পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১ অধ্যায় ] ২৩ করিয়া আমার নিকটে আন । তাহা করিলে তাহার ষিরুশালমের রাজাকেও হিরোণের রাজাকে ও যমুতের রাজাকে ও লাখীশের রাজাকে ও ইগলোনের রাজাকে, এই পাচ রাজাকে গুহাহইতে বাহির করিয়া তাহার ৪ নিকটে আনিল। এই রূপে তাহারা ঐ রাজগণকে যিহোশুয়ের নিকটে আনিলে যিহোশূয় সমস্ত ইসায়েল পুরুষকে ডাকিয়া আপন সঙ্গে গমনকারি সেনাপতিদিগকে আজ্ঞা করিল, তোমরা নিকটে আসিয়া এই রাজগণের স্কন্ধে * পা দেও; তাহাতে তাহার নিকটে আসিয়া তা২৫ হাদেৱ স্কন্ধে *পা দিল। অপর যিহোশূয় তাহাদিগকে কহিল, ভীত ও নিরাশ হইও না, শক্তিমান ও অতিশয় সাহসী হও, তোমরা যে ২ শত্ত্বগণের সহিত যুদ্ধ করিব, তাহীদের সকলের প্রতি পরমেশ্বর এই রূপ করবেন। ও পরে যিহোশয় আঘাতদ্বারা পাঁচ রাজাকে বধ করিয়া পাঁচ বৃক্ষের উপরে তাহাদিগকে উদ্বন্ধন করিল, তাহাতে তাহারা সায়থকাল পৰ্য্যন্ত বৃক্ষের উপরে উদ্ব২। স্কনে থাকিল। অপর সূৰ্য্যন্তি সময়ে যিহোশূরের আজ্ঞানুসারে লোকেরা বৃক্ষহইতে তাহাদিগকে নামাইয়া তাহারা যে গুহাতে লুকাইয়াছিল, সেই গুহাতে তাহাদিগকে নিঃক্ষেপ করিয়া তাহার মুখে মহা প্রস্তর দিল; তাহা অদ্যাপি আছে। ইচ অনন্তর ঐ দিবসে যিহোশূয় মকেকদ হস্তগত করিয়া খড়গাঘাতে তাহার রাজাকে ও তন্মধ্যস্থিত সমস্ত প্রাণিকে নিঃশেষে বধ করিল, কাহাকেও রক্ষা করিল না ; যেমন ঘিরীহোর রাজার প্রতি করিয়াছিল, মকেকদার রাজার প্রতিও তদ্রুপ করিল। পরে যিহোশূয় সমস্ত ইস্রায়েল বংশকে সঙ্গে লইয়। মকেকদাহইতে লিবনাতে যাইয়া লিবনার প্রতিকুলে ত যুদ্ধ করিল। তাহাতে পরমেশ্বর লিবন ও তাহার রাজাকে ইস্রায়েল বংশের হস্তগত করিলে সে তাহাকে ও তন্মধ্যস্থ সমস্ত প্রাণিকে খড়গদ্বারা আঘাত করিল, তাহার কাহাকেও অবশিষ্ট রাখিল না ; যেমন ঘিরীহোর রাজার প্রতি করিয়াছিল, তাহার রাজার প্রতিও তদ্রুপ করিল। অপর যিহোশূয় সমস্ত ইস্রায়েল বংশকে সঙ্গে লইয়া লিবনাহইতে লার্থীশে যাইয় তাহার বিরুদ্ধে শিবির স্থাপন করিয়া তাহার বিরুদ্ধে যুদ্ধ করিল। ও তাঁহাতে পরমেশ্বর লাখীশকে ইস্রায়েল বংশের হস্তগত করিলে তাহারা দ্বিতীয় দিবসে লাখীশ আক্রমণ করিয়া যেমন লিবনার প্রতি করিয়াছিল, তদ্রুপ তাহাকে ও তন্মধ্যস্থিত সমস্ত প্রাণিকে খড়গদ্বারা আঘাত করিল। এই যুদ্ধে গেষরের হোরম্ রাজা লাখীশের সহায়তা করিতে আগমন করিলে যিহোশূয় তাহাকে ও - > ~ *

