পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদি পরে ঈশ্বর নোহকে কহিলেন, তুমি এখন আপন স্ত্রী ও পুত্ৰগণ ও পুত্রবধূগণকে সঙ্গে লইয়া জাহাজহইতে নাম। এবং তোমার সহিত যে পশু ও পক্ষী ও পৃথিবীর উরোগামী প্রভৃতি জীবজন্তু আছে,সেই সকলকে তোমার সঙ্গে বাহিরে অনি; তাহাতে তাহারা পৃথিবীতে অনেক ৮ হউক এবং পৃথিবীতে প্রজাবন্ত ও বহুবংশ হউক। তখন নেহি আপন স্ত্রী ও পুত্ৰগণ ও পুত্রবধূগণকে সঙ্গে লইয়া ৯ জাহাজহইতে নামিল। এবং স্ব ২ জাত্যনুসারে প্রত্যেক পশুও পক্ষীওউরোগামীও তাবৎ ভূচর জন্তু নিৰ্গত হইল। অনন্তর নোহ পরমেশ্বরের উদ্দেশে যজ্ঞবেদি নির্মাণ করিয়া কতক শুচি পশু ও শুচি পক্ষী লইয়া বেদির ১ উপরে হোম করিল। তাহাতে পরমেশ্বর তাহার *সৌরভ আত্মাণ করিয়া মনে ২ কহিলেন, মনুষ্যদের দোষে পৃথিবীকে আর অভিশাপ দিব না ; যদ্যপি বাল্যকালাবধি মনুষ্যের মনের কল্পনা দুষ্ট, তথাপি যেমত করি, লাম,সেমত আর কখনো তাবৎ প্রাণিকে সংহার করিব ২ না। যে পৰ্য্যন্ত পৃথিবী থাকে,তাবৎ বপনের ও ছেদনের সময়, এবং শীত ও গ্রীষম,এবং গ্রীষমকাল ও শীতকাল, এবং দিব ও রাত্রি, এই সকলের নিবৃত্তি হইবে না। ৯ অধ্যায় । ১ নোহের পুতি ঈশ্বরের আশীৰ্বাদ, ৮ ও নোহের সঙ্গে ঈশ্বরের নিয়ম স্থির করুন, ১৮ ও নোহের যত্ত হওনের বৃত্তান্ত ও কনিষ্ঠ পুত্র হয়েকে অভিশাপ দেওন, ২৮ ও নোহের মৃত্যু । ১ পরে ঈশ্বর নোহকে ও তাহার পুত্ৰগণকে এই অশিীবাদ করিলেন,তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হইয়া পৃথি২ বীকে পরিপূর্ণ কর। পৃথিবীর তাবৎ পশুওখেচর পক্ষী ও ভূচর উরোগামি জন্তু ও সমুদ্রের মৎস্য সকলেই তোমাদের হইতে ভীত ও শঙ্কাযুক্ত হইবে, এই সকল ৩ তোমাদের হস্তুে সমপিত আছে। প্রত্যেক গমনশীল প্রাণী তোমাদের খাদ্য হইবে, আমি হরিদ ওষধির a ন্যায় এই সকল তোমাদিগকে দিলাম। কিন্তু সজীবন অর্থাৎ সরক্ত মাংস ভোজন করিও না। আমি তোমাদের ও জীবনরূপ রক্তপাতের পরিশোধ লইব ; আমি পশুর নিকটে ও মনুষ্যের নিকটেও তাহার পরিশোধ লইব ; প্রত্যেক মনুষের f নিকটেই মনুষের জীবনের পরি ও শোধ লইব। যে কেহ মনুষ্যের রক্তপাত করিবে, মনুষ্যকর্তৃক তাহার রক্তপাত হইবে ; কেননা পরমেশ্বর আপন সাদৃশ্যে মনুষ্যের সৃষ্টি করিয়াছেন তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, এবং পৃথিবীতে বহুতর হইয়া বদ্ধিষ্ণু হও । ৮ অপর ঈশ্বর নোহকে ও তাঁহার সঙ্গি পুত্ৰগণকে অধ্যায় ] o পুস্তক l 영 কহিলেন, দেখ, তোমাদের ও তোমাদের ভাবিব^শের ৯ ও তোমাদের সঙ্গি জাহাজহইতে নিগত গ্রাম্য ও ১৪ বন্য পশু ও পক্ষি প্রভৃতি