পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ।] মধ্যহইতে দূর না করিলে তোমরা আপনাদের শত্ৰু সম্মুখে স্থির থাকিতে পারিব না। অতএব তোমরা প্রাতঃকালে মহাবংশানুসারে সকলে আনীত হইবা ; তাহাতে পরমেশ্বর কতৃক যে মহাবংশ নিশ্চিত হইবে, সে মহাব^শের প্রত্যেক বxশ আসিবে ; ও পরমেশ্বর কর্তৃক যে বংশ নিশ্চিত হইবে, তাহার প্রত্যেক বাটী আসিবে ; ও পরমেশ্বর কর্তৃক যে বাটী নিশ্চিত হইবে, তাহার প্রত্যেক পুরুষ আসিবে। তাঁহাতে শাপগ্ৰস্ত দ্রব্য গহণকারি যে জন ধরা পড়িবে, সে ও তাহার সৰ্ব্বস্ব অগ্নিতে দগ্ধ হইবে, কেননা সে পরমেশ্বরের নিয়ম লঙ্ঘন করিল ও ইস্রায়েল বংশে দুষকর্ম করিল। পরে যিহোশূয় প্রত্যুষে উঠিয়া ইসুয়েল লোককে আপন ২ মহাবংশানুসারে আনিল ; তাহাতে যিহুদা বখশ নিশ্চিত হইল। পরে সে যিহুদার প্রত্যেক বংশকে আনিলে সেরহের বংশ নিশ্চিত হইল ; পরে সে সেরহের বংশকে পুরুষানুক্রমে আনিলে সন্ধির বাটী ৮ নিশ্চিত হইল। পরে সে তাহার পরিজনগণকে পুরুষানুক্রমে আনিলে যিহুদাবশের সেরহের প্রপৌত্র ৯ সক্রির পৌত্র কর্মির পুত্র আখন নিশ্চিত হইল। তখন যিহেীশূর আখনকে কহিল, হে আমার বৎস, আমি বিনয় করি, তুমি ইস্রায়েলের প্রভূ পরমেশ্বরের গৌরব করিয়া তাহার কাছে দোষ স্বীকার কর, এবং কি করিয়াছ তাহ আমাকে কহ ; আমাহইতে তাহ গোপন ২• করিও না। তাহাতে আখন যিহোশূয়কে কহিল, আমি ইসুয়েলের প্রভূ পরমেশ্বরের প্রতিকুলে পাপ করিয়াছি, সে সত্য; আমি অমুক ২ কাৰ্য্য করিয়াছি। অথাৎ আমি লুটিত দ্রব্যের মধ্যে উত্তম এক বাবিলীয় * বস্ত্র ও দুই শত শেকল রূপ ও পঞ্চাশ শেকল পরিমাণে একথান স্বর্ণী দেখিয়া লোভেতে তাহা গ্রহণ করিলাম ; দেখ, তাহা আমার তাস্তুর মধ্যে মৃত্তিকাতে গুপ্ত আছে ও সকলের নীচে রূপ আছে। ২২ তাহাতে যিহোশূর দূত প্রেরণ করিলে দূতের দৌড়িয়া গিয়া তাহার তাম্বু মধ্যে গুপ্ত সেই সকল ও তাহার নীচে ইভ স্থিত রূপ দেখিল। তখন তাহারা তাম্বুর মধ্যহইতে সে সকল লইয়া যিহোশূয়ের ও ইস্রায়েলের সমস্ত বংশের কাছে আনিল,এবং পরমেশ্বরের সম্মুখে তাহা বিস্তার † ২ করিল। পরে যিহোশূয় ও ইসুয়েল বংশের সমস্ত লোক সেরহ বংশীয় অাখনকে ও তাহার রূপা ও বস্ত্র ও স্বর্ণের থান ও পুত্ৰগণ ও কন্যাগণ ও গো গৰ্দভ মেষ ও তাম্বুও তাহার সৰ্ব্বস্ব গ্রহণ করিয়া আখোরের তল২৫ ভূমিতে আনিল। পরে যিহোশূয় তাহাকে কহিল, তুমি অামাদিগকে কেন ক্লেশ দিলা ? এই দিনে পরমেশ্বর তোমাকে ক্লেশ দিবেন; পরে ইস্রায়েলের তাবৎ বংশ প্রস্তুরাঘাতে তাহাদিগকে বধ করিল, এবং প্রস্তুরাঘাত যিহোশয়। ২০ ? করিলে পর তাহাদিগকে দগ্ধ করিল। পরে