পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/২২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায়।] বংশের সীমাস্থ যবেরাক নদী পর্যন্ত ; এবং প্রান্তরে কিন্নেরৎ হ্রদের পূৰ্ব্বতীর পর্যন্ত ও বৈৎ-যিশীমোতের পথে প্রান্তরস্থ লবণসমুদ্রের পূৰ্ব্বতীর পর্যন্ত অসদোৎপিসগার অধঃস্থিত দক্ষিণ দেশে কর্তৃতন্ত্রকারী ছিল । এবং হিষবোনের সহোন রাজের সীমাস্থিত অন্ধগিলিয়দ দেশে গিগুরীয়দের ও মাথার্থীয়দের সীমা পৰ্য্যন্ত হর্মোণ পৰ্ব্বতে ; ও সলখাতে ও তাবৎ বাশনে কর্তৃক্তত্বকারি এবং অস্তারোৎ ও ইদ্রিয়ী নিবাসি বৃহৎ কায় লোকদের অবশিষ্ট বাশনের ওগ রাজের সীমা ছিল। পরমেশ্বরের সেবক মূসা ও ইসুয়েল বংশ সেই দুই রাজাকে উচ্ছিন্ন করিল, এবং পরমেশ্বরের সেবক মূসা সেই দেশ অধিকার করিতে রূবেন বংশকে ও গাদ বংশকে ও মিনশির অন্ধবংশকে দিল । পরে ঘিহোশূয় ও ইস্রায়েল বংশ যদ্দনের এপারে পশ্চিমদিগে লিবানোনের তলভূমিস্থিত বালগাদ অবধি সেয়ীর প্রতিগামি হালক পৰ্ব্বত পৰ্য্যন্ত পৰ্ব্বতস্থ ও তলভূমিস্থ ও প্রান্তরস্থ ও উনুইদেশস্থ ও অরণ্যস্থ ও দক্ষিণ৮ দেশস্থ হিন্তীয়দের ও ইমোরীয়দের ও কিনানীয়দের ও পিরিষীয়দের ও হিব্বীয়দের ও যিকৃষীয়দের দেশীয় যে রাজগণকে বধ করিল, ইস্রায়েলের বংশানুসারে অধিকার করিতে যিহোশূয় ইস্রায়েল বংশকে তাহা> দের দেশ দিল ; সেই রাজগণের নাম । যিরীহোর এক রাজা, ও বৈথেলের নিকটস্থ অয়ের এক রাজা । এবং ফিরুশালমের এক রাজাও হিব্রাণের এক রাজা। ও ষমৃতের এক রাজা,ও লার্থীশের এক রাজা ও ইগ ১০ লোনের এক রাজা,ও গেষরের এক রাজা ও দিবীরের ১৪ এক রাজা,ও গেদরের এক রাজা। ও হর্মার এক রাজা, ১৭ ও অরাদের এক রাজা। ও লিবনার এক রাজা,ও অদু১৬ লমের এক রাজা । ও মকেকদার এক রাজ1,ও বৈথেলের ১৭ এক রাজা,ণ্ড তপূহের এক রাজা,ও হেফরের এক রাজা। ৮ ও অফেকের এক রাজা, ও লশারোণের এক রাজা । ১৯ ও মাদোনের এক রাজা, ও হাৎসোরের এক রাজা। ও ২• শিমোণ মিরোণের এক রাজা,ও অক্ষফের এক রাজা। ২ ১ ও তানকের এক রাজা, ও মগিদোর এক রাজা । ২২ ও কেদশের এক রাজা, ও কমিল্‌স্থ যগ্নিয়ামের এক ২৩ রাজা। ও দেরি সীমাস্থিত দোরের এক রাজা, ও ২৪ গিলগল দেশীয়দের এক রাজা । ও তিসার এক রাজা ; এই সকলে একত্রিশ রাজা ছিল। 