পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায় ।] নিকটে উপস্থিত হইল, এবং তখনি পার না হইয়া সে ছ স্থানে রাত্রি যাপন করিল। তিন দিবসের পর সেনাপতিগণ শিবিরের মধ্য দিয়া যাইয়া লোকদিগকে এই ও আজ্ঞা করিল ; যে সময়ে তোমরা আপনাদের প্রভূ পরমেশ্বরের নিয়মসিন্দুককেও তাহার বহনকারি লেবীয় যাজকগণকে দেখিবা, তৎকালে তোমরা যেন আপ নাদের গন্তব্য পথ জানিতে পার,এই জন্যে আপনাদের স্থানহইতে যাইয়া তাহার পশ্চাৎ গমন করিব ; কেননা তোমরা পূৰ্ব্বে * সে পথ দিয়া কখনো যাও নাই । কিন্তু তাহার ও তোমাদের মধ্যে দুই সহস্ৰ হাত ভূমি ব্যবধান থাকিবে ; তাহার আর নিকটবৰ্ত্তী হুইব না। * পরে যিহোশুয় লোকদিগকে কহিল, কল্য পরমেশ্বর তোমাদের মধ্যে আশ্চৰ্য্য ক্রিয়া করিবেন, অতএব তোমরা আপনাদিগকে পবিত্র কর । এবং যিহোশুয় যাজকদিগকে আজ্ঞা করিল,তোমরা নিয়মসিন্দুক লইয়া লোকদের অগ্রগামী হইয়া পার হও; তাহাতে তাহারা নিয়মসিন্দুক লইয়া লোকদের অগ্ৰে ২ গমন করিল। * তখন পরমেশ্বর যিহোশূয়কে কহিলেন,আমি যে রূপ মূসার সহিত ছিলাম, তোমার সহিতও তদ্রুপ আছি, ইহা যেন ইস্রায়েল বখশ জানিতে পারে, এই জন্যে আমি অদ্যাবধি তাহাদেব সকলের সাক্ষাতে তো৮ মাকে গৌরবান্বিত করিতে আরম্ভ করি। তুমি নিয়মসিন্দুকবাহি যাজকগণকে এই আজ্ঞা কর, তোমরা যদ্দন নদীর জলের ধারে উপস্থিত হইয়া সেই স্থানে যদনে স্থগিত হও । ৯ তাহাতে যিহোশূয় ইস্রায়েল বংশকে কহিল, তোমর এই স্থানে আসিয়া আপন প্রভূ পরমেশ্বরের কথা * শুন। যিহোশূর আরো কহিল, অমর পরমেশ্বর যে তোমাদের মধ্যে আছেন, এবং কিনানীয় ও হিন্তীয় ও হিীয় ও পিরিষীয় ও গিগাশীয় ও ইমোরীয় ও ঘিবুষীয় লোকদিগকে তোমাদের সম্মুখহইতে নিঃসন্দেহে দূর করবেন, তাহা তোমরা ইহাদ্বারা জানিতে পা১১ রিবা। দেখ, তাবৎ জগতের ঈশ্বরের নিয়ম সিন্দুক ১২ তোমাদের অগ্লে ২ যদ্দনে যাইতেছে। তোমরা ইস্রায়েলের এক ২ বঙ্গ শহইতে এক ২ জন, এই রূপে বারো ১৩ বখশহইতে বারো জন মনুষ্যকে গ্রহণ কর। পরমেশ্বরের অর্থাৎ তাবৎ জগতের ঈশ্বরের নিযমসিন্দুকবাহি যাজকদের পদতল যদনের জলে সপশ হইবামাত্র ঐ যদনের জল অর্থাৎ নীচগামি স্রোত সৰ্ব্বতোভাবে ছিন্ন হইয়। রাশীকৃত হইয়া থাকিবে। শস্যচ্ছেদনের তাবৎ সময়ে যদ্দনের জল সমস্ত তীরের উপরে উঠিত; তখন লোকেরা যদ্দন পার হইতে - 8 S BBBBS B S0S0SS 0S0SK 0S000SS LL 00S যিহোশয়। আপন ২ শিবির ছাড়িয়া আইল, এবং যাজকগণ নিয়মসিন্দুক বহন করিয়া লোকদের অগ্রসর হইল। এবং সিন্দুক বহনকারিগণ যদনের নিকটে উপস্থিত হইলে, ঐ সিন্দুকবাহি