পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१- व्थrग्न ]

  • - সমস্ত ফল পড়িয়া যাইবে * । এবং তোমরা পুত্ৰ কন্যাগণের জন্ম দিব বটে, কিন্তু তাহীদের প্রতি তোমাদের স্বত্ত থাকিবে না, কেননা তাহারা বন্দী হইয়া দূরে যা৪২ ইবে । ও পঙ্গপাল ফড়িঙ্গ তোমাদের সমস্ত বৃক্ষ ও ** ক্ষেত্রোৎপন্ন ফল ভোগ + করিবে । এবং তোমাদের মধ্যবৰ্ত্তি বিদেশীয় লোকেরা তোমাদের হইতেও অতি উন্নত হইবে,তোমরা তাহাদের হইতে অতি নীচ হইব। তাহার তোমাদিগকে ঋণ দিবে, কিন্তু তোমরা তাহাদিগকে ঋণ দিতে পারিব না ; তাহারা প্রধান হইবে ৰও তোমরা ক্ষুদ্র ৷ হইবা । যে পর্যন্ত তোমাদের বিনাশ না হয়, তাবৎ এই সমস্ত অভিশাপ তোমাদের প্রতিকুলে আসিয়া তোমাদিগকে তাড়ন কবিয়া তোমাদিগেতে আশ্রয় করিবে ; কেননা তোমাদের প্রভূ পরমেশ্বর যে সকল আজ্ঞা ও বিধি দিলেন, তাহ পালন করিতে তোমরা তাহার বাক্যে মনোযোগ করিলা না।

• ও অতএব সে সমস্ত তোমাদের ও তোমাদের ব^শের e • উপরে নিত্য চিহ্ন ও আশ্চৰ্য্যস্বরূপ থাকিবে। তোমরা প্রচুর দ্রব্য পাইয়া আনন্দে ও মনের অহিলাদে আপন s৮ প্রভু পরমেশ্বরের সেবা করিলা না। অতএব পরমেগর তোমাদের প্রতিকুলে যে শত্ৰুগণকে পাঠাইবেন, তোমরা ক্ষুধা ও তৃষ্ণা ও উলঙ্গতা ও সকলের অভাবদ্বার তাহাদিগকে সেবা করি বা ; এবং যে পর্যন্ত তোমাদের বিনাশ না হয়, তাবৎ শত্ৰুগণ তোমাদের as স্কন্ধে লৌহের ঘোষালি দিবে। পরমেশ্বর তোমাদের প্রতিকুলে অতি দূরহইতে অথাৎ পৃথিবীর সীমাহইতে ** তোমাদের অবোধ্য ভাষাবাদি এক জাতিকে, অর্থাৎ যাহারা বৃদ্ধের মুখাপেক্ষা করে না,ও বালকদের প্রতি নিৰ্দ্দয় হয়, এবং ভয়ঙ্করবদন, এমন এক জাতিকে উৎ* ক্রোশ পক্ষির গমনের ন্যায় শীঘ্ৰ আনিবেন। এব^ যে পৰ্য্যন্ত তোমাদের বিনাশ না হয়,তাবৎ তাহারা তোমাদের পশুর ফল ও ভূমির শস্য ভোজন করিবে; তোমাদের বিনাশ না হওন পর্যন্ত তোমাদের জন্যে শস্য কিম্বা দ্রাক্ষারস কিম্বা তৈল কিম্বা গোমেষাদি ২ পালের অবশিষ্ট রাখিবে না। এবং তোমাদের দেশের যে সমস্ত উচ্চ ও সুরক্ষিত প্রাচীরেতে তোমরা বিশ্বাস করিল, যাবৎ সে প্রাচীর পতিত না হয়, তাবৎ তাহার তোমাদের সমস্ত দ্বার অবরোধ করিয়া থাকিবে; তাহারা তোমাদের প্রভু পরমেশ্বরের দত্ত সমস্ত দেশের সমস্ত a ৩ দ্বারে তোমাদিগকে অবরোধ করিবে। এই রূপে তোমাদের অবরোধ সময়ে তোমাদের শত্ৰুগণ তোমাদিগকে ক্লেশ দিলে তোমরা আপন ২ শরীরের ফল অর্থাৎ প্ৰভু পরমেশ্বরের দত্ত তোমাদের পুত্ৰগণ ও কন্যাগণের দ্বিতীয় বিবরণ। $ఫెలి মাংস ভোজন করিব। এব^ তোমাদের মধ্যে যে পুরুষ ও • কোমল ও মৃদুস্বভাব হয়, সে আপন ভাতার ও বক্ষস্থিত ভাৰ্য্যার ও অবশিষ্ট বালকদের প্রতি কুদৃষ্টি করিবে। এবং