পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১২ মাদোনের খোবষ রাজের ও শিমোণের রাজার ও ই অক্ষফের রাজার নিকটে, এবং পৰ্ব্বতে উত্তর দেশীয় ৪ কিন্নেরতের দক্ষিণ প্রান্তরে তলভূমিস্থিত ও পশ্চিমে ও দোর সীমাস্থিত রাজগণের নিকটে ; অর্থাৎ পূৰ্ব্ব ও পশ্চিম দেশীয় কিনানীয়দের ও ইমোরীয়দের ও হিন্তীয়দের ও পিরিষীয়দের ও পৰ্ব্বতস্থ যিৰূষীয়দের ও মিসপীদেশীয় হমোণের অধঃস্থিত হিন্ধীয়দের রাজ • গণের নিকটে লোক প্রেরণ করিল। তাহাতে তাহার সকলে সসৈন্য হইয়া সমুদ্র তীরস্থ বালুকার ন্যায় বহু লোক ও বহু অশ্ব ও রথ সঙ্গে লইয়া বাহির হইল। * এবং এই সকল রাজা নিরুপণানুসারে একত্র হইয়া ইস্রায়েল বংশের প্রতিকুলে যুদ্ধ করণার্থে মেরোমের জল নিকটে আসিয়া শিবির স্থাপন করিল। ও পরে পরমেশ্বর যিহোশূয়কে কহিলেন, তুমি তাহাদের হইতে ভীত হইও না ; কল্য এমন সময়ে আমি ইস্রায়েল বংশের সমুখে হত তাহাদের সকলকে সমর্পণ করিব, তাহাতে তুমি ভাহীদের অশ্বের পায়ের শির ৯ ছেদন করিব ও রথ অগ্নিতে দগ্ধ করিব । তাহাতে যিহোশূয় সমস্ত সৈন্য সঙ্গে লইয়া মেরোমের জল নিকটে তাহীদের বিরুদ্ধে অকস্মাৎ তাহাদের মধ্যে উপ৮ স্থিত হইয় তাহাদিগকে আক্রমণ করিল। তাহাতে পরমেশ্বর তাহাদিগকে ইস্রায়েল বংশের হস্তে সমপর্ণ করিলে তাহারা তাহাদিগকে বধ করিল, এবং মহাসীদোন ও মিক্সিফোৎ-ময়িম পর্যন্ত এবং পূৰ্ব্বদিগে মিসপীর তলভূমি পৰ্য্যন্ত তাহাদিগকে তাড়ন করিল, এবথ তাহাদিগকে সRহার করিল ; তাহাদের কাহাকেও ৯ অবশিষ্ট রাখিল না। পরে যিহোশূয় পরমেশ্বরের আজ্ঞানুসারে তাহদের অশ্বের পায়ের শিরা ছেদন করিল ও তাহীদের রথ সকল অগ্নিতে দগ্ধ করিল। ১. ঐ সময়ে যিহোশূয় প্রত্যাগমন করিয়া হাৎসোর হস্তগত করিয়া খড়গদ্বারা তাহার রাজাকে আঘাত করিল,কেননা পূৰ্ব্বকালে হাৎসোর সেই সমস্ত রাজ্যের ১১ প্রধান ছিল। এবং তাহার মধ্য নিবাসি সমস্ত প্রাণিকে খড়গদ্বারা আঘাত করিয়া নিঃশেষে বধ করিলে তাহার মধ্যে কোন প্রাণী অবশিষ্ট থাকিল না; পরে সে ১২ হাৎসোরকে অগ্নিতে দগ্ধ করিল। অপর যিহোশূয় ঐ রাজগণের সমস্ত নগরকে ও তাঁহাদের সমস্ত রাজাকে হস্তগত করিয়া পরমেশ্বরের সেবক মূসার আজ্ঞানুসারে খড়গদ্বারা তাহাদিগকে আঘাত করিয়া নিঃশেষে ৯. বিনষ্ট করিল। সে সময়ে যে ২ নগর টিকরোপরি স্থাপিত ছিল,তাহার মধ্যে হাৎসোর ব্যতিরেকে ইসুয়েল বংশ আর কাহাকেও দগ্ধ করিল না, কিন্তু যিহোশূয় ১• তাহাকে অগ্নিতে দগ্ধ করিল। এবং ইস্রায়েল বংশ সে , a. [১১ অব্য ; ১-৩] যি ১০ ; ১-৫ ॥