পৃথিবীস্থ তাবৎ প্রাণির সহিত আমি নিয়ম স্থির করি । আমি তোমাদের ১১ সহিত এই নিয়ম স্থির করি, জলপলাবনের দ্বারা তাবৎ প্রাণী আর বিনষ্ট হইবে না;এবং জলপলুবিনের দ্বার পৃথিবীও আর কখনো বিনষ্ট হইবে না। ঈশ্বর আরো ১২ কহিলেন, আমি তোমাদের ও তোমাদের সঙ্গি তাবৎ প্রাণির ও ভাবিব^শের সহিত যে নিয়ম স্থির করি, তাহার এই এক চিহ্ন থাকিবে । আমি মেঘে আপন ১৩ ধনুঃ স্থাপন করি, তাহ পৃথিবীর সহিত আমার নিয়মের চিহ্ন হইবে। যে সময়ে আমি পৃথিবীর উদ্ধে ** মেঘের সঞ্চার করিব, এবং সেই মেঘধনু দৃষ্ট হইবে, তৎকালে তোমাদের ও প্রত্যেক প্রকার প্রাণির ১৭ সহিত আমার এই নিয়ম আছে, ইহা অামার স্মরণে হইলে তাবৎ প্রাণি বিনাশের জন্যে আর জলপলাবন হইবে না। কেননা মেঘধনুকের প্রতি আমার দৃষ্টি, ১৬ পাত হইলে পৃথিবীস্থ তাবৎ প্রাণির সহিত আমার চিরস্থায়ি নিয়ম আছে, ইহা আমার স্মরণে আসিবে। ঈশ্বর নোহকে কহিলেন, পৃথিবীস্থ সমস্ত প্রাণির সহিত ১৭ আমার স্থাপিত নিয়মের এই লক্ষণ হইবে। ঐ শাম ও হাম ও যেফৎ নামে নোহের যে তিন পুত্র ১৮ জাহাজহইতে বহির্গত হইল,তাহাদের মধ্যে হাম কিনান বংশের পূর্বপুরুষ ছিল। নোহের এই তিন পুত্রের ১৯ ব^শেতে তাবৎ পৃথিবী ব্যাপ্ত হইল। পরে নোহ কৃষি ২• কর্মে প্রবৃত্ত হইয়া দ্রাক্ষাক্ষেত্র করিল। তাহাতে সে ২১ রস পান করিয়া মত্ত হইয়া তাম্বুর মধ্যে বিবস্ত্র হইয়া পড়িল। তাহাতে কিনানের পিতা হাম আপন ২২ পিতাকে উলঙ্গ দেখিয়া বাহিরে আপন দুই ভুতাকে সমাচার দিল। তখন শাম ও যেফৎ তাহার বস্ত্ৰ লইয়া ২৩ স্কন্ধেতে রাখিয়া পশ্চাৎ হাটিয়া উলঙ্গ পিতাকে আচ্ছাদিত করিল, তাহারা পশ্চাৎ হাটিয়া পিতার উলঙ্গত দেখিল না। পরে নোহ দ্রাক্ষারসের নিদ্রাহইতে ২৪ জাগৃত হইয়া আপন কনিষ্ঠ পুত্রের আচরণ জানিয়া কহিল। কিনান অভিশপ্ত হউক ॥, সে আপন ভুতা- ২৭ দের দাসানুদাস হইবে। সে আরো কহিল, শামের ২৪ প্রভু পরমেশ্বর ধন্য হউন; কিনান শামের দাস হইবে, ও ঈশ্বর যেফতের উন্নতি করিবেন; তাহাতে সে শামের ২৭ তাস্তুতে বাস করিবে, ও কিনান তাহার দাস হইবে। জলপলাবনের পরে নোহ আর তিন শত পঞ্চাশ ২৮ বৎসর বাচিল। এব^ নোহ সৰ্ব্বশুদ্ধ নয় শত পঞ্চাশ ২৯ বৎসর বয়সের সময়ে প্রাণত্যাগ করিল। Cosls o; so, se ll— o a J s; ss. LLS S S S B BBS BS BS BS BBS ggSggS BB SL0SS LLL L S BBBS S S S S S gg S BBBS S SK BBS gAS B BBS SSAAAAS00LLS BtS 0SS AAAAS LS BBSK eAAS SSLLSLSL S LS0S S BB BS BB AAgS BB MLSSSLSLS স্ট্রে, ১৭; ২৬ it SSS SBBSS BBB SBBS BBBB BBB BBSS SBBSS BBBBB BBBS SS BBBBS