তু আপন প্রতিবাসির শস্যক্ষেত্রে কাস্ত্যদ্বিারা তাহ ছেদন করিব না। ২৪ অধ্যায়। ৯ ত্যাগপত্র দেওনের বিধি g 3 নূতন বিবাহিত পকমের যুদ্ধে গযনে নিষেব ১ ও বন্ধকের বিধি ৭ ও মনুষ্যণেরের দণ্ড ৮ ও কুণ্ঠহইতে সাববান হওনের অtডা ১ • ও বন্ধকের আণর এক কথা ১৪ ও বেতনজীবিকে বেতন দেওনের আজ্ঞ ১৬ ও অন্যায় করিতে নিষেধ ১৯ ও শস্যদেন ও লে পীড়নের বিবি । ১ কোন পুরুষ কোন স্ত্রীকে বিবাহ করিলে পর যদি তাহার কোন দোষ প্রযুক্ত তাহার প্রতি অনুগ্রহ না করে, তবে সে তাহার জন্যে এক ত্যাগপত্র লিখিয়। তাহার হস্তুে দিয়া আপন বাটীহইতে তাহাকে বিদায় ২ করিতে পারে। এব^ সে স্ত্রী তাহার বাটীহইতে বাহির ও হইলে পর অন্য পুরুষকে বিবাহ করিতে পারে। কিন্তু ঐ শেষ স্বামীও যদি তাহাকে ঘৃণা করে, এবং তাহার জন্যে ত্যাগপত্র লিখিয়া তাহার হস্তে দিয়া আপন বাটীহইতে তাহাকে বাহির করিয়া দেয়, কিম্বা বিবাহ৪ কারি ঐ শেষস্বামী মরে; তবে তাহার অশুচি হওন প্রযুক্ত তাহাকে ত্যাগকারি তাঁহার প্রথম স্বামী তাঁহাকে পুনৰ্ব্বার বিবাহ করিবে না, তাহ পরমেশ্বরের সম্মুখে ঘূণাহ কর্ম,অতএব তোমরা অধিকারার্থে প্রভু পরমেশ্বরের দত্ত দেশকে পাপেতে লিপ্ত করিব না। * আর কোন মনুষ্য নূতন বিবাহ করিয়া যুদ্ধে গমন করিবে না, ও কোন কর্মের ভার লইবে না; সে এক বৎসর পর্যন্ত নিষকর্ম হইয়া আপন গৃহে নূতন * ভাৰ্য্যার মনোরঞ্জন করিবে। ও আর কোন মনুষ্য অন্যের র্যাতার অধঃস্থ বা উৰ্দ্ধস্থ প্রস্তুর বন্ধক রাখিবে না; তাহা করিলে জীবন গ্রহণ করা হয়। 3. 8 দ্বিতীয় বিবরণ। [২৪ অধ্যায় । আর কোন মনুষ্য যদি ইস্রায়েল বংশের কোন ৷ ভুতিকে চুরি করিয়া বাণিজ্য দুব্যের ন্যায় কাহারে স্থানে বিক্রয় করে এবং ধরা পড়ে, তবে সেই চোর হত হইবে ; এই রূপে তোমরা আপনাদের মধ্যহইতে দোষ দূর করিব । তোমরা কুষ্ঠরোগ বিষয়ে সাবধান হইবা, এবং ৮ লেবীয় যাজকের যে সকল উপদেশ দিবে, তদনুসারে কর্ম করিব, ও যতন করিয়া তাহ মানিবা, এবং আমি তাহাদিগকে যে ২ আজ্ঞা দিয়াছি, তাহা পালন করিতে যতন করিব। তোমরা মিসরদেশহইতে আইলে পর = প্রভূ পরমেশ্বর পথে মরিয়মের প্রতি যাহা করিলেন, তাহ1 স্মরণ কর । আর তোমরা আপন ২ ভুীতাকে কোন কিছু ঋণ দিয়া - বন্ধক লইবার জন্যে তাহার গৃহে প্রবেশ করিব না। তোমরা বাহিরে দাড়াইবা, এবং ঋণি ব্যক্তি বন্ধক বাহির ১১ করিয়! তোমাদের নিকটে আনিবে। কিন্তু সে ঋণী যদি ১২ দরিদ্র হয়, তবে তাহার বন্ধক লইয়া নিদ্র যাইবা না। সূৰ্য্যাস্তকালে তাহার বন্ধক তাহাকে অবশ্য সমপণ 9 করিব1; তাহাতে সে আপিন বস্ত্ৰে শয়ন করিয়! তোমাদিগকে আশীৰ্ব্বাদ করিলে তোমাদের প্রভূ পরমেশ্বরের সাক্ষাতে তাহ ধর্ম হইবে। তোমরা ভাতৃগণের কিম্বা স্বদেশীয় দ্বারবৰ্ত্তি বিদে- ১s শীয়দের কোন বেতনজীবি দরিদ্র ও দীনহীন ভূত্যের প্রতি উপদ্রব করিব না। সে তোমাদের প্রতিকুলে - পরমেশ্বরের কাছে যেন প্রার্থনা না করে, ও তোমাদের পাপ না হয় ; এই জন্যে তোমরা নিরূপিত দিবসে তাহার বেতন তাহাকে দিবা, সূৰ্য্য অস্তগত হওন পৰ্য্যন্ত তাহা রাখিব না, কেননা সে দরিদ্র, এবং সেই বেতনের প্রতি তাহার মন থাকে। আর পুত্রের পরিবৰ্ত্তে পিতা, ও পিতার পরিবত্ত্বে ১৪ পুত্র হত হইবে না; প্রতি জন আপিন ২ পাপ প্রযুক্ত হত । হইবে। তোমরা বিদেশির কিম্বা পিতৃহীনের বিচারে ১৭ অন্যায় করিব না, এবং বিধবার বস্ত্র বন্ধক রাখিতে লইব না। কিন্তু তোমরা মিসরদেশে দাস ছিল, প্রভূ ১৮ পরমেশ্বর তথাহইতে তোমাদিগকে মুক্ত করিয়াছেন, তাহা যেন স্মরণ কর, এই জন্যে আমি এই সকল কর্ম করিতে তোমাদিগকে আজ্ঞা করিতেছি । আর তোমরা শস্যচ্ছেদন কালে যদি এক অাটি ১৯ ক্ষেত্রে রাখিয়া বিস্তৃত হও, তবে তাহ লইতে ফিরিয়া যাইবা না; তাহী বিদেশির ও পিতৃহীনের ও বিধবার হইবে; তাহাতে তোমাদের প্রভূ পরমেশ্বর তোমাদের হস্তকৃত তাবৎ কর্মে তোমাদিগকে আশীৰ্ব্বাদ [২১-২৩] গ ৩০ ও ৫ : ৪-৬ –[২৩] গী ভণ্ড : ১৩-১a n—[**1 m > * : * it [** अवैu ; *] य ९ ; ०२,०२ । २२ ; ७-०1-[6] त्रि २० ; १ 1–[3] যা ২১ ; ১৬ –[৮] লে ১৩ । ১৪ 1–[৯]গ ১২; SAAAAAA AAAASAAAAS gG DDSDDSDDS DD S0S S BB BSBBS BSBSBBS BB BBB SS LS S ২ র* ২৫ ; ৪ । যিহি ১৮; ১৯, ggS mB BBS BBSBBS BB BBS BB SBBBS BB BSBS S LL

  • (ইবু) গৃহীত ।