〉ヘ○ *Ut" I ১ অৱশিষ্ট দেশের কথা, ১৫ ও কবেন বংশের অধিকারের কাn, ২৪ ও গণদ বংশের অধিকারের কথা, ২৯ ও যিলশির আঙ্ক বংশের অধিকারের কথা। যিহোশয়। ২১৩ অপর যিহোশূয় বহুবয়স্ক বৃদ্ধ হইলে পরমেশ্বর তাহাকে কহিলেন, তুমি বহুবয়স্ক বৃদ্ধ হইল ; এখনো ২ বহু দেশ অধিকার করিতে অবশিষ্ট আছে। অবশিষ্ট দেশের নাম। গিশ্বরীয়দের সমস্ত সীমা এবং মিসরের সম্মুখস্থ শীহোর অবধি কিনানীয়দের অধিকার রূপে গণিত ইক্রোণের উত্তর সীমা পৰ্য্যন্ত পিলেষ্টীয়দের সমস্ত সীমা, অর্থাৎ অসাতীয় ও অসদোদীয় ও অস্কিলোনীয় ও গাতীয় ও ইক্রোণীয়, পিলেষ্টীয়দের এই পাঁচ অধক্ষের অধিকার, ও অন্ধীয় দেশ। এবং দক্ষিণ দিগে কিনানীয়দের সমস্ত দেশ, ও ৪ সীদোনীয়দের অধীন মিয়ার অবধি ইমোরীয়দের সীমাস্থিত অফেক পৰ্য্যন্ত। এব^ গিবলীয়দের দেশ ও * হমোণ পৰ্ব্বতের তলস্থিত বালগাদ অবধি হমাতে প্রবেশের স্থান পৰ্য্যন্ত সূর্য্যোদয় দিকস্থ তাবৎ লিবানোন। সেই লিবানোন অবধি মিক্সিফোৎ-ময়িম পর্যন্ত ও পৰ্ব্বতনিবাসি সমস্ত সীদোনীয়দিগকে আমি ইসায়েল বংশের সন্মুখ হইতে দূর করিয়া দিব ; আমি যেমন তোমাকে আজ্ঞা করিলাম, এই রূপ তুমি তাহ অধিকার করিতে ইসুয়েল বংশকে অংশ করিয়া দেও। এই ক্ষণে অধিকারাথে নব বংশকে ও মিনশির অন্ধবxশকে এই দেশ অংশ করিয়া দেও। এবং অন্য ৮ অৰ্দ্ধ ব^শকে ও রুবেন বংশকে ও গাদ বংশকে যদন নদী পারে পূৰ্ব্বদিগে পরমেশ্বরের সেবক মূসা যে রূপ দিয়াছে, তদনুসারে তাহারা অধিকার পাইল । অর্ণোন নদীতীরস্থ অরোয়ের অবধি এবং নদীমধ্য- ১ স্থিত নগর ও দীবোন পৰ্য্যন্ত মেদিবার সমস্ত প্রান্তর ; এবং অন্মোন বংশের সীমা পর্যন্ত হিষবোনে কর্তৃতা- • কারি ইমোরীয়দের দীহোন রাজের সমস্ত নগর ; এবং ১১ গিলিয়দ ও গিশ্বরীয়দের ও মাথার্থীয়দের সীমা ও তাবৎ হর্মোণ পৰ্ব্বত ও সল্খ পর্য্যন্ত সমস্ত বাশন ১২ অর্থাৎ অস্তারোৎ ও ইদ্রিয়ীতে কর্তৃতাকারি বৃহৎকায় বংশের অবশিষ্ট ওগের বাশন রাজ্য তাহারা পাইল ; কেননা মূসা ইহাদিগকে প্রহার করিয়া দূর করিয়াছিল। তথাপি ইসুয়েল বংশ গিশ্বরীয়দিগকে ও ১৩ মাথার্থীয়দিগকে দূর করিল না; তাহাতে গিশ্বরীয়ের ও মাখার্থীয়ের অদ্যাপি ইস্রায়েল বংশের মধ্যে বাস করে। সে লেবির বংশকে কিছু অধিকার দিল ১৪ না ; পরমেশ্বরের আজ্ঞানুসারে ইস্রায়েলের প্রভূ পরমেশ্বরের অগ্নিকৃত উপহার তাহাদের অধিকার হইল। সেই সময়ে রূবেন বংশের পরিজনানুসারে মূসা • • তাহাদিগকে অধিকার দিল। এবং অর্ণোন নদীতীরস্থ ১৬ অরোয়ের অবধি তাহাদের সীমা ছিল, এবং নদী > o [* ९ ऽादैr ; २,७] चेि २ ; २ १-०१ ।-–[৪,৫] দ্বি ও ; ১-১১ ॥—[৬] দ্বি ও ; ১২-১৭ ॥-[s] fण ७ ; २०-२ १ ! v; २ s-२० ॥ SSAS SSAS SSBSSSBBLSSS SAA AAAAggSgS S ; ه و ۔ههll-]ه ;ه د [ت دw,ده II-]ه د[ه د; BBSSSSLLSS0S S BB BSBBS BSBBS SSAS SSAS SS SAAAAAA LLSS ASgA CC Se BBBSS00 BB BBSS BB 000S0 000S0 DD DDS BSS SBBSS BB BDSAAA SL0 S B S AAA LSLASAAAA BB BBS 00 S0SS 0000 AAASAASAA tB SAAAAA AAAA AA AAAA AAAA L 213