পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ অধ্যায় ] ৯ অধ্যায় । ১ ইসুয়েল বংশের সহিত যুদ্ধকারি রাজগণের কথা ও ও ইসুয়েল বংশের সহিত জলদ্বারা গিবিয়োন লোকদের নিয়ম স্থির করণ ১৬ ও জল পুকাশিত হওন ২২ ও জল পুযুক্ত তাহাদিগকে দাসত্বে নিয়োগ করণ । অপর পর্বতস্থ ও তলভূমিস্থ ও লিবানোন সম্মুখস্থ মহাসমুদ্রের তাবৎ তীরস্থ হিন্দ্রীয় ও ইমোরীয় ও কিনানীয় ও পিরির্ষীয় ও হিন্দ্রীয় ও ঘিবৃষীয় যদ্দনের এপারস্থ ং সমুদয় রাজগণ এই কথা শুনিয়া একমনে যিহোশূয়ের ও ইস্রায়েল বংশের প্রতিকূলে যুদ্ধ করণার্থে সকলে একত্র হইল। ও পরে মিরহোর প্রতি ও অয়ের প্রতি যিহোশূয় যে ২ কর্ম করিয়াছিল,তাহ শুনিয়া গিবিয়োন লোকের ধূৰ্ত্ততা করিয়া গিয়া দূতের বেশ ধারণ করিয়া আপনাদের গৰ্দ্দভগণের উপরে পুরাতন ছালা এবং পুরাতন ও জীর্ণ ও তালীযুক্ত দ্রাক্ষারসের কৃপা চাপাইল। এবং পুরাতন ও তালীযুক্ত জুতা পায়ে দিল ও পুরাতন বস্ত্র গাত্রে * দিল, এবং শুষক ও ছাতাপড় পাথেয় রুটী লইল। পরে তাহারা গিলগলস্থিত শিবিরে যিহোশূয়ের নিকটে যাইয়া তাহাকে ও ইসুয়েল বংশকে কহিল, আমরা দূর দেশহইতে আইলাম,অতএব তোমরা আমাদের সহিত এক নিয়ম স্থির কর । ইস্রায়েল বংশ হিবীয় লোকদিগকে উত্তর করিল,কি জানি তোমরা আমাদের মধ্যস্থ লোক হও, তবে আমরা তোমাদের সহিত কি প্রকারে ৮ নিয়ম স্থির করিতে পারি ? তাহাতে তাহার। যিহোশূয়কে কহিল, আমরা আপনকার দাস ; তখন যিহোশূয় • জিজ্ঞাসা করিল, তোমরা কে ? কোথাহইতে আইলা ? তাহারা কহিল, তোমার দাস আমরা তোমার প্রভু পরমেস্বরের নাম শুনিয়া বহুদূর দেশহইতে আইলাম,কেননা র্তাহার সুখ্যাতি, অর্থাৎ তিনি মিসরদেশে যে সমস্ত কর্ম • • করিয়াছেন, এবং যদনের ও পারেস্থিত হিষবোনের সহোন ও অস্তারোৎ নিবাসি বাশনের ওগ,ইমোরীয়দের এই দুই রাজার প্রতি যে ২ কর্ম করিয়াছেন, তাহ ১১ আমরা শুনিয়াছি। অতএব আমাদের প্রাচীনগণ ও দেশ নিবাসি লোকেরা আমাদিগকে কহিল,তোমরা হস্তুে পাথেয় দুব্য লইয়া তাহাদের সহিত সাক্ষাৎ করিতে যাইয়া তাহাদিগকে এই কথা কহ,আমরা তোমাদের দাস ; অতএব এইক্ষণে তোমরা আমাদের সহিত নিয়ম কর। ১২ আমরা যে দিবসে তোমাদের নিকটে আসিতে প্রস্থান করিলাম, সেই দিবসে আমরা গৃহহইতে যে তপ্ত রুটী লইয়াছিলাম,দেখ,তাহ! এখন শুষক ও ছাতাপড়া হই১৩ য়াছে। এবং যে নুতন কুপাতে দ্রাক্ষারস পূর্ণ করিয়াছিলাম, দেখ, তাহ ছিন্ন হইয়াছে, এবও পথ অতি যিহোশয়। Reఫె দূর এই প্রযুক্ত আমাদের বস্ত্র ও জুতা পুরাতন হই- ১ • য়াছে। তাহাতে ইস্রায়েল লোকেরা পরমেশ্বরের নিকটে পরামর্শ না করিয়া