অবরোধ সময়ে সমস্ত খাদ্যের অভাব হইলে ও তাবৎ দ্বারে শত্ৰুগণ তোমাদিগকে ক্লেশ দিলে সে অাপন খাদ্য সন্ততির মাথস তাহাদের কাহাকেও দিবে না। আর যে স্ত্রী কোমলতা ও মৃদুস্বভাব প্রযুক্ত আপন পদতল ভূমিতে রাখিতে সাহস করে নাই, তোমাদের মধ্যবৰ্ত্তিন সেই কোমলাঙ্গী ও মৃদুস্বভাবনারী আপন বক্ষঃস্থিত স্বামির ও পুত্রের ও কন্যার প্রতি কুদৃষ্টি করবে। এবং তোমাদের শত্ৰুগণ দ্বার অবরোধদ্বারা তোমাদিগকে যে ক্লেশ দিবে,তৎপ্রযুক্ত ঐ স্ত্রী খাদ্যের অভাবে আপনার দুই পায়ের মধ্যহইতে নিৰ্গত গৰ্বপুঞ্চপকে ও প্রসবিত বালককে গুপ্ত রূপে ভোজন করিবে। আর তোমরা শ্রীযুক্ত ও ভয়ানক, এই নাম বিশিষ্ট তোমাদের প্রভূ পরমেশ্বরকে যেন ভয় কর, এই জন্যে এই পুস্তকে লিখিত সমস্ত ব্যবস্থার কথা মনোযোগ করিয়া যদি পালন না কর; তবে পরমেশ্বর আশ্চর্য রূপে তোমাদের ও তোমাদের বংশের প্রতি আঘাত করিবেন ; ফলতঃ বহুকালস্থায়ি মহা আঘাত ও বহুকালস্থায়ি ব্যথাজনক রোগ; এবং তোমরা যাহা ভয় কর, সেই মিন্দ্রীয় মহাব্যাধি সকল তোমাদের মধ্যে আনিবেন ; তাহাতে তাহার তোমাদিগেতে আশ্রয় করিবে। তদ্ভিন্ন যাহা এই ব্যবস্থাপুস্তকে লিখিত নাই, এমত প্রত্যেক রোগ ও আঘাত তোমাদের বিনাশ না হওন পৰ্য্যন্ত তোমাদের প্রতি পরমেশ্বর আনিবেন। তাহাতে তোমরা তারার ন্যায় বহুসংখ্যক হইলেও অল্পসংখ্যক অবশিষ্ট থাকিবা; কেননা তোমরা আপন প্রভু পরমেশ্বরের বাক্য মান্য করিলা না। অার পরমেশ্বর তোমাদের মঙ্গলার্থে ও তোমাদের বৃদ্ধি করিতে যেমন আহলাদিত ছিলেন, সেই রূপ তোমাদিগকে বিনাশ করিতে ও লোপ করিতে আহলাদিত হইবেন; এবং তোমরা যে দেশ অধিকার করিতে যাইতেছ, তাহাহইতে দূরীকৃত হইব। পরমেশ্বর তোমাদিগকে পৃথিবীর এক সীমাহইতে অন্য সীমা পর্যন্ত সমস্ত জাতিদের মধ্যে ছিন্নভিন্ন করবেন, এব^ তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের অজ্ঞাত কাষ্ঠ পাষাণময় দেবগণকে সে স্থানে সেবা করিব। এবং সে জাতিদের মধ্যে কোন সুখ পাইবা না, ও তোমাদের পদতলের বিশ্রাম হইবে না; কিন্তু পরমেশ্বর সেস্থানে তোমাদিগকে অন্তঃকরণের কম্প ও চক্ষুঃক্ষীণতা ও মনেতে শোক দিবেন। তোমরা প্রাণের বিষয়ে নিরাশ হইবা,ও দিবারাত্রি শঙ্কা করিব,ও আপিন প্রাণ o o w o LS0SS0S SAAAASAASAAASSS S BSBBSBS S BB BSBS S LSS ه دll-]8 و , a b] fR اده و هه ;ه –[s२-९ २]ण्झि ०; ১৭ - ১৭ ; ২২-২১ । ল ১১ ; ৪ ১-৪৪ ৷ ২ ১ ; ૨ ૦-૨ 81ા-[૧ ર] ঘির ৩৪ ; ৭।–[৫৩-৪ ৭] লে ২৬, ২৯ ৷ ২ রা ও ; ২৪-৩ • । DDD S0 DD DDDDS 00SS BBBS BSBBSBS S B SggLS0S ggg SBBB SDASgg sol o es 1 o ; ; 1,3 y u— se sto s; o,s u SBBk kBBB BB BB BB BDDS SDSSS BBB SBkS kBBS S () লাধুল।