পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০ ত পিত্তলের ও লৌহের সমস্ত পাত্র পরমেশ্বরের উদ্দেশে পবিত্র হইবে ও পরমেশ্বরের ভাণ্ডারে আনীত হইবে। পরে তুরী বাজাইলে লোকেরা উচ্চৈঃশৰু করিল, এবং তুরীধ্বনি শুনিয়া লোকেরা অতি উচ্চৈঃশব্দ করিবামাত্র নগরের প্রাচীর মৃত্তিকাতে পড়িয়া সমভূমি হইল ; তাহাতে লোকেরা আপন ২ সন্মুখস্থ পথ দিয়া প্রবেশ করিয়া নগর হস্তগত করিল ; এবং খড়গের ধারেতে নগরের স্ত্রী পুরুষ আবাল বৃদ্ধ ও গো মেষ গৰ্দ্দ ভাদি সকলকে নিঃশেষে বিনাশ করিল। কিন্তু যিহোশয় দেশানুসন্ধানকারি দুই লোককে আজ্ঞা করিল,তোমরা আপনাদের দিব্যানুসারে সেই বেশ্যার বাটীতে যাইয়। সেই স্ত্রীকে ও তাহার সমস্তকে বাহির করিয়া আন। তাহাতে সেই দুই সুব চর প্রবেশ করিয়া রাহবকে ও তাহার পিতা মাতা ভাতৃগণকে ও তাহার সর্বস্ব বাহির করিয়া অানিয়া তাহার পরিবারাদি সকলকে ইসুয়েল বংশের শিবিরের বাহিরে রাখিল। পরে তাহারা নাগরকে ও তন্মধ্যস্থিত সমস্ত বস্তুকে অগ্নিদ্বারা দগ্ধ করিয়া তাহাদের রূপা ও স্বর্ণ ও পিত্তল ও লেীহের সমস্ত পাত্ৰ লইয়া পরমেশ্বরের অাবাসের ভাগুীরে রাখিল। কিন্তু যিহোশূর রহিব বেশ্যাকে ও তাহার পিত্রাদি পরিবারকে ও তাহার সৰ্ব্বস্ব রক্ষা করিল ; তাহাতে সে অদ্যাবধি ই সুয়েল বংশের মধ্যে বসতি করে ; কারণ যিরীহোর অনুসন্ধানকারি যিহোশূরের প্রেরিত দূতগণকে সে গোপন করিয়া রাখিয়াছিল। ঐ সময়ে যিহোশূয় দিব্য করিয়া কহিল, যে কেহ উঠিয়া পুনৰ্ব্বার এই ষিরীহে নগর নির্মাণ করিবে, সে পরমেশ্বরের সাক্ষাতে শাপগুস্ত হইবে, ও আপন জ্যেষ্ঠ পুত্রের মৃত্যুর সহিত তাহার পত্তন করিবে, ও কনিষ্ঠ পুত্রের মৃত্যুর সহিত তাহার দ্বার স্থাপন করবে। ঐ যিহোশূয়ের সহিত পরমেশ্বর ছিলেন, ও তাহার সুখ্যাতি তাবৎ দেশে ব্যাপিল। ৭ অধ্যায়। ১ আয়ের নিকটে ইসুয়েল বংশের কতক লোকের যুদ্ধে হত হওন.৬ ও তপস্থার বিষয়ে যিহোশয়ের বিলাপ, ১০ ও তাহার কণরণ ঈশ্বর কর্তৃক প্রকাশিত হওন, ১৬ ও আগ্ৰন ও তাহার দোষ নিশ্চিত হওন, ২২ ও দোষ পুভুক্ত তাহণর সর্বনাশ অপর ই সুয়েল বংশ শাপগ্ৰস্ত বস্তুদ্বারা আজ্ঞা লঙ্ঘন করিল, কেননা যিহুদী বংশীয় সেরহের প্রপৌত্র সন্দির পৌত্র কর্মির পুত্র আখন শাপগ্রস্ত বস্তু গ্ৰহণ করিল, তাহাতে ই সুয়েল বংশের প্রতি পরমেশ্বরের ক্ৰোধ প্রজবলিত হইল। পরে যিহোশূয় ষিরীহোহইতে R. R. R 0. x o > o যিহোশয়। বৈথেলের পূর্বদিকস্থিত বৈথাবনের নিকটস্থ অয়েতে লোক প্রেরণ করিয়া তাহাদিগকে কহিল, তোমরা উঠিয়া যাইয়া দেশ অনুসন্ধান