—[৬] ১০ ৮ । ১৬; ১৬। বি ৪ ; যহোশয় l [১২ অধ্যায়। সকল নগরের দ্রব্যাদি ও পশুগণকে আপনাদের নিমিত্তে লুট করিল, এবং খড়গদ্বারা প্রত্যেক মনুষ্যকে নিঃশেষে বধ করিল ; তাহাদের মধ্যে কোন প্রাণিকে অবশিষ্ট রাখিল না। পরমেশ্বর আপন সেবক মূসা- ২৭ কে যে রূপ আজ্ঞা করিলেন, মূসা যিহোশূয়কে তদ্রুপ আজ্ঞা করিল,তাহাতে যিহোশূয় তদ্রুপ করিল ; মূসার প্রতি পরমেশ্বরের কোন আজ্ঞা অপালিত রাখিল না। এই রূপে সমস্ত দেশ ও উপপৰ্ব্বত ও সমস্ত দক্ষিণ ১৬ দেশ ও গোশনের তাবৎ দেশ ও তলভূমি ও প্রান্তর ও ইস্রায়েলের পর্বত ও তাহার তলভূমি ; অর্থাৎ সেয়ীর ১৭ প্রতিগামি হালক * পৰ্ব্বত অবধি হর্মোণ পৰ্ব্বতের নীচস্থায়ি লিবানোনের তলভূমিতে স্থিত বালগাদ পৰ্য্যন্ত তাবৎ দেশ যিহোশয় হস্তগত করিয় তাহাদের রাজগণকে ধরিয়া প্রহার পূর্বক বধ করিল। যিহোশূয় ঐ ১৮ রাজগণের সহিত বহুকাল যুদ্ধ করিল। গিৰিয়োন নি- ১৯ বাসি হিব্বীয় লোক ব্যতিরেকে আর কোন নগরীয় লোক ইস্রায়েল বংশের সহিত সন্ধি করিল না; তাহার অন্য সমস্তকেই যুদ্ধেতে হস্তগত কfরল। কেননা তাহারা ২৭ যেন ইস্রায়েল বংশের সহিত যুদ্ধ করিতে অসিয়া নিঃশেষে হত হয় ও অনুগৃহীত না হয়, কিন্তু মূসার প্রতি পরমেশ্বরের আজ্ঞানুসারে বিনষ্ট হয়,এই জন্যে তাহাদের অন্তঃকরণ কঠিন করিতে পরমেশ্বরের মনস্থ ছিল। অপর সেই সময়ে যিহোশূয় আসিয়া পৰ্ব্বতহইতে ২১ ও হিন্ত্রোণহইতে ও দিবীর হইতে ও আনবহইতে ও যিহুদার সমস্ত পৰ্ব্বতহইতে ও ইস্রায়েলের সমস্ত পৰ্ব্বতহইতে অনাকীয়দিগকে উচ্ছিন্ন করিল,ও যিহোশুয় তাহাদের নগর শুদ্ধ নিঃশেষে বিনষ্ট করিল। ইস্রায়েল ২২ বংশের দেশে অনাকীয়দের কেহ অবশিষ্ট থাকিল না ; কেবল অসাতে ও গাতে ও অসদোদে অবশিষ্ট থাকিল। এই রূপে যিহোশূয় মূসার প্রতি পরমেশ্বরের ২৭ আজ্ঞানুসারে সে সমস্ত দেশ হস্তগত করিয়া ইস্রায়েলের বংশানুসারে অধিকার করিতে তাহা ইসুয়েল বংশকে দিল; পরে দেশে যুদ্ধ বিরাম হইল। ১২ অধ্যায়। ১ যুদৗদ্ধারণ দুই রাজার দেশের বিভাগ করণ, ৭ এ যিহেন শয়দ্বারা এক ত্রিশ রাতার অবিকণর হস্তগত করণ । অপর যে ২ রাজাকে ইসুয়েল বংশ বধ করিয়া তাহা । দের দেশ অধিকার করিল, সেই সকল রাজার নাম। যদনের ওপারে সুৰ্য্যোদয়ের দিগে অর্ণোন নদী অবধি হর্মোণ পৰ্ব্বত পৰ্য্যন্ত, এবং পূৰ্ব্বদিকস্থিত সমস্ত প্রান্তরস্থ দেশের হিষ্ণুবোন নিবাসি ইমোরীয়দের সহোন ২ রাজা । সে অপোন নদীতীরস্থ এবং অরোয়ের অবধি ও নদীর মধ্যাবধি এবং অন্ধ গিলিয়দ দেশে অন্মোন

а -[s]+ نه n-ه د]-س[fد-نه د ; • ه ة w llد]-ــــ »[

CSD LS0 DD DDS SSSL LLS SS 0S SS S0S S D S S 0 S S 0 S L SSBBBB SDDSS00 DDD DDSAJSB tttt LLS SBBB BBS BB GDS AAAAAA L 212

  • (ব) সমদল ৷