পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ অধ্যায়।] দিবসেই তাহার দেশের পুরাতন শস্যদ্বারা তাড়ীশূন্য কুটী ও ভজ্জিত শস্য ভোজন করিল। পরদিবসে অর্থাৎ তাহাদের দেশের পুরাতন শস্য | ভোজনের দিবসে মান্না নিবৃত্ত হইল ; তদবধি ইসুায়েল বংশ আর মান্না পাইল না, তাহার সেই বৎসর কিনান দেশের ফল ভোজন করিল। ও পরে মিহোশয় ফিরহের নিকটস্থ হইয়া চকুতুলিলে। আপনার সম্মুখে নিষেকাষ খড়গ হস্তে এক ব্যক্তিকে দণ্ডায়মান দেখিল; তাহাতে যিহোশয় তাহার নিকটে গিয়া,তমি আমাদের কি আমাদের শত্রুপক্ষের লোক? ১। ইহা জিজ্ঞাসা করিল। তাহাতে তিনি কছিলেন, আমি পরমেশ্বরের সৈন্যের সেনাপতি * হইয়া এখন আইলাম; তখন যিহোশূয় ভূমিতে উবুড় হইয়া পড়িয়া তাহাঁকে প্রণাম করিয়া কহিল, হে আমার প্রভো, আপন । * দাসের প্রতি আজ্ঞা কি ? তাহাতে পরমেশ্বরের সেনাপতি যিহোশূয়কে কহিলেন, তুমি আপন পদ হইতে পাদুকা দূর কর,কেননা তুমি যে স্থানে দাড়াইয়া আছ, সে পবিত্র স্থান ; তখন যিহোশূয় তাহা করিল। ২৩ অধ্যায়। ৯ মিরীহে নগরের কন্ধ হওন, ২ ও তাহার অবরোধ করিতে ঈশ্বরের অণজ্য, ১২ ও সিন্দুক তুলিয়া যাজকদের নগর বেঞ্চন করণ, ১৭ ও নগরের শাপগ্রন্ত হওন, ২০ ఆరో ভল্ল হওন ও নগরের পরাস্ত হওন, ২৮ ও তাহ পুনৰ্বার নিৰ্ম্মাণ করলে নিষেব । ১ সেই সময়ে লোকেরা ইসু'য়েল বংশের ভয়ে ষিরীহে নগর রোধ করিয়া অবরুদ্ধ হইলে কেহ বাহিরে কি অন্তরে গমনাগমন করে নাই। তাহাতে পরমেশ্বর যিহোশূয়কে কহিলেন, দেখ, আমি এই ষিরীহে নগরকে ও তাহার রাজাকে ও বলবান যোদ্ধৃগণকে তোমার হস্তে সমপণ করি। তোমরা সমস্ত সৈন্যের সহিত ঐ নগর বেষ্টন করিয়া প্রত্যেক দিনে এক বার প্রদক্ষিণ করি বা ; এই রূপে ছয় দিবস করিব। এবং সাত জন যাজক সিন্দুকের অগ্রসর হইয়া মহাশব্দকারি সাত তুরী বহন করিবে; পরে সপ্তম দিবসে তোমরা সাত বার সেই নগর প্রদক্ষিণ করি ব1, এবং যাজকগণ তুরী বাজাইবে । এবং তাহারা উচ্চৈঃস্বরে মহাশব্দকারি তুরী বাজাইলে তাহ শুনিয়া সমস্ত লোক উচ্চৈঃশব্দ করিবে ; তাহাতে নগরের প্রাচীর পড়িয়া সমভূমি হইবে, তাহাতে লোকের প্রত্যেক ডন আপন২ সন্মুখস্থিত সরল পথ দিয়া প্রকেশ করিবে। * পরে নুনের পুত্ৰ যিহোশূয় যাজকগণকে ডাকিয়া কহিল, তোমরা নিয়মসিন্দুক তুল,এবং সাত জন যাজক পরমেশ্বরের সিন্দুকের অগ্রসর হইয়া মহাশব্দকারি o R. R. যিহোশূয়। ২০৫ সাত তুরী বহন করুক। এবং সে লোকদিগকে কহিল, ৭ তোমরা অগ্রসর হইয়া নগর বেষ্টন কর, এবং যে কেহ সুসজ্জ আছে, সে পরমেশ্বরের সিন্দুকের