  • -, -->

যিহোশূয়। R>> তাহার লোকদিগকে আঘাত করিল ; তাহার অবশিষ্ট কেহ থাকিল না । পরে যিহোশূয় সমস্ত ইস্রায়েল বংশকে সঙ্গে লইয়া - লাখীশহইতে ইগলোনে যাত্রা করিলে তাহারা তাহার সম্মুখে শিবির স্থাপন করিয়া তাহার প্রতিকুলে যুদ্ধ করিল। এবং সেই দিবসে তাহা হস্তগত করিয়া ৩৫ যেমন লাখীশের প্রতি করিয়াছিল, তদ্রুপ খড়গদ্বারা তাহাকে প্রহার করিয়া সেই দিবসে তাহার মধ্যস্থিত সমস্ত প্রাণিকে নিঃশেষে বধ করিল। অপর যিহোশূয় সমস্ত ইস্রায়েল বংশকে সঙ্গে ৩৪ লইয়া ইগলোনহইতে হিরোণে যাত্রা করিলে তাহার তাহার প্রতিকুলে যুদ্ধ করিল। এবং তাহা হস্তগত করিয়া ৩৭ তাহাকে ও তাহার রাজাকে ও তাহার উপনগর সকলকে ও তন্মধ্যস্থিত সমস্ত প্রাণিকে খড়গদ্বারা বধ করিল ; যেমন ইগলোনের প্রতি করিয়াছিল,সেই রূপে তাহার কাহাকেও অবশিষ্ট না রাখিয়া তাহাকে ও তন্মধ্যস্থ সমস্ত প্রাণিকে নিঃশেষে বধ করিল। পরে যিহোশূয় ফিরিয়া সমস্ত ইস্রায়েল বংশকে সঙ্গে ৩৮ লইয়া দিবীরে আলিয়া তাহার প্রতিকুলে যুদ্ধ করিল। এব^ তাহাকে ও তা হার রাজাকে ও তাহার উপনগর ৩১ সকলকে হস্তগত করিয়া খড়গদ্বারা আঘাত করিয়া তন্মধ্যস্থ তাবৎ প্রাণিকে নিঃশেষে বধ করিল, তাহার কাহাকেও অবশিষ্ট রাখিল না ; যেমন হিরোণের প্রতি এবং লিবনার ও তাহার রাজার প্রতি করিয়াছিল, দিবীরের ও তাহার রাজার প্রতিও তদ্রুপ করিল। এই রূপে যিহোশূয় পৰ্ব্বতের ও দক্ষিণ দেশের ও ৪ • তলভূমির ও উনূইযুক্ত স্থানের সকল দেশকে ও তাবৎ রাজগণকে বধ করিল, তাহাদের কাহাকেও অবশিষ্ট রাখিল না; সে ইস্রায়েলের প্রভু পরমেশ্বরের আজ্ঞানুসারে তাবৎ প্রাণিকে নিঃশেষে বধ করিল। এই রূপে ৪১ যিহোশূয় কাদেশ-বর্ণেয় অবধি অসা পৰ্য্যন্ত তাহাদিগকে এবং গিবিয়োন পৰ্য্যন্ত গোশনের সমস্ত দেশকে বিনষ্ট করিল। যিহোশূয় এই সমস্ত দেশকে ও রাজ- ৪২ গণকে এক কালেই হস্তগত করিল, কারণ ইস্রায়েলের প্রভূ পরমেশ্বর ইস্রায়েল বংশের পক্ষ হইয়া যুদ্ধ করিলেন। পরে যিহোশূয় সমস্ত ইস্রায়েল বুশকে সঙ্গে ও লইয়া গিলগল স্থিত শিবিরে প্রত্যাগমন করিল। ১১ অধ্যায়। ১ ইসুয়েল্ বংশের বিরুদ্ধে দেশের ওত্তর ভাগস্থ অনেক রাজার একত্র হওন, ও ও তfহণদের বিনাশ, ১০ও হাংসের নগর হস্তগত ও দক্ষ হওল, ১৬ ও অনেক দেশ হস্তগত করণ, ২১ ও অনাকীয় লোকের গুমিল্ল করণ। অপর হাৎসোরের রাজা যাবান এই সম্বাদ শুনিয়া ১ S Kgg S S B S S00 DD DS BB BBSBS S BB BSBBSBS S S S S S S S S 0S m S S B S S S gg S S m S S B S S B SKBS SSBSS SBSBBSBBS S gg S S BB BSBBSBS S BB BSBS S K BBBB SB B BB S

  • (ইব) গাবণতে ।

--> 211