তাহার উপরে ২৬ প্রস্তুরের বড় রাশি করিল, সেই রাশি অদ্যাপি বৰ্ত্তমান আছে ; এই রূপে পরমেশ্বর অপেন প্রচণ্ড ক্রোধহইতে নিবৃত্ত হইলেন ; এই জন্যে সেই স্থান অদ্যপি আখোরের (ক্লেশের) তলভূমি নামে বিখ্যাত আছে। ৮ অধ্যায় । ১ যিহোশয়কে পরমেশ্বরের আশ্বাস দেওন ও যিহোশয়ের সেনাগণকে গোপনে থাকিতে অতি দেওন, ৯ ও অয় নগর আণত্রয়ণ, ১৪ ও নগর ও লোক সকলের বিনাশ, ৩০ ও বেদি নিৰ্ম্মণ ও ব্যবস্থার শাপ ও আশীৰ্বাদ পুচার করণ। পরে পরমেশ্বর যিহোশূয়কে কহিলেন, তুমি ভীত ও ২ নিরাশ হইও না ; সমস্ত সৈন্যকে সঙ্গে লইয়া উঠিয়া আয়েতে যুদ্ধযাত্রী কর ; দেখ, অামি আয়ের রাজাকে ও লোকদিগকে ও নগরকেও সমুদয় দেশকে তোমার হন্তে সমপণ করিলাম। তুমি ঘিরীহোর ও তাহার রাজার প্রতি ২ যেরূপ করিলা, অয়ের ও তাহার রাজার প্রতিও তদ্রুপ করিবা ; কেবল তাহার লুটদ্রব্য ও পশু গ্রহণ করিব, এবং তুমি নগরের পশ্চাতে সৈন্য গোপন করিব । তখন যিহোশূয় ও তাবৎ সৈন্য উঠিয়া আয়ের ও বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিল, এবং যিহোশূয় ত্ৰিশ সহস্র বলবান লোকদিগকে মনোনীত করিয়া রাত্রিতে বিদায় করিয়া তাহাদিগকে আজ্ঞা করিল, দেখ, তোমরা ৪ নগরের প্রতিকুলে নগরের পশ্চাৎ গোপনে থাকিব1; নগর হইতে অতি দূরে যাইব না, কিন্তু সকলেই প্রস্তুত থাকিব । পরে অামি ও আমার সঙ্গি লোকেরা নগরের ৫ নিকটে উপস্থিত হইব ; তাহাতে তাহারা প্রথমের ন্যায় আমাদের বিরুদ্ধে বাহির হইলে আমরা তাহাদের অগ্ৰে পলায়ন করিব। আমরা নগরহইতে তাহাদিগকে ৬ অাকর্ষণ করিলে তাহারা বাহির হইয়া আমাদের পশ্চাৎ ২ আসিবে, কেননা ইহার প্রথমে যেমন আমাদের হইতে পলায়ন করিয়াছিল, এখনো সেইরূপ করিতেছে, এই কথা তাহার কহিবে ; আর আমরা যখন তাহাদের সম্মুখ হইতে পলায়ন করিব, সেই ৭ সময়ে তোমরা গোপনস্থানহইতে উঠিয়া হঠাৎ নগর আক্রমণ করি বা ; তাহাতে তোমাদের প্রভূ পরমেশ্বর তাহা তোমাদের হস্তগত করিবেন। তোমরা নগর ৮ হস্তগত করিলে পর পরমেশ্বরের আজ্ঞানুসারে সেই নগর অগ্নিতে দগ্ধ করিবী ; দেখ, ইহা অামি তোমাদিগকে আজ্ঞা করিলাম। এই রূপে যিহোশূয় তাহাদিগকে প্রেরণ করিলে ১ তাহারা যাইয়া আয়ের পশ্চিমে বৈথেলের ও অয়ের মধ্যস্থানে গোপনে থাকিল, কিন্তু যিহোশূয় লোকদের মধ্যে সে রাত্রি যাপন করিল। পরদিবসে যিহোশূয় ১• ও ইস্রায়েল বংশের প্রাচীনগণ প্রত্ব্যুষে উঠিয়া [*७] ७ ; ९ t!-[२५] = *२ ।-[२४] st ७९; २० ॥-[२०] * २ 8 । (श २ ; २५ ॥ [v अदT ; २] fय > ; २ । ७; ९ ॥–[२] ७; ९२, २ 8 ।-[v] * २ ॥

  • (ইব্রু শিনিয়রীয় (ইর এক স্বর্ণ জিহ্বা ; (ইকু प्iलिल।

207