কর; তাহাতে তাহার যাইয়া অয় নগর অনুসন্ধান করিল। পরে তাহারা যিহোশূয়ের নিকটে প্রত্যাগমন করিয়া কহিল, সে স্থানে সকলের ঘাইতে হইবে না; দুই কিন্তু তিন সহসু * লোক যাইয়া আয়কে হস্তগত করুক ; সে স্থানে সকল লোকের পরিশ্রম করিতে হইবে না, কেননা তাহারা অলপ লোক। তাহাতে তিন সহস্ৰ লোক সে স্থানে যাত্রা করিয়া অয়ের লোকদের সন্মুখ হইতে পলায়ন করিল। কেননা আয়ের লোকেরা দ্বার হইতে শিবারীম পৰ্য্যন্ত তাহাদিগকে তাড়না করিয়া অধোগমন পথে তাহাদের প্রায় ছত্রিশ জনকে আঘাত করিল ; তাহাতে ভয়েতে সকলের অন্তঃকরণ জলের ন্যায় দুব झकेल । তখন মিহোশূয় ও ইস্রায়েল বংশের প্রাচীন লোকেরা আপন ২ বস্ত্র চিরিয়া পরমেশ্বরের সিন্দুকের সম্মুখে অধোমুখ হইয়া সন্ধ্যা পৰ্য্যন্ত ভূমিতে পড়িয়া থাকিল; এবং আপন ২ মস্তকে ধূলা ছড়াইল। এবং যিহোশূয় কহিল, হায় ২ হে প্রভো পরমেশ্বর, অামাদিগকে বিনাশ করিতে ইমোরীয়দের হন্তে সমপণ করিবার জন্যে এই লোকদিগকে মদন পার করিয়া কেন আনিলা ? হায় ২ আমরা যদি ক্ষান্ত হইয়া যদনের ও পারে থাকিতাম ! হে প্রভো,ইম্রায়েল বংশ আপন শত্ৰুগণের সম্মুখে পরাভূখী হইলে আমি কি কহিব ? কেননা এই কথা শুনিয়া কিনানীয় ও দেশনিবাসি সমস্ত লোক আমাদিগকে বেষ্টন করিয়া পৃথিবীহইতে আমা. দের নাম লোপ করিবে, তা হাতে আপন মহানামের নিমিত্তে তুমি কি করিব ? তাহাতে পরমেশ্বর যিহোশয়কে কছিলেন, তুমি অধোমুখ হইয়া কেন পড়িয়া আছ ? উঠ, ইস্রায়েল বংশ আমার আজ্ঞাপিত নিয়ম লঙঘন করিয়া পাপ করিল ; তাহার। সেই শাপগুস্ত দ্রব্য গ্রহণ করিল ও চুরি করিল ও তদ্বিষয়ে প্রতারণা করিয়া তাহ আপ নাদের সংস্থানের মধ্যে রাখিল। এই জন্যে ইসুয়েল বংশ আপন শত্ৰুগণের সম্মুখে স্থির থাকিতে না পারিয়া শত্ৰু হইতে পরাজুখ হইল, কেননা তাহারা শাপগুস্ত; কিন্তু সেই শাপগুস্তকে তোমাদের মধ্যহইতে বিনষ্ট না করিলে আমি আর তোমাদের সঙ্গে থাকিব না। উঠ, তুমি লোকদিগকে পবিত্র করণাথে কহ, তোমরা কল্যের জন্যে পবিত্র হও, কেননা ইস্রায়েলের প্রভু পরমেশ্বর এই কথা কহেন, হে ইস্রায়েল বংশ, তোমাদের মধ্যে শাপগ্ৰস্ত বস্ত আছে, তাহ তোমাদের S BBSBBS BB BBSBSS00 B DDS BBSBBS B BB BB00 BBSBBS AAAAA AAAAS00S00S0S DD S K BBS BB S BS BB BSBS S B S S S AAAA S [৭ অব্য; ১] ১ বা ২ ; ৭ ॥—[২] অ’ ১২; gS 0 BB BBSS S B S S B S S BB BS BB LL LS LS SSSS DDS SSDDS BB SBBBS BBSBBS D S S AAS BD DD AA D **, ૧ જ lા 206

  • (ইন্দ্র) দুই সহসু বা তিন সহসু (ইত্ৰ) গ্রীবা।

[৭ অধ্যায়। >