অগ্রসর হইয়া গমন করুক। তাহাতে লোকদের প্রতি যিহোশূ- ৮ য়ের আজ্ঞানুসারে মহাশব্দকারি সাত তুরীবাহি সাত জন যাজক তুরী বাজাইতে ২ পরমেশ্বরের অগ্রগামী হইল, এবং পরমেশ্বরের নিয়মসিন্দুক তাহাদের পশ্চাৎ ২ চলিল। এবং সুসজ্জ লোকের তুরীবাদক = যাজকদের অগ্রসর হইয়া চলিল, এবং যাজকগণ যাইতে তুরীধ্বনি করিলে পশ্চাদগামি লোকেরা সিন্দু কের পশ্চাৎ ২ গমন করিল। তখন যিহোশূয় লোক- ১৭ দিগকে কহিল, তোমরা উচ্চৈঃশব্দ করিব না, ও অাপন ২ স্বরে কিছু শব্দ করিব না, তোমাদের মুখ হইতে কোন কথা নিগত হইবে না ; পরে আমি যে দিবসে উচ্চৈঃশব্দ করিতে তোমাদিগকে আজ্ঞা করিব, সে দিবসে তোমরা উচ্চৈঃশব্দ করি বা । অনন্তর তাহারা পরমে- ১১ শ্বরের সিন্দুক নগরের চতুদিগে এক বার প্রদক্ষিণ করাইয় তাহ বেষ্টন করিয়া আপন ২ শিবিরে আসিয়া শিবিরে প্রবাস করিল। অপর যিহোশূয় অতি প্রত্যুষে উঠিল, এবং যাজ- ১২ কগণ পরমেশ্বরের সিন্দুক তুলিল। এবং মহাশব্দকারি ১৩ সাত তুরীধারী পরমেশ্বরের সিন্দুকের অগ্রগামী হইয়। অনবরত তুরী বাজাইল,এবং সুসজ্জ লোকেরা তাহাদের অগ্রসর হইয়া চলিল, এবং যাজকগণ যাইতে ২ তুরীধ্বনি করিলে পশ্চাদগামি লোকেরা পরমেশ্বরের সিন্দুকের পশ্চাৎ ২ গমন করিল। দ্বিতীয় দিবসে ১৪ তাহার এক বার নগর প্রদক্ষিণ করিয়া শিবিরে ফিরিয়া অাইল ; তাহার1 ছয় দিবস এই রূপ করিল। পরে সপ্তম দিবসে তাহার প্রত্যুষে অরুণোদয় সময়ে ১৭ উঠিয়া সাত বার নগর প্রদক্ষিণ করিল, কেবল এই দিবসে তাহার। সাত বার নগর প্রদক্ষিণ করিল। অপর সপ্তম বারে যাজকগণ তুরী বাজাইলে যিহোশূয় শু লোকদিগকে কহিল, পরমেশ্বর তোমাদিগকে নগর দিলেন, তোমরা উচ্চৈঃশব্দ কর। এই নগর অর্থাৎ নগর ও নগরস্থ সমস্ত বস্তু পরমে- ১৭ স্বরের শাপগ্ৰস্ত ; হইবে তাহার মধ্যে কেবল রহিব, বেশ্য অর্থাৎ সে ও তাহার বাটীস্থিত সমস্তু সঙ্গি লোক বাঁচিবে, কেননা সে আমাদের প্রেরিত দূতগণকে লুকাইয়া রাখিয়াছিল। অতএব তোমরা এই শাপগ্রস্ত দ্ৰব্য- ১৮ হইতে আপনাদিগকে রক্ষা করিবা, নতুবা তোমরা সেই শাপ সকল গ্রহণ করিয়া শাপগ্রস্ত হইবা ও ইস্রায়েল বংশের শিবিরস্থ তাবৎ লোককে শাপগ্ৰস্ত করিয়া ব্যামোহ দিবা । কিন্তু তাহাদের রূপার ও স্বর্ণের ও ১৯ [১২]যা 3 ఆ ; ૭૬tા–[ ]ઃ ২৩, ২ °-২৩ প্র ১১; > >-ssll-ն: «յաi օ: 2,8 ll S BBBS BB BSBS S BB LS0 S 0SSS LSS S S u-و د]-ــ[ fد-نه د ; ه ه چ w t sা ২৭ ; ২৮, ২১ । যি ২ ; ১-১৫ u–[১৮] ৭ ; ১, ১১, ১২, ২৫ ৷৷ -

  • (ব) অব্যক্ষ। ৭ (ইবু) রব শুনাইবা । (ব) ও সৃষ্ট ।

205