তাহাদের খাদ্যদ্রব্য * গ্রহণ করিল। এবং যিহোশূয় তাহাদের সহিত মিলন করিয়া যাহাতে তাহারা বাচে, এমত নিয়ম করিল, ও অধ্যক্ষগণ মণ্ডলীতে তাহাদের প্রতি শপথ করিল। নিয়ম স্থির করণের তিন দিন পরে ইহারা আমাদের প্রতিবাসী হইয়া আমাদের মধ্যে বাস করে, এই কথা তাহারা শুনিল। এবং ইস্রায়েল বংশ তৃতীয় দিবসে যাত্রা করিয়া গিৰিয়োন ও কিফীরা ও বেরোৎ ও কিরিয়ৎ-যিয়ারীম, তাহাদের এই সকল নগরের নিকটে উপস্থিত হইল। মণ্ডলীর অধ্যক্ষগণ ইস্রায়েলের প্রভু পরমেশ্বরের নামে দিব্য করাতে ইস্রায়েল বংশ তাহাদিগকে আঘাত করিল না, কিন্তু তাবৎ মণ্ডলী অধ্যক্ষগণের প্রতিকুলে বচসা করিতে লাগিল। তাহাতে অধ্যক্ষগণ তাবৎ মণ্ডলীকে কহিল, আমরা তাহাদের প্রতি ইস্রায়েলের প্রভূ পরমেশ্বরের নামে দিব্য করিয়াছি, অতএব তাহাদিগকে সপশ করিতে পারি না। আমরা কেবল এই কর্ম করিব ; তাহাদিগকে জীবৎ রাখিব,নতুবা তাহাদের প্রতি যে দিব্য করিয়াছি,তৎপ্রযুক্ত আমাদের প্রতি ক্রোধ উপস্থিত হইবে। অতএব অধ্যক্ষগণ কহিল, তাহারা জীবৎ থাকুক, কিন্তু তাবৎ মণ্ডলীর নিমিত্তে কাষ্ঠচ্ছেদক ও জলবাহক হউক। পরে যিহোশূয় তাহাদিগকে ডাকাইয়া কহিল, তো- ২২ মরা আমাদের নিকটস্থ লোক হইয়া, অতি দূরস্থ এই কথা কহিয়া কেন প্রবঞ্চনা করিলা ? এই নিমিত্তে তোমরা শাপগ্ৰস্তু হুইলা; অতএব পরমেশ্বরের আবাসের দাস্য কর্ম কাষ্ঠচ্ছেদন ও জলবহন এই সকল কর্মহইতে তোমরা কখনো মুক্তি পাইব না। তাহাতে তাহারা যিহোশূয়কে উত্তর করিল, তোমার প্রভু পরমেশ্বর তোমাদিগকে এই সমস্ত দেশ দিতেও তোমাদের সমুখহইতে এই দেশনিবাসি তাবৎ লোককে বিনাশ করিতে আপন সেবক মূসাকে কি প্রকারে আজ্ঞা করিয়াছিলেন, তাহা তোমার দাস আমরা শুনিয়া তোমাদের জন্যে প্রাণভয়ে ভীত হইয়া এই কাৰ্য্য করিলাম। দেখ, এখন আমরা তোমার হস্তগত আছি,আমাদের প্রতি করিতে তোমার যাহা ভাল ও ন্যায় বোধ হয়, তাহাই কর। পরে সে তাহীদের প্রতি এইরূপ করিয়া ইসায়েল ২৬ বংশের হস্তহইতে তাহাদিগকে রক্ষা করিল, তাহাতে তাহারা তাহাদিগকে বধ করিল না। কিন্তু যিহোশূয় সেই দিবসে পরমেশ্বরের মনোনীত স্থানে পরমেশ্বরের বেদির ও মণ্ডলীর নিমিত্তে কাষ্ঠচ্ছেদন ও জলবহন কর্মে তাহাদিগকে নিযুক্ত 1 করিল। y 3. R & R * S BBBS S S B S S BBS SS SBBBB LS SSS SLS0SS Y DD S0SAAA AAAS AAAS D DS SAAA LLS00 DDDD 00S0S DD DS S0S S DDS DDS DD LLS00 D DDS DAAA AAAASAAAA [२७]* २* ti-[२ s] यि ९ ; २-०२ u—[২৬]প ১৮, ১৯ u—[২৭]প ২১ । দ্বি ১২; ১০-১২ । ২ শি ২ ১ ; ২ ৷৷

  • (ৰ) খাদ্যদ্রব্য পুর্মুক্ত তাৰাদিগকে (ইং) অদ্য পর্যন্ত সমাপত।

209