যাজকগণ যদ্দনের জলেতে পাদসপশ করিবামাত্র নীচগামি স্রোতের জল স্থগিত হইয়া সত্তনের নিকটবর্তি অদিম নগর অবধি অতিদূরে রাশীকৃত হইয়। উঠিয়া রহিল,এবং প্রান্তরের সমুদ্রের অর্থাৎ লবণ সমুট্রের প্রতি গত ভাটির জল ছিন্ন হইয়া হ্রাস পাইল; তা হাতে লোকেরা ঘিরীহোর সম্মুখে পার হইয়া গেল। কিন্তু যে পৰ্য্যন্ত তাবৎ লোক নিঃশেষে পার না হইল, তাবৎ পরমেশ্বরের নিয়মসিন্দুকবাইি যাজকগণ যদ্দনের মধ্যে শুষক ভূমিতে দাড়াইয়া স্থির হইয়া থাকিল; তাহাতে সমস্ত ইসুয়েল বংশ শুষক ভূমি দিয়াপার হইয়া গেল। ৪ অধ্যায় । ১ যদ্দন হইতে বীরে পস্তর লওন ও যদ্দনেতে অন্য বারে। পুস্তর স্থাপন ১৪ s" লোকদের পর হওনের কথH ১৯ ও গিল্ফালে চিহ্নীয়ে ঐ বারে পুস্তর স্থাপন করণ। এই রূপে লোকেরা নিঃশেষে যদ্দন নদী পার হইলে পর পরমেশ্বর যিহোশূয়কে কহিলেন, তুমি লোকদের একই বংশের মধ্যহইতে এক ২জন,এমত বারো জন গ্রহণ করিয়া তাহাদিগকে এই আজ্ঞা কর; যে স্থানে যাজকদের চরণ স্থির ছিল, যদ্দনের সেই মধ্যস্থানহইতে বারো প্রস্তর গ্রহণ করিয়া আপনাদের সঙ্গে পারে লইয়। যাও, এবং অদ্য রাত্ৰিতে তোমরা যে স্থানে প্রবাস করিব, তোমাদের সেই প্রবাসস্থানে তাহা রাখিও। তাহাতে যিহোশূয় ইসুয়েল বংশের প্রত্যেক বংশহইতে এক২ জন করিয়া যে বারো জন প্রস্তুত করিয়াছিল, তাহাদিগকে ডাকিয়া এই আজ্ঞা করিল; তোমরা আপনাদের প্রভু পরমেশ্বরের সিন্দুকের অগ্রগামী হইয়া যদ্দনের মধ্যস্থানে যাও ; ইস্রায়েল লোকদের বংশের সংখ্যানুসারে প্রত্যেক জন এক২ প্রস্তর স্কন্ধে গ্রহণ কর। তাহাতে ভাবি সময়ে তোমাদের সন্তানগণ এই প্রস্তুরের অভিপ্রায় কি? ইহা জিজ্ঞাসা করিলে তোমাদের মধ্যে ইহা চিহ্নস্বরূপ হইবে। তখন তোমরা উত্তর করিব, পরমেশ্বরের নিয়মসিন্দুকের সম্মুখে যদনের জল ছিন্ন হইল, ও তাহার ঘদন পার হওন সময়ে যদনের জল ছিন্ন হইল, এবং এই প্রস্তর ইস্রায়েল বংশের স্মরণাথে সৰ্ব্বদা থাকিবে। পরে পরমেশ্বর যিহোশূয়কে যেমন কহিয়াছিলেন এবং যিহোশূয় লোকদিগকে যেমন কহিয়াছিল, তদনুসারে লোকেরা ইস্রায়েলের বারো বংশানুসারে যদ্দন নদীর মধ্যহইতে বারো প্রস্তুর তুলিয় আপনাদের সঙ্গে প্রবাসের २ ॥--[8] य1 २२ ; २ ९ ti-[१] यn २२ ; S LLS0 BB D S D S S D S S0S ee SeeS S LL SSS0SSS SS SS0 DDD SDSDSS DD SLLL SS S0S 00SS BSBBSBS S BBS BBS SSS LLSSSSAAAAAAS CSAD SDS D SDS S BBBS BSBSS00 BSBSS00 B DDDSBBS SSSBBS 00SA 00L ttS S LLS S K AAAA L

  • (ইনু) কল্য ও পরস্থ (ইব) কলা ।

20:3 ২০৩